সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৫৫
বর্তমানে আধৃতকেট উইন্সলেট,
মেয়ার অব ইস্টটাউন (২০২১)
ওয়েবসাইটemmys.com

সীমিত বা সংকলিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রিকালীন নেটওয়ার্কের সীমিত বা সংকলিত ধারাবাহিকের কোন মৌসুমের বা টিভি চলচ্চিত্রের সেরা প্রধান অভিনেত্রীর অসামান্য অভিনয়ের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

১৯৫৫ সালের ৭ই মার্চ ৭ম প্রাইমটাইম এমি পুরস্কারে জুডিথ অ্যান্ডারসনকে হলমার্ক হল অফ ফেম ধারাবাহিকের "ম্যাকবেথ" পর্বে লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২৫তম প্রাইমটাইম এমি পুরস্কারে বিভাগটি দুটি বিভাগে বিভক্ত হয়ে বেশ কয়েকবার নাম পরিবর্তন করা হয়: নাট্যধর্মী বা হাস্যরসাত্মক বিশেষানুষ্ঠানে সেরা প্রধান অভিনেত্রী; এবং সীমিত ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী। ৩১তম প্রাইমটাইম এমি পুরস্কারের মধ্যে বিভাগগুলো একটি নামে একত্রিত করা হয় এবং এর পর থেকে বিভাগটির বেশ কয়েকবার নাম পরিবর্তিত হয়ে বর্তমান শিরোনাম ধারণ করে।

প্রতিষ্ঠার পর থেকে ৫৪ জন অভিনেত্রীকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। হেলেন মিরেন এই বিভাগে সর্বাধিক চারটি পুরস্কার অর্জন করেছেন, এবং চারটি পুরস্কারের জন্য সর্বাধিক দশবার মনোনয়ন পেয়েছেন। সাম্প্রতিক বিজয়ী কেট উইন্সলেট মেয়ার অব ইস্টটাউন-এ মেয়ার শিহান চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেছেন।

২০২০-এর দশক[সম্পাদনা]

বছর অভিনেত্রী ভূমিকা অনুষ্ঠান অন্তর্জাল
২০২০ (৭২তম)
রেজিনা কিং অ্যাঞ্জেলা আবর / সিস্টার নাইট ওয়াচম্যান এইচবিও
কেট ব্লাঞ্চেট ফিলিস শ্লাফ্লাই মিসেস আমেরিকা এফএক্স
শিরা হাস ইষ্টার "এস্টি" শাপিরো আনঅর্থোডক্স নেটফ্লিক্স
অক্টাভিয়া স্পেন্সার ম্যাডাম সিজে ওয়াকার সেলফ মেড
কেরি ওয়াশিংটন মিয়া ওয়ারেন লিটল ফায়ারস এভরিহোয়ার হুলু
২০২১ (৭৩তম)
কেট উইন্সলেট মেয়ার শিহান মেয়ার অব ইস্টটাউন এইচবিও
মাইকেলা কোয়েল আরাবেলা এসিডু আই মে ডেস্ট্রোয় ইউ এইচবিও
সিনথিয়া এরিভো আরেথা ফ্রাঙ্কলিন জিনিয়াস: আরেথা ন্যাশনাল জিওগ্রাফিক
এলিজাবেথ ওলসেন ওয়ান্ডা ম্যাক্সিমফ ওয়ান্ডাভিশন ডিজনি+
আনিয়া টেলর-জয় বেথ হারমন দ্য কুইন্‌স গ্যাম্বিট নেটফ্লিক্স

একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান[সম্পাদনা]

একাধিকবার বিজয়ী অভিনেত্রী[সম্পাদনা]

একাধিক মনোনয়নপ্রাপ্ত অনুষ্ঠান[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]