সিডনি অল্টম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিডনি অল্টম্যান
জন্ম (1939-05-07) ৭ মে ১৯৩৯ (বয়স ৮৪)[১]
জাতীয়তাকানাডীয় & মার্কিন (১৯৮৪ থেকে)
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অব কলোরাডো অ্যাট বোল্ডার
পরিচিতির কারণরাইবোজাইম
দাম্পত্য সঙ্গীAnn Korner (m. 1972; 2 children)
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৮৯)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রআণবিক জীববিজ্ঞান
ড. জন রাফিন (বামে), এনআইএমএইচডি পরিচালক, এবং ড। সিডনি অল্টম্যান 'ইয়েল ইউনিভার্সিটি বুচেট লিডারশিপ অ্যাওয়ার্ড' পান।

সিডনি অল্টম্যান একজন কানাডীয়-মার্কিন আণবিক জীববিজ্ঞানী। তিনি ১৯৮৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

অল্টম্যান ১৯৩৯ সালের ৭ মে কুইবেকের মন্ট্রিলে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৬০ সালে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব কলোরাডো অ্যাট বোল্ডার থেকে ১৯৬৭ সালে জীবপদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭১ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় এর জীববিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৭৫ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৮০ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এই বিভাগের চেয়ারম্যান এবং ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইয়েল কলেজের ডীন ছিলেন। [২]

সম্মানসূচক ডিগ্রি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]