সর্বানন্দ সোনোয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সর্বানন্দ সোনোয়াল
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৬ মে ২০১৪
রাষ্ট্রপতিপ্রণব মুখোপাধ্যায়
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী
উপরাষ্ট্রপতিমহম্মদ হামিদ আনসারি
পদাধিকারীসর্বানন্দ সোনোয়াল
কাজের মেয়াদ
২৬ মে ১২০১৪ – ০৯ নবেম্বর ২০১৪
রাষ্ট্রপতিপ্রণব মুখোপাধ্যায়
প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী
উপরাষ্ট্রপতিমহম্মদ হামিদ আনসারি
কাজের মেয়াদ
২৬ মে ১২০১৪ – ০৯ নবেম্বর ২০১৪
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৪
কাজের মেয়াদ
২০০৪ – ২০০৯
কাজের মেয়াদ
২০০১ – ২০০৪
কাজের মেয়াদ
১৯৯২ – ১৯৯৯
কাজের মেয়াদ
১৯৯৪ – ২০০৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-10-31) ৩১ অক্টোবর ১৯৬২ (বয়স ৬১)
দিনজান, ডিব্রুগড়, অসম
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
ধর্মহিন্দু

সর্বানন্দ সোনোয়াল (ইংরেজি: Sarbananda Sonowal; অসমীয়া: সর্বানন্দ সোণোৱাল) অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির নেতা। ২০১৬ সনের অসম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক ভোটে জয়ী হয় ও সর্বানন্দ সোনোয়াল অসমের মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন। [১][২] তিনি ২০১৬সনের ২৪মে তারিখে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ করেন। তিনি সারা আসাম ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি ছিলেন।

জন্ম[সম্পাদনা]

অসমের ডিব্রুগড়ে সর্বানন্দ সোনোয়াল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জিবেশ্বর সোনোয়াল ও মাতার নাম দিনেশ্বরী সোনোয়াল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Portfolios of the Union Council of Ministers"। PM India। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫ 
  2. "Ballotin: Eye on Dispur"। ২০১৬-০৩-১৬।