শেলডন অ্যাডেলসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেলডন অ্যাডেলসন
Adelson at a Hong Kong press conference in June 2010
জন্ম
শেলডন গ্যারি অ্যাডেলসন

(1933-08-04) ৪ আগস্ট ১৯৩৩ (বয়স ৯০)
Boston, Massachusetts, United States
জাতীয়তাAmerican
মাতৃশিক্ষায়তনCity College of New York (Dropped out)
পেশাChairman and CEO of the Las Vegas Sands
পরিচিতির কারণCasino and hotel magnate
দাম্পত্য সঙ্গীSandra (?–1988; divorced)[১]
Miriam Ochsorn (1991–present)
সন্তান5

শেলডন গ্যারি অ্যাডেলসন (pronounced /ˈædəlsən/; জন্ম আগস্ট ৪, ১৯৩৩)যুক্তরাষ্ট্রের ক্যাসিনো মুঘল এবং লাস ভেগাস, ম্যাকাও এবং সিঙ্গাপুরের বিভিন্ন হোটেলের মালিক শেলডন অ্যাডেলসন ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। জুয়ার সম্রাট বলা হয় তাকে। ২০১৩ সালে অ্যাডেলসন প্রতিদিন গড়ে আয় করেছেন ৪১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩০৫ কোটি টাকা। ২০১৩ সালে তার আয় ১৫ বিলিয়ন মার্কিন ডলার বাড়ায় তিনি ২০১৪ বছর জায়গা করে নিয়েছের বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায়। বর্তমানে পাঁচ সন্তানের জনক ৮০ বছর বয়স্ক অ্যাডেলসন থাকেন লাস ভেগাস।

শৈশব ও কর্ম জীবন[সম্পাদনা]

তার জন্ম ১৯৩৩ সালে ম্যাসাচুসেটসের বোস্টনে। বাবা ছিলেন ট্যাক্সি চালক আর মা ক্যাটারিনের দোকান চালাতেন। ১২ বছর বয়সে ২০০ মার্কিন ডলার নিয়ে দৈনিক পত্রিকার ব্যবসা শুরু করেন। সিটি কলেজ অফ নিউইয়র্কের ড্রপ-আউট এই ছাত্র ৫০টার মত ভিন্ন ভিন্ন ব্যবসা করেছেন। মার্কিন রাজনীতিতে রয়েছে তার একটা শক্ত অবস্থান। ক্যাসিনো ডেভেলপার শেলডন অ্যাডেলসন ২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেন রিপাবলিকান প্রার্থীকে হোয়াইট হাউসের কর্তা করার জন্য। বর্তমানে তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান লস ভেগাস স্যান্ডাসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. McIntire, Mike; Luo, Michael (২০১২-০১-২৮)। "The Man Behind Gingrich's Money"The New York Times 
  2. "Bloomberg Billionaires Index $40 billion"। BloombergBillionairesIndex। ২০১৪-০৩-০৩। 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Las Vegas Sands Corporation