শিনজি ওকাজাকি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিনজি ওকাজাকি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1986-04-16) ১৬ এপ্রিল ১৯৮৬ (বয়স ৩৭)
জন্ম স্থান জাপান
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান ফরোয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিচেস্টার সিটি
জার্সি নম্বর ২০
জাতীয় দল
জাপান অনূর্ধ্ব-২৩ দল
জাপান

শিনজি ওকাজাকি (জন্ম ১৬ এপ্রিল, ১৯৮৬) একজন জাপানি ফুটবলার, যিনি লেস্টার সিটি এবং জাপান জাতীয় ফুটবল দলের হয়ে ফরোয়ার্ড পজিশনে খেলে। বুন্দেসলিগার ইতিহাসে সেরা জাপানি খেলোয়াড় ওকাজাকি। জাপানের ফুটবল ইতিহাসে ৩য় সর্বোচ্চ গোলদাতা। তিনি লেস্টার সিটির হয়ে ২০১৬ সালে প্রিমিয়ার লিগ জেতেন।

ক্লাব জীবন[সম্পাদনা]

শিমিযু এস-পালস[সম্পাদনা]

শিনজি ওকাজাকি ২০০৫ সালে শিমিযু এস-পালস ক্লাবে যোগ দেয়ার মাধ্যমে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ১৫ এপ্রিল ২০০৭ সালে সানফ্রেন্স হিরোশিমার বিপক্ষে খেলার মাধ্যমে অভিষেক হয়। ২০১১ সাল পর্যন্ত শিমিযু এস-পালস ক্লাবের প্রতিনিধিত্ব করেন।

স্টূটগার্ড[সম্পাদনা]

৩০ জানুয়ারি ২০১১ সালে সাড়ে ৩ বছরের চুক্তিতে জার্মান ক্লাব স্টূটগার্ডে যোগ দেয়। ১৭ ফেব্রুয়ারি ২০১১ সালে বেনফিকার বিপক্ষে ইউরোপা লিগে অভিষেক হয়। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ১ম বুন্দেসলিগায় খেলার সুযোগ হয়। ঐ ম্যাচে তিনি ডি-বক্সের বাইরে থেকে একটি গোল দেয়। ২০১২-১৩ মৌসুমে খুবই বাজে খেলে ওকাজাকি, বুন্দেসলিগায় মাত্র একটি গোল দেন।

এফএসভি মেইঞ্জ[সম্পাদনা]

২০১৩ সালের ১ জুলাই শিনজি ওকাজাকি এফএসভি মেইঞ্জে যোগ দেয়। অভিষেক ম্যাচে তার সাবেক ক্লাব স্টূটগার্ডের বিপক্ষে গোল দেন। এফএসভি মেইঞ্জের হয়ে ১ম মৌসুমে ১৫ টি গোল দেন।

লেস্টার সিটি[সম্পাদনা]

২৬ জুন ২০১৫ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে যোগ দেন। লেস্টার সিটি তাকে আনতে ৭ মিলিয়ন পাউন্ড খরচ করে। ৮ আগস্ট সান্ডারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়। ওয়েস্ট হামের বিপক্ষে পরের ম্যাচে গোল করেন, যা লেস্টার সিটির হয়ে তার ১ম গোল। ১ম মৌসুমেই লেস্টার সিটির হয়ে লিগ শিরোপা লাভ করেন।

জাতীয় দল[সম্পাদনা]

২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসের জন্য জাপান দলে ডাক পায়। ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অভিষেক হয়।

৮ অক্টোবর ২০১০ সালে ওকাজাকির দেয়া একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারায় জাপান। ২০১১ সালে এএফসি কাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম হ্যাট্রিক করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

১. "Shinji Okazaki in Stuttgar t" VfB Stuttgart. 30 January 2011. Retrieved 30 January 2011.

২. "Okazaki and Müller fire Mainz to victory"Bundesliga. 11 August 2013. Retrieved 13 October 2013.

৩.  "La IFFHS designa al japonés Shinji Okazaki mejor goleador de 2009" (in Spanish). Diario AS. 9 January 2010. Retrieved 5 January 2013

৪.  東北地方太平洋沖地震復興支援チャリティーマッチSamuraiblue.jp (in Japanese). 29 March 2011. Retrieved 3 May 2011.

বহিঃসংযোগ[সম্পাদনা]