শাহাবুদ্দীন নাগরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহাবুদ্দিন নাগরী
শাহাবুদ্দিন নাগরী। ঢাকা, ২০১০
জন্ম
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশাকবি ও সাহিত্যিক
পুরস্কারসিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, ২০১২

শাহাবুদ্দীন নাগরী (জন্ম অক্টোবর ৬, ১৯৫৫) বাংলাদেশের একজন প্রথিতযশা বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি একজন আধুনিক রোম্যান্টিক কবি যিনি ১৯৭০ দশকের কবি হিসেবে চিহ্নিত। তিনি শিশুসাহিত্যিক হিসেবে সমধিক সমাদৃত। তার রচিত ছড়া ১৯৭০-এর দশকের মধ্যভাগ থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একই সঙ্গে তিনি ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, সুরকার, গায়ক এবং নাট্যকার হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ১৯৯০-এর দশকে পত্র-পত্রিকায় কলাম লিখে বৃহত্তর পাঠকগোষ্ঠীর কাছে সমাদর লাভ করেন। তিনি ১৯৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন। জীবিকাসূত্রে তিনি সরকারী চাকরিজীবী। ২০০৮-এ কোলকাতায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে তার এক খণ্ড জমি প্রদর্শিত হয়।[১] দীর্ঘকাল শিশু সাহিত্যিক হিসাবে প্রখ্যাত হলেও একবিংশ শতাব্দীর শুরু থেকে তিনি প্রধানত কবি এবং গায়ক এই দুই পরিচয়ে খ্যাতিমান হয়ে ওঠেন।

জন্ম, পরিবার, শিক্ষা[সম্পাদনা]

১৯৫৫ খ্রিষ্টাব্দের ৬ই অক্টোবর তার জন্ম হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবনগরে। তিনি পিতা মহম্মদ সাবিরউদ্দিন এবং মাতা সায়েমা খাতুনের জ্যেষ্ঠ্য সন্তান। পরিণয়সূত্রে তিনি ডা: এ, এন, মাকসুদার জীবনসঙ্গী। তার জন্ম দেশের উত্তরাঞ্চলে হলেও তিনি দীর্ঘদিন চট্টগ্রাম এবং ঢাকা শহরের বাসিন্দা। নাজনীন হাই স্কুল, তেজগাঁও, ঢাকা থেকে ১৯৭২ খ্রিষ্টাব্দে তিনি মাধ্যমিক উত্তীর্ণ হন। তিনি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন ১৯৭৪ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম কলেজ থেকে। অত:পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা অধ্যয়ন করেন। ঐ বিশ্ববিদ্যারয় থেকে ১৯৭৮ খ্রিষ্টাব্দে তিনি স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জন করেন। স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সময় তার বিষয় ছিল কীটতত্ত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ খ্রিষ্টাব্দে তিনি বিশেষ কৃতিত্বের স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।[২]

জীবিকা[সম্পাদনা]

১৯৮০-তেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮২-তে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৮৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশে সিভিল সার্ভিসে যোগদান করেন। ২০০৮ খ্রিষ্টাব্দ থেকে তিনি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন। ২০১৭ খ্রিষ্টাব্দে তিনি সরকারী চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং লেখালিখিতে পূর্ণ মনোনিবেশ করেন।

লেখালেখি[সম্পাদনা]

স্কুল জীবনেই লেখালেখির জগতে প্রবেশ করেন শাহাবুদ্দিন নাগরী। ১৯৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি দৈনিক ইত্তেফাক-এর "কচিকাঁচার আসর", দৈনিক বাংলা পত্রিকার "সাত ভাই চম্পা" প্রভৃতি জাতীয় দৈনিকের সাময়িকীতে ছড়া প্রকাশ শুরু করেন। ১৯৭৬ খ্রিষ্টাব্দে সাপ্তাহিক কিশোর বাংলা প্রকাশ হলে তিনি এর নিয়মিত ছড়াকার হিসেবে অবদান রাখতে থাকেন। একই সঙ্গে তিনি ছোটগল্প লেখা শুরু করেন। সত্তর দশকের শেষভাগে তিনি কবিতা লেখা শুরু করেন এবং অচিরেই একজন রোম্যান্টিক কবি হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৯০ দশকে তিনি গান লেখা শুরু করেন। এ সময় তিনি টেলিভিশনের জন্য নাটক রচনাও করেন। তিনি বহুলপ্রজ লেখক।

গান[সম্পাদনা]

বাংলাদেশের আধুনিক গানের জগতে শাহাবুদ্দিন নাগরী একটি সুপরিচিত নাম। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং গায়ক। এ পর্যন্ত তার ১২টি গানের এলবাম প্রকাশিত হয়েছে। গায়ক হিসেবে উদাত্ত কণ্ঠ এবং হৃদয়স্পর্শী তানের জন্য প্রসিদ্ধ।

প্রকাশনা[সম্পাদনা]

২০১৪ অবধি তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশটির ওপর। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিতা, উপন্যাস, ছোটগল্প সংকলন, শিশুতোষ ছড়া, সংগ্রন্থিত পত্রিকা কলাম, প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা, ভ্রমণকাহিনী ইত্যাদি। তার শতাধিক কবিতার ইংরেজি অনুবাদ ২০০৫-এ গ্রন্থাকারে প্রকাশিত হয়। নিচে কয়েকটি প্রকাশিত গ্রন্থের তালিকা দেয়া হলো:

কবিতা[সম্পাদনা]

  • ভালোবাসা আমার ঠিকানা (১৯৯৩)
  • ঘাতক তুমি সরে দাঁড়াও (১৯৯৩)
  • এক মুঠোতে দুঃখ আমার এক মুঠোতে প্রেম (১৯৯৫)
  • ও দেবী ও জলকন্যা (১৯৯৮)
  • করতলে চুমু দেয় চাঁদ (১৯৯৯)
  • মধ্যরাতে পায়ে দিলাম চুমো (২০০১)
  • কবিতাসমগ্র (২০০২)
  • আগুনের ফুল ফোটে ঠোঁটে (২০০৩)
  • দরোজায় দাঁড়িয়ে আছি (২০০৪)
  • চড়বসং (২০০৫)
  • দুলে ওঠে রূপালি চাদর (২০০৬)
  • বৃষ্টি ও জোছনার কবিতা (২০০৯)
  • মুছে যায় জলরং ছবি (২০০৮)
  • প্রেমের কবিতা (২০০৯)
  • জলের নিচে জলছায়া (২০১০)
  • Midnight Locomotive and Other Poems
    মধ্যরাত্রির লোকোমোটিভ এবং অন্যান্য কবিতা (২০১০)
  • ভেঙে যায় মধুর পেয়ালা (২০১১)
  • The Black Cat and Other Poems
    কালো বিড়াল এবং অন্যান্য কবিতা (২০১১)
  • কবিতাপুর (২০১২)
  • নির্বাচিত ১০০ কবিতা (২০১৩)
  • যেখানে খনন করি সেখানেই মধু (২০১৪)

ছড়া[সম্পাদনা]

  • ছড়ার ঘুড়ি উড়োউড়ি (১৯৭৭)
  • নীল পাহাড়ের ছড়া (১৯৭৮)
  • মৌলি তোমার ছড়া (১৯৮৬)
  • রকম রকম ছড়া (যৌথ ১৯৮৬)
  • ছেলেবেলার দিন (কিশোর কবিতা, ১৯৮৮),
  • প্রতিদিনের ছড়া (১৯৮৯)
  • স্বাধীনতার ছড়া (১৯৯০)
  • রাজপথের ছড়া (১৯৯১)
  • আজকালের ছড়া (১৯৯৩)
  • খেয়ালখুশির ছড়া (১৯৯৮)
  • নকশীকাটা ছড়া (১৯৯৯)
  • ছড়ার পালকি (২০০২)
  • ছড়ায় জানে লড়তি (২০০২)
  • ছড়ার বাড়ি (২০০৬)
  • ছড়ার ঘুড়ি উড়োউড়ি (২০০৯)
  • কালের ছড়া (২০০৯)
  • মজার ছড়া (২০১০)
  • নির্বাচিত ছড়া (২০১১)
  • পাঁচমিশালি ছড়া (২০১২)
  • সাত রকমের ছড়া (২০১৩)
  • আজগুবি ছড়া (২০১৪)

উপন্যাস[সম্পাদনা]

  • ডেটলাইন টেকনাফ (কিশোর উপন্যাস, ১৯৮৭)
  • বিলু মামার গবেষণা (কিশোর গল্প, ১৯৯৩)
  • হুলোবিড়ালের হুকুমনামা (কিশোর কল্প-কাহিনী, ২০০২)
  • কিশোরসমগ্র (২০০২)
  • টুটুলের মোনাসা (কিশোর কল্প-কাহিনী, ২০০৬)
  • বিলু মামার নিউ প্রজেক্ট (কিশোর গল্পগ্রন্থ, ২০০৬)
  • আমার বন্ধু এবিসি (কিশোর গল্পগ্রন্থ, ২০০৬)
  • রুশি (কিশোর ফিকশন, ২০১৪)

প্রবন্ধ-নিবন্ধ[সম্পাদনা]

  • মহাকালের বাতিঘর (১৯৮৬)
  • শাহাবুদ্দীন নাগরীর কলাম (কলাম, ১৯৯৩)
  • নারীবাদ (কলাম, ২০০২)
  • পেরেকবিদ্ধ কবিতা ও অন্যান্য প্রসঙ্গ (২০১০)

ভ্রমণকাহিনী[সম্পাদনা]

  • হেমিংওয়ের দেশে (২০১৪);

সম্পাদিত গ্রন্থ[সম্পাদনা]

  • বাংলাদেশের ছড়া (১৯৮৭)
  • বাংলাদেশের কবিতা (১৯৮৭)
  • কবিতা এ্যালবাম (১৯৮৮)
  • শুধুই রবীন্দ্রনাথ (২০১০)
  • আবদুল মান্নান সৈয়দের নির্বাচিত প্রবন্ধ (২০১১)

সম্মাননা[সম্পাদনা]

  • শ্রেষ্ঠ টিভি নাট্যকার, ২০০৫ কালচারাল জার্নালিস্ট এসোসিয়েসন অব বাংলাদেশ [৩]
  • কবিতালাপ পুরস্কার, ২০১১
  • সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, ২০১২

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

সমালোচনা[সম্পাদনা]

নাগরীকে ঢাকার রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী নুরুল ইসলামকে হত্যায় অভিযুক্ত করা হয়। ২০১৭ সালের ১৩ এপ্রিল নুরুল ইসলাম খুন হন। ২০১৭ সালের অক্টোবরে নুরুল ইসলামের স্ত্রী সুমি ও তার বন্ধু শাহাবুদ্দীন নাগরী বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশ। নভেম্বরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগে হত্যাকাণ্ডের নেপক্থে সুমির সাথে নাগরীর পরকীয়ার অভিযোগ করা হয়।[৪][৫][৬][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Festival of Bangla films begins in Kolkata from April 18"। ১০ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১০ 
  2. বাংলা একাডেমী লেখক অভিধান, বাংলা একাডেমী, সেপ্টেম্বর ২০০৮, ঢাকা। পৃষ্ঠা: ২৮৪
  3. "CJFB awards distributed"। ১৯ নভেম্বর ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১০ 
  4. "শাহাবুদ্দীন নাগরী ফের রিমান্ডে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪ 
  5. "শাহাবুদ্দীন নাগরী ও ভাবির ফাঁসি চান নিহতের বোন"জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪ 
  6. "সুমীকে মাসে লাখ টাকা দিতেন শাহাবুদ্দীন নাগরী"www.poriborton.com। ২০১৮-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪ 
  7. "আত্মসমর্পণ করলেন শাহাবুদ্দীন নাগরী"bangla.bdnews24.com। Archived from the original on ২০১৯-০৯-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]