শশিভূষণ দাশগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শশিভূষণ দাশগুপ্ত
জন্ম১৯১১
মৃত্যু১৯৬৪(1964-00-00) (বয়স ৫২–৫৩)

শশিভূষণ দাশগুপ্ত (১৯১১-১৯৬৪) লেখক, অধ্যাপক, গবেষক, প্রাবন্ধিক, সমালোচক ও সাহিত্যিক।

জন্ম[সম্পাদনা]

শশিভূষণ দাশগুপ্ত ১৯১১ সালে বরিশাল জেলার চন্দ্রহার গ্রামে তার জন্ম।

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি বরিশাল বি এম কলেজ থেকে আই.এ পাশ করেন। কলকাতা|কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্রে বি.এ (অনার্স)করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেনিতে এম.এ (১৯৩৫) ডিগ্রি লাভ করেন। ১৯৩৯ সালে তিনি এ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন[১]

সাহিত্যকর্ম[সম্পাদনা]

তার উল্লেখযোগ্য গবেষণামূলক বই হল-

  • Obscure Religious Cults: As a Background of Bengali Literature (১৯৪৬),
  • An Introduction to Tantric Buddhism (১৯৫০),
  • Aspects of Indian Religious Thought,
  • শ্রীরাধার ক্রমবিকাশ: দর্শনে ও সাহিত্যে (১৯৫২) এবং
  • ভারতের শক্তিসাধনা ও শাক্ত সাহিত্য (১৯৬০)[২]

মৃত্যু[সম্পাদনা]

শশিভূষণ দাশগুপ্ত গবেষণা, গ্রন্থ রচনা এবং সাহিত্যচর্চার জন্য ১৯৬১ সালে তিনি সাহিত্য 'আকাদমি পুরস্কার' (১৯৬১) লাভ করেন। ১৯৬৪ সালের ২১ জুলাই কলকাতায় তার মৃত্যু হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; পরিমার্জিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণঃ ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা-৩৩৫, আইএসবিএন ৯৮৪-০৭-৪৩৫৪-৬
  2. শশিভূষণ "দাশগুপ্ত, শশিভূষণ" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)বাংলাপিডিয়াবাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫ তারিখে  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]