শতরঞ্জ কে খিলাড়ি
অবয়ব
শতরঞ্জ কে খিলাড়ি হল মুন্সি প্রেমচাঁদে রচিত ১৯২৪ সালের হিন্দি ভাষার ছোটগল্প। প্রেমচাঁদ এটি উর্দু ভাষাতেও লিখেন শতরঞ্জ কি বাজী নামে।
চলচ্চিত্রে উপযোগকরণ
[সম্পাদনা]সত্যজিৎ রায় ১৯৭৭ সালে এই ছোটগল্প অবলম্বনে একই নামের একটি হিন্দি ভাষার চলচ্চিত্র নির্মাণ করেন।[১] এতে আমজাদ খান আওয়াদের রাজা ওয়াজিদ আলী শাহ এবং রিচার্ড অ্যাটনবারা জেনারেল জেমস ওট্রাম চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেন সঞ্জীব কুমার, সাঈদ জাফরি, শাবানা আজমি, ডেভিড আব্রাহাম ও টম অল্টার এবং অমিতাভ বচ্চন এতে বর্ণনাকারীর ভূমিকা পালন করেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Andrew Robinson, "Satyajit Ray's The Chess Players", History Today, July 2007