বিষয়বস্তুতে চলুন

শতরঞ্জ কে খিলাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শতরঞ্জ কে খিলাড়ি হল মুন্সি প্রেমচাঁদে রচিত ১৯২৪ সালের হিন্দি ভাষার ছোটগল্প। প্রেমচাঁদ এটি উর্দু ভাষাতেও লিখেন শতরঞ্জ কি বাজী নামে।

চলচ্চিত্রে উপযোগকরণ

[সম্পাদনা]

সত্যজিৎ রায় ১৯৭৭ সালে এই ছোটগল্প অবলম্বনে একই নামের একটি হিন্দি ভাষার চলচ্চিত্র নির্মাণ করেন।[] এতে আমজাদ খান আওয়াদের রাজা ওয়াজিদ আলী শাহ এবং রিচার্ড অ্যাটনবারা জেনারেল জেমস ওট্রাম চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেন সঞ্জীব কুমার, সাঈদ জাফরি, শাবানা আজমি, ডেভিড আব্রাহামটম অল্টার এবং অমিতাভ বচ্চন এতে বর্ণনাকারীর ভূমিকা পালন করেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Andrew Robinson, "Satyajit Ray's The Chess Players", History Today, July 2007