লাতিন আমেরিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাতিন আমেরিকা
আয়তন২১,০৬৯,৫০১ বর্গ কিমি.
জনসংখ্যা৫৬৯ মিলিয়ন[১]
জনঘনত্ব২৭ প্রতি বর্গ কিমি.(৭০ প্রতি বর্গ মাইল)
জাতীয়তাসূচক বিশেষণলাতিন আমেরিকান, আমেরিকান
দেশসমূহ২০
অধীনস্থ অঞ্চলসমূহ১০
ভাষাসমূহস্পেনীয়, পর্তুগিজ, ফরাসি
সময় অঞ্চলসমূহইউটিসি ২ - ইউটিসি
বৃহত্তম শহরসমূহ১. মেক্সিকো মেক্সিকো সিটি
২. ব্রাজিলসাঁউ পাউলু
৩. আর্জেন্টিনা বুয়েনোস আইরেস
৪. ব্রাজিল রিউ দি জানেইরু
৫. পেরু লিমা
৬. কলম্বিয়া বোগোতা
৭. চিলি সান্তিয়াগো
৮. ব্রাজিল বেলু অরিজঁত
৯. ভেনেজুয়েলা কারাকাস
১০. মেক্সিকো গুয়াদালাহারা

লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বোঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহে কথা বলে। রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায়। এই অঞ্চলটির উত্তরে রয়েছে ইঙ্গ আমেরিকা অঞ্চল যেখানকার মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ২০টি দেশ এই অঞ্চলের মধ্যে পড়ে। এগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার ১০টি, মধ্য আমেরিকার ৬টি, ক্যারিবিয়ান অঞ্চলের ৩টি ও উত্তর আমেরিকা মহাদেশের ১টি দেশ রয়েছে।

এক নজরে লাতিন আমেরিকার দেশসমূহ[সম্পাদনা]

এছাড়াও এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত অঞ্চল লাতিন আমেরিকার আওতাভুক্ত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CIA — The World Factbook -- Field Listing — Ethnic groups" (ইংরেজি ভাষায়)। মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৩