লরেন্স হার্ভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লরেন্স হার্ভি
Laurence Harvey
১৯৭৩ সালে হার্ভি
জন্ম
লারুশ্‌কা মিসচা স্কিকনে

(১৯২৮-১০-০১)১ অক্টোবর ১৯২৮
জোনিসকিস, লিথুয়ানিয়া
মৃত্যু২৫ নভেম্বর ১৯৭৩(1973-11-25) (বয়স ৪৫)
হ্যামস্টিড, লন্ডন, ইংল্যান্ড
সমাধিসান্তা বারবারা সমাধি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যান্য নামজভি মশেহ স্কিকনে
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৪৮-১৯৭৩
দাম্পত্য সঙ্গীমার্গারেট লেইটন
(বি. ১৯৫৭; বিচ্ছেদ. ১৯৬১)

জোন পেরি
(বি. ১৯৬৮; বিচ্ছেদ. ১৯৭২)

পলেন স্টোন
(বি. ১৯৭২; মৃ. ১৯৭৩)
সন্তান

লরেন্স হার্ভি (ইংরেজি: Laurence Harvey; জন্ম: লারুশ্‌কা মিসচা স্কিকনে,[১] ১ অক্টোবর ১৯২৮[ক] - ২৫ নভেম্বর ১৯৭৩) ছিলেন একজন লিথুয়ানীয় ব্রিটিশ অভিনেতা। পঁচিশ বছরের কর্মজীবনে হার্ভি যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। তিনি রুম অ্যাট দ্য টপ (১৯৫৯) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারশ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অব দ্য ব্রাদার্স গ্রিম (১৯৬২) ছবিতে ভিলহেল্ম গ্রিম চরিত্রে অভিনয় করে সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি দি অ্যালামো (১৯৬০)-এ উইলিয়াম ব্যারেট ট্র্যাভিস এবং দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট (১৯৬২)-এ রেমন্ড শ চরিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন।[২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হার্ভি ১৯২৮ সালের ১লা অক্টোবর লিথুয়ানিয়ার ইয়োনিস্কিসে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম লারুশ্‌কা মিসচা স্কিকনে। তার হিব্রু নাম হল স্‌ভি মোশেহ। তিনি বেন স্কিকনে ও এলা জোৎনিচকাইতার তিন পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ। তার পিতামাতা দুজনেই লিথুয়ানীয় ইহুদি।[৩][৪] তার যখন পাঁচ বছর বয়স, তখন তার পরিবার রিভা সেগালের পরিবার ও তার দুই পুত্র লুইস ও চার্লস সেগালের সাথে এসএস আডলফ ভোরমান জাহাজে করে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে পাড়ি জমান। সেখানে তিনি হ্যারি স্কিকনে নামে পরিচিত ছিলেন। তিনি জোহানেসবার্গে বেড়ে ওঠেন এবং কৈশোরে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দক্ষিণ আফ্রিকান সেনাবাহিনীর বিনোদন ইউনিটে কর্তব্যরত ছিলেন।[৫] ১৯৬০ সালের ১লা মে প্রচারিত হোয়াট্‌স মাই লাইন টিভি অনুষ্ঠানে তিনি বলেন যে তিনি ১৯৩৪ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন এবং ১৯৪৬ সালে যুক্তরাজ্যে আগমন করেন।[৬]

কর্মজীবন[সম্পাদনা]

লন্ডনে আসার পর হার্ভি রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে ভর্তি হন,[৭] কিন্তু তিন মাস পর তিনি এই প্রতিষ্ঠান ত্যাগ করেন,[৮] এবং মঞ্চনাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট (১৯৬২) চলচ্চিত্রের দৃশ্যধারণ কালে হার্ভি (বামে) ও ফ্রাঙ্ক সিনাত্রা

হার্ভি জ্যাক ক্লেটনের রুম অ্যাট দ্য টপ (১৯৫৯) চলচ্চিত্রে জো ল্যামটন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম খ্যাতি অর্জন করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারশ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৯] ছবিটিতে সিমন সিনিয়রেহিদার সিয়ার্স যথাক্রমে তার বিবাহিত প্রেমিকা ও বাস্তবিক স্ত্রী চরিত্রে অভিনয় করেন। এটি ১৯৫৯ সালের ব্রিটিশ বক্স অফিসের তৃতীয় জনপ্রিয়তম চলচ্চিত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও চলচ্চিত্রটি ব্যবসা সফল হয়। হার্ভি একই বছর সঙ্গীতধর্মী এক্সপ্রেসো বঙ্গো (১৯৫৯) চলচ্চিত্রে কাজ করেন, এটি ক্লিফ রিচার্ডের আত্মপ্রকাশের জন্য সবচেয়ে বেশি স্মরণীয়। এই কাজের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৯]

১৯৬২ সালে তিনি ইন ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড চলচ্চিত্রে বারবারা স্ট্যানউইক, জেন ফন্ডা ও ক্যাপুসিনের সাথে অভিনয় করেন। ফন্ডা তার সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইতিবাচক ছিলেন না, তিনি বলেন, "অভিনেতা ও অভিনেত্রী অনেক রয়েছে এবং লরেন্স হার্ভিরাও রয়েছে। তাদের সাথে কাজের অভিজ্ঞতা নিজে নিজেই অভিনয়ের মত।"[১০] দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অব দ্য ব্রাদার্স গ্রিম (১৯৬২) চলচ্চিত্রে ভিলহেল্ম গ্রিম চরিত্রে তার অভিনয়ের জন্য তিনি সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। চলচ্চিত্রটি বক্স অফিসে সফল হয়।[১১]

হার্ভি স্নায়ুযুদ্ধ রোমহর্ষক দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট (১৯৬২) চলচ্চিত্রে রেমন্ড শ চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র সমালোচক ডেভিড শিপম্যান লিখেন, "হার্ভির চরিত্রটি তাকে জোম্বির মত অভিনয় করতে বাধ্য করে এবং কয়েকটি সমালোচনায় এটিকে তার প্রথম দৃঢ় প্রত্যয়ী অভিনয় বলে উল্লেখ করে।"[৮] চলচ্চিত্রটি ব্যবসা সফল হয় এবং এটি হার্ভি অভিনীত সবচেয়ে স্মরণীয় চলচ্চিত্র। তার অভিনীত আ গার্ল নেমড টামিকো (১৯৬২) ও দ্য রানিং ম্যান (১৯৬৩) ছবি দুটি কম সফলতা লাভ করে। ১৯৬৩ সালে তিনি দ্য সেরেমনি চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং এতে অভিনয়ও করেন।[১২]

মৃত্যু[সম্পাদনা]

হার্ভি প্রচুর ধূমপান ও মদ্যপান করতেন। তিনি পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৭৩ সালের ২৫শে নভেম্বর লন্ডনের হ্যামস্টিডে মৃত্যুবরণ করেন।[১৩] সে সময়ে তার কন্যা ডমিনোর বয়স ছিল চার বছর, তিনি ২০০৫ সালে ৩৫ বছর বয়সে অতিরিক্ত ব্যথানাশক ঔষধ সেবন করে মারা যান। তাদের দুজনকেই ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার সান্তা বারবারা সেমেটারিতে সমাহিত করা হয়েছে।[১৪][১৫]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
১৯৫৬ থিয়েটার ওয়ার্ল্ড পুরস্কার বিজয়ী [১৬]
১৯৫৯ একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা রুম অ্যাট দ্য টপ মনোনীত [১৭]
১৯৫৯ বাফটা পুরস্কার শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতা রুম অ্যাট দ্য টপ মনোনীত [১৮]
১৯৬০ বাফটা পুরস্কার শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতা এক্সপ্রেসো বঙ্গো মনোনীত [১৯]
১৯৬৩ গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অব দ্য ব্রাদার্স গ্রিম মনোনীত [২০]

টীকা[সম্পাদনা]

  1. হার্ভি ১৪ বছর বয়সে সাউথ আফ্রিকান নৌবাহিনীতে প্রবেশাধিকার পাওয়ার জন্য তার জন্মের বছর ১৯২৮ থেকে পরিবর্তন করে ১৯২৭ সাল করেন। ফলে বিভিন্ন সূত্রে তার জন্মের বছর ১৯২৭ হিসেবে উল্লেখ করে থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ক্লার্ক, জোসেফ এফ. (১৯৭৭)। "Pseudonyms"। বিসিএ। পৃ. ৮০।
  2. "Laurence Harvey: one of films most controversial stars"ক্লাসিক মুভিজ ফেভারিট। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯ 
  3. Special to The New York Times (২৭ নভেম্বর ১৯৭৩)। "Laurence Harvey, Screen Actor, Is Dead at 45 – Attained Stardom With Role in 'Room at the Top' The Screen's Perfect Cad Enigmatic Flamboyance Was Also in 'Butterfield 8' and 'Manchurian Candidate' An Arrogant Manner"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯ 
  4. পার্কার, জন (১৯৭২)। Who's who in the Theatre। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৪ – গুগল বুকস-এর মাধ্যমে। 
  5. বাউম্যান, জন এস. (২০১৪)। Pergolesi in the Pentagon: Life at the Front Lines of the Cultural Cold War। স্লিবিস কর্পোরেশন। আইএসবিএন 9781499038750। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯ [পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  6. "What's My Line? - Laurence Harvey; Jean-Pierre Aumont [panel] (May 1, 1960)"ইউটিউব। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯ 
  7. ওয়াইজ, জেমস ই.; ব্যারন, স্কট (২০০২)। International Stars at War। ন্যাভাল ইনস্টিটিউট প্রেস। পৃষ্ঠা ৭৯–৮২। আইএসবিএন 978-1-55750-965-9 – গুগল বুকস-এর মাধ্যমে। 
  8. শিপম্যান, ডেভিড (১৯৮৯)। The Great Movie Stars: 2. The International Years। লন্ডন: ম্যাকডোনাল্ড। পৃষ্ঠা ২৪৬-৪৮।
  9. "Best British Actor"। বাফটা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯ 
  10. "Laurence Harvey, Screen Actor, Is Dead at 45: Attained Stardom With Role in 'Room at the Top' The Screen's Perfect Cad Enigmatic Flamboyance Was Also in 'Butterfield 8' and 'Manchurian Candidate' An Arrogant Manner Special to The New York Times". দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৭ নভেম্বর ১৯৭৩। পৃষ্ঠা ৪৭।
  11. "Top Rental Films of 1963", ভ্যারাইটি, ৮ জানুয়ারি ১৯৬৪, পৃষ্ঠা ৩৭।
  12. "The Ceremony (1963) - Overview - TCM.com"টার্নার ক্লাসিক মুভিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯ 
  13. "Index entry"ফ্রিবিএমডি। ওএনএস। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯ 
  14. ব্রুকস, প্যাট্রিশিয়া; ব্রুকস, জোনাথন (২০০৬)। Laid to Rest in California: A Guide to the Cemeteries and Grave Sites of the Rich and Famous। গ্লোব পেকোট। পৃষ্ঠা ১৪১–১৪২। আইএসবিএন 978-0-7627-4101-4 – গুগল বুকস-এর মাধ্যমে। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. "Laurence Harvey (1928-1973) - Find A Grave Memorial"। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৯ 
  16. উইলিস, জন; হজেস, বেন (২০০৯)। Theatre World 2006-2007 - The Most Complete Record of the American Theatre (ইংরেজি ভাষায়)। হ্যাল লিওনার্ড কর্পোরেশন। আইএসবিএন 9781557837288। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯ 
  17. "The 32nd Academy Awards | 1960"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯ 
  18. "Film in 1959 | BAFTA Awards"বাফটাব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯ 
  19. "Film in 1960 | BAFTA Awards"বাফটাব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯ 
  20. "Winners & Nominees 1963"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]