র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেন

র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেন (ওয়াইলি: rgyal tshab rje dar ma rin chen) (১৩৬৪-১৪৩২) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের দ্বিতীয় দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

প্রথম জীবন[সম্পাদনা]

র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেন ১৩৬৪ খ্রিষ্টাব্দে তিব্বতের রি-নাং নামক স্থানে জন্মগ্রহণ করেন। দশ বছর বয়সে তিনি গ্নাস-র্ন্যিং-পা-রিন-ছেন-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: gnas rnying pa rin chen rgyal mtshan) এবং ব্রাগ-থোগ-পা-গ্ঝোন-নু-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: brag thog pa gzhon nu tshul khrims) নামক দুই বৌদ্ধ ভিক্ষুর নিকট শিক্ষার্থীর শপথ নেন। তিনি ব্কা'-ব্ঝি-পা-রিন-ছেন-র্দো-র্জে (ওয়াইলি: bka' bzhi pa rin chen rdo rje) নামক বৌদ্ধভিক্ষুর নিকট প্রজ্ঞাপারমিতা এবং ব্লো-গ্রোস-ব্জাং-পো (ওয়াইলি: blo gros bzang po) নামক বৌদ্ধভিক্ষুর নিকট বিনয় সম্বন্ধে শিক্ষালাভ করেন। তিনি রেদ-ম্দা'-বা-গ্ঝোন-নু-ব্লো-গ্রোস নামক বিখ্যাত মধ্যমক শিক্ষক এবং ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা নামক দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতার অন্যতম প্রধান শিষ্য ছিলেন।[১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৪১৯ খ্রিষ্টাব্দে ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পার মৃত্যুর পর তিনি দ্বিতীয় দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের প্রধান হন। এই সময় তাকে র্গ্যাল-ত্শাব উপাধিও দেওয়া হয়। এই পদে তিনি এগারো বছর অতিবাহিত করেন। এই সময় তিনি বোধিসত্ত্বচর্যাবতারের ওপর স্প্যোদ-'জুগ-র্ত্সা-'গ্রেল (ওয়াইলি: spyod 'jug rtsa 'grel) নামক বিখ্যাত টীকাভাষ্য ছাড়াও মধ্যমকগুহ্যগর্ভতন্ত্র সম্বন্ধেও গ্রন্থ রচনা করেন। ১৪৩১ খ্রিষ্টাব্দে তিনি পরবর্তী দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে তার শিষ্য ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাংকে দায়িত্ব দেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (2010-08)। "Gyeltsabje Darma Rinchen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-01-09  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
পূর্বসূরী
ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা
র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেন
দ্বিতীয় দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং