রুশা চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুশা চট্টোপাধ্যায়
জন্ম২৩ জানুয়ারি ১৯৯৪ সাল
নাগরিকত্বভারতীয়
পেশামডেল ও অভিনেত্রী
পরিচিতির কারণতোমায় আমায় মিলে তে ঊষসী হিসেবে
উল্লেখযোগ্য কর্ম

রুশা চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী ও মডেল। তিনি মূলত বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত টিভি ধারাবাহিক তোমায় আমায় মিলে খুব জনপ্রিয় হয় এবং তিনি ঊষসী নামে পরিচিত হন।

প্রথম জীবন[সম্পাদনা]

তিনি ১৯৯৪ সালের ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার এক ভাই আছে। স্কুলের সময় থেকে তিনি নাচ ও ক্রীড়া পাগল।[১] তিনি সিকিম মণিপাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন।

পেশা[সম্পাদনা]

তিনি তার অভিনয় জীবন শুরু করেন ২০০৯ সালে স্টার জলসার ওগো বধূ সুন্দরীতে লাবণ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। [২] এরপর ২০১৩ সালে স্টার জলসার তোমায় আমায় মিলেতেঅভিনয় করেন। ২০১৭ সালে তিনি কুসুম দোলাতে অভিনয় করেন। ২০১৭ সালেই তিনি সোমরাজ মাইতির সাথে জি বাংলা সিনেমার রোমান্টিক ছবি জয় মা দুর্গা তে অভিনয় করেন।[৩] তিনি জি বাংলার সাত ভাই চম্পা (টেলিভিশন ধারাবাহিক)তে পারুলের ভূমিকায় অভিনয় করেন।[৪]

এছাড়া তিনি হইচই এর ওয়েব ধারাবাহিক জাপানি টয়তে অভিনয় করেন।[৫] অবশেষে অভিনেতা একটি জাতীয় চ্যানেলে আসন্ন হিন্দি সিরিয়াল তেরে লিয়েতে অভিনয় করার প্রস্তাব পান।

টেলিভিশন[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা ভাষা চ্যানেল প্রোডাকশন কোম্পানি সূত্র
২০০৯-২০১৫ ওগো বধূ সুন্দরী লাবণ্য বাংলা স্টার জলসা
২০১৩-২০১৬ তোমায় আমায় মিলে ঊষসী বাংলা স্টার জলসা ব্লু ওয়াটার পিকচার্স‌
২০১৩ দুর্গতিনাশিনী দুর্গা দেবী মহিষাসুরমর্দিনী স্টার জলসা
২০১৬-২০১৮ কুসুম দোলা শ্রুতি বসু বাংলা জি বাংলা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স
২০১৮ দুর্গতিনাশিনী দুর্গা মহামায়া বাংলা স্টার জলসা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৭-২০১৯ সাত ভাই চম্পা (টেলিভিশন ধারাবাহিক) পারুল বাংলা জি বাংলা সুরিন্দর ফিল্মস
২০১৯-বর্ত‌মান ‘মহাপীঠ তারাপীঠ’ অন্নদাসুন্দরী বাংলা স্টার জলসা সুরিন্দর ফিল্মস [৬]
২০১৯-বর্ত‌মান শ্রীময়ী অর্ষা সেনগুপ্ত বাংলা স্টার জলসা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স

চলচ্চিত্র[সম্পাদনা]

  • জয় মা দুর্গা
  • ফোস্টা‌র

ওয়েব ধারাবাহিক[সম্পাদনা]

  • জাপানি টয়
  • ইটস কমপ্লিকেটেট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Roosha Chatterjee dishes an inside look on becoming an actress"Urban Asian (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-২৭। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  2. Nag, Niranjana (২০২০-০৪-০৪)। "ঋতাভরী-রাজদীপের 'ওগো বধূ সুন্দরী' আবার ফিরছে স্টার জলসাতে- Bangla News"Bangla Hunt (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  3. vijesh (২০১৮-১০-২২)। "Roosha Chatterjee Wiki" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  4. "জাদু ঝোলা পেয়ে গেলে কী করবেন রুশা চট্টোপাধ্যায়?"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  5. সংবাদদাতা, নিজস্ব। "পুজোর আগেই প্রেম! ভাইরাল হল রাহুল-রুশার ঘনিষ্ঠ ছবি"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  6. বিলকিস, মৌসুমী। "শুটিংয়ের ফাঁকে কী করেন বামাক্ষ্যাপা-অন্নদাসুন্দরী?"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 

 

বহিঃসংযোগ[সম্পাদনা]