রিচার্ড ড্রাইফাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিচার্ড ড্রাইফাস
Richard Dreyfuss
২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসবে ড্রাইফাস
জন্ম
রিচার্ড স্টিভেন ড্রাইফাস

(1947-10-29) ২৯ অক্টোবর ১৯৪৭ (বয়স ৭৬)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৬৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীজেরামি রেইন
(বি. ১৯৮৩; বিচ্ছেদ. ১৯৯৫)

জেনিল লেসি
(বি. ১৯৯৯; বিচ্ছেদ. ২০০৫)

স্‌ভেতলানা এরোখিন (বি. ২০০৬)
সন্তান

রিচার্ড স্টিভেন ড্রাইফাস (ইংরেজি: Richard Stephen Dreyfuss; জন্ম: ২৯ অক্টোবর ১৯৪৭)[১][২] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ১৯৭০-এর দশক থেকে ১৯৯০-এর দশকে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি দ্য গুডবাই গার্ল (১৯৭৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন এবং মিস্টার হল্যান্ড্‌স ওপাস (১৯৯৫) চলচ্চিত্রে অভিনয় করে অপর একটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি চলচ্চিত্রে কাজের জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি বাফটা পুরস্কার এবং টেলিভিশনে কাজের জন্য ২০০২ সালে দুটি বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ড্রাইফাস অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল আমেরিকান গ্রাফিটি (১৯৭৩), জস (১৯৭৫), ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ড (১৯৭৭), স্ট্যান্ড বাই মি (১৯৮৬), ডাউন অ্যান্ড আউট ইন বেভারলি হিলস (১৯৮৬), স্টেকআউট (১৯৮৭), অলওয়েজ (১৯৮৯), এবং হোয়াট অ্যাবাউট বব? (১৯৯১)। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজগুলো হল দ্য ডে রেগন ওয়াজ শট (২০০১), দি এডুকেশন অব ম্যাক্স বিকফোর্ড (২০০১-০২) এবং উইডস (২০১০)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Richard Dreyfuss"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৯ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৯ 
  2. "Richard Dreyfuss: Out of the wreckage"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ৩১ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]