রায়হান মরশেদ সালাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রায়হান মরশেদ সালাম
রায়হান মরশেদ সালাম ২০০৮ সালে
জন্ম
রায়হান মরশেদ সালাম

(1979-12-29) ২৯ ডিসেম্বর ১৯৭৯ (বয়স ৪৪)
ব্রুকলিন, নিউ ইয়র্ক, আমেরিকা
জাতীয়তাবাংলাদেশি
পেশালেখক, সাংবাদিক

রায়হান মরশেদ সালাম (/ˈrhɑːn səˈlɑːm/; জন্ম ২৯ ডিসেম্বর ১৯৭৯) হলেন একজন মার্কিন যুক্তরাষ্ট্র-এর রাজনীতি সমালোচক, লেখক এবং সাংবাদিক। সালাম রয়টার্স এর একজন নিয়মিত লেখক,[১] এবং "ন্যাশানাল রিভিউ" তে "দ্য এজেন্ডা ব্লগ নামে একটি ব্লগ লিখে থাকেন। এ ছাড়াও সালাম নিয়মিত ভাবে টেলিভিশন এবং রেডিও অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।[২][৩]

জীবনী[সম্পাদনা]

সালাম-এর জন্ম হয় ২৯ ডিসেম্বর ১৯৭৯ তে ব্রুকলিন শহরে। তার পিতা মাতা বাংলাদেশ থেকে এসে নিউ ইয়র্ক শহরে বসবাস করছিলেন। ওনার পিতা ছিলেন একজন আকাউন্টেন্ট এবং মাতা ছিলেন একজন ডায়েটিশিয়ান। সালাম স্টুভেসান্ট হাই স্কুলে তার শিক্ষাজীবন শুরু করেন এবং তারপর কর্ণেন বিশ্ববিদ্যালয়-তে ভর্তি হন। এরপর তিনি উচ্চতর শিক্ষা লাভের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তে ভর্তি হন, যেখান থেকে তিনি ২০০১ সালে স্নাতক হন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ana Marie Cox and Reihan Salam"Bloggingheads.tv। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১১ 
  2. "blogging heads"blogging heads। blogging heads। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৩ 
  3. "Palin, Bachmann Comparisons Are Unavoidable"। NPR। আগস্ট ১৯, ২০১১। 
  4. "New Star Rising"Forum। Forum। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]