বিষয়বস্তুতে চলুন

রাজেন্দ্র কৃষাণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজেন্দ্র কৃষাণ
জন্ম(১৯১৯-০৬-০৬)৬ জুন ১৯১৯
মৃত্যু২৩ সেপ্টেম্বর ১৯৮৭(1987-09-23) (বয়স ৬৮)
অন্যান্য নামরাজিন্দর কৃষাণ
পেশাকবি, গীতিকার, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৪৮-১৯৮৭
পুরস্কারফিল্মফেয়ার পুরস্কার

রাজেন্দ্র কৃষাণ নামে সুপরিচিত রাজিন্দর কৃষাণ দুজ্ঞল (৬ জুন ১৯১৯ - ২৩ সেপ্টেম্বর ১৯৮৭) একজন ভারতীয় কবি, গীতিকার ও চিত্রনাট্যকার।[][] তার অধিকাংশ কবিতা ও গীত উর্দু ভাষায়। তিনি খান্দান (১৯৬৫) চলচ্চিত্রের "তুমহি মেরে মন্দির" গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[]

কৃষাণ সুরকার সি রামচন্দ্রের সাথে তার কাজের জন্য সুপরিচিত। এছাড়া তিনি শঙ্কর-জয়কিশন, রবি, রাজেশ রোশন, মদন মোহন, হেমন্ত কুমার, সাজ্জাদ হুসেন, শচীন দেববর্মণ, রাহুল দেববর্মণ, এস. মহিন্দর, চিত্রগুপ্ত, সলিল চৌধুরীলক্ষ্মীকান্ত-প্যায়ারেলালের সাথে কাজ করেছেন।[][]

জীবনী

[সম্পাদনা]

রাজিন্দর কৃষাণ ১৯১৯ সালের ৬ই জুন তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের (বর্তমান পাঞ্জাব, পাকিস্তান) জালালপুর জট্টানে এক দুজ্ঞল পরিবারে জন্মগ্রহণ করেন।[] অষ্টম শ্রেণিতে পড়াকালীন তিনি কবিতার প্রতি আকৃষ্ট হন। তিনি হিমাচল প্রদেশের শিমলার পৌরসভা অফিসে কেরানি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি ১৯৪২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এই সময়ে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন লেখকের বই পড়েন এবং নিজে কবিতা লিখেন। তিনি উর্দু কবিতায় ফিরাক গোরাখপুরি ও আহসান দানিশের এবং হিন্দি কবিতায় সুমিত্রানন্দন পন্ত ও সূর্যকান্ত ত্রিপাঠির (নিরালা) সৃষ্টিকর্ম থেকে অনুপ্রেরণা লাভ করেন। সেসব দিনে দিল্লি-পাঞ্জাবের সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ছাপা হত এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হত, তিনি নিয়মিত এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন।

১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়ে কৃষাণ হিন্দি চলচ্চিত্রে চিত্রনাট্যকার হিসেবে কাজ করতে বোম্বেতে পাড়ি জমান। তার প্রথম চিত্রনাট্য ছিল জনতা (১৯৪৭)। গীতিকার হিসেবে তার প্রথম চলচ্চিত্র জঞ্জির (১৯৪৭)। তার প্রথম উল্লেখযোগ্য চিত্রনাট্য ও গীত হল মোতিলাল-সুরাইয়া অভিনীত আজ কি রাত (১৯৪৮)। মহাত্মা গান্ধীর গুপ্তহত্যার পর কৃষাণ "সুনো সুনো অ্যায় দুনিয়াওয়ালোঁ, বাপু কি ইয়ে অমর কাহানি" গান লিখেন। গানটিতে কণ্ঠ দেন মোহম্মদ রফি এবং সুর করেন হুসনলাল ভগৎরাম। গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। এই সময়ে তিনি বড়ি বহন (১৯৪৯) ও লাহোর (১৯৪৯) চলচ্চিত্রে গীতিকার হিসেবে সফলতা লাভ করেন।[]

কৃষাণ নাগিন চলচ্চিত্রের সংলাপ ও গীত লিখেন। এই চলচ্চিত্রের গানের সুর করেন হেমন্ত কুমার[] এই চলচ্চিত্রের "মন ডোলে মেরা তান ডোলে", "মেরা দিল ইয়ে পুকারে আজা", "উঁচি উঁচি দুনিয়া কে দিওয়ারেঁ" গানগুলো জনপ্রিয়তা অর্জন করে।[] তিনি খান্দান (১৯৬৫) চলচ্চিত্রের "তুমহি মেরে মন্দির" গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[] কৃষাণ ১৯৬৮ সালে পড়োসন চলচ্চিত্রের গান লিখেন এবং এর সুর করেন রাহুল দেববর্মণ। তার কাব্যিক গীত এই চলচ্চিত্রের সঙ্গীতে ভিন্ন মাত্রা যোগ করে।[] এই চলচ্চিত্রের "মেরে সামনে ওয়ালি খিড়কি মেঁ" ও "এক চতুর নার করকে শৃঙ্গার" গান দুটি জনপ্রিয়তা লাভ করে।[]

পুরস্কার

[সম্পাদনা]

বিজয়ী: শ্রেষ্ঠ গীতিকার বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - "তুমহি মেরে মন্দির" (খান্দান)[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কুসনুর, নরেন্দ্র (৫ জুন ২০১৯)। "Rajendra Krishan, the lyricist who mastered all genres"দ্য হিন্দু। ৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ 
  2. খুরানা, সুয়াংশু (১৩ সেপ্টেম্বর ২০১৫)। "That Song in Your Head: Shankar Mahadevan, Amitabh Bhattacharya and others share their favourite songs over the years"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ 
  3. অরুণাচলম, পরমা (১৯ সেপ্টেম্বর ২০১৫)। "Bollywood Retrospect: The best of lyricist Rajendra Krishan"ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। ২৭ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ 
  4. গ্যাস্টার, অ্যাড্রিয়ান, সম্পাদক (১৯৭৭)। International Who's who in Music and Musicians' Directory। মেলরোজ প্রেস। পৃষ্ঠা ৪৭০। আইএসবিএন 9780900332449। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "Nagin"সিনেমাজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ 
  6. "Most Popular Songs By Rajendra Krishan As Lyricist"MySwar.com। ২ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ 
  7. শর্মা, দেবাংশ (২৯ নভেম্বর ২০১৮)। "Padosan turns 50: RD Burman's music helped shape a genre-bending screenplay for the Kishore Kumar comedy"ফার্স্টপোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ 
  8. "The Filmfare Awards Winners – 1965"দ্য টাইমস গ্রুপ। ৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]