রন মুডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রন মুডি
Ron Moody
১৯৭৫ সালে মুডি
জন্ম
রোনাল্ড মুডনিক

(১৯২৪-০১-০৮)৮ জানুয়ারি ১৯২৪
মৃত্যু১১ জুন ২০১৫(2015-06-11) (বয়স ৯১)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনলন্ডন স্কুল অব ইকোনমিক্স
পেশাঅভিনেতা, গায়ক, সুরকার, লেখক
কর্মজীবন১৯৫২-২০১২
দাম্পত্য সঙ্গীটেরেসা ব্ল্যাকবোর্ন
(বি. ১৯৮৫; মৃ. ২০১৫)
সন্তান

রন মুডি (ইংরেজি: Ron Moody, রোনাল্ড মুডনিক, ৮ জানুয়ারি ১৯২৪ - ১১ জুন ২০১৫)[১] ছিলেন একজন ইংরেজ অভিনেতা, গায়ক, সুরকার এবং লেখক। তিনি অলিভার! (১৯৬৮) চলচ্চিত্রে এবং ১৯৮৩ সালে এর ব্রডওয়ে মঞ্চায়নে ফ্যাগিন চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। অলিভার! চলচ্চিত্রে অভিনয় করে মুডি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন ও শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং মঞ্চনাটকে অইভনয় করে একটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল দ্য মাউস অন দ্য মুন (১৯৬৩), মেল ব্রুক্সের দ্য টুয়েলভ চেয়ারস (১৯৭০) ও ফ্লাইট অব দ্য ডাভস্‌ (১৯৭১)।

মুডি ডিজনির আনআইডেন্টিফাইড ফ্লাইং ওডবল (১৯৭৯) ও আ কিড ইন কিং আর্থার্‌স কোর্ট (১৯৯৫) চলচ্চিত্রে জাদুকর মার্লিন চরিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মুডি ১৯২৪ সালের ৮ই জানুয়ারি মিডলসেক্সের টটেনহামে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা বার্নার্ড মুডনিক (১৮৯৬-১৯৬৪) ছিলেন একজন স্টুডিও নির্বাহী এবং তার মাতা কেট (অগুস, ১৮৯৮-১৯৮০)।[৩] তার পিতা রুশ ইহুদি এবং তার মাতা লিথুয়ানীয় ইহুদি ছিলেন। মুডি এ সম্পর্কে বলেন, "আমি ১০০% ইহুদি।" ১৯৩০ সালে তার নামের শেষাংশ আইনসিদ্ধভাবে অ্যাঞ্জেলিকধর্মী "মুডি" নামে পরিবর্তন করা হয়।[৪]

মুডি সাউথগেট কাউন্টি স্কুলে পড়াশোনা করেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, তিনি স্কুলে "কৌতুকাভিনেতা" ছিলেন। পরবর্তীকালে তিনি ১৯৫০ সালে লন্ডন স্কুল অব ইকনোমিকস হতে স্নাতক সম্পন্ন করেন এবং অর্থনীতিবিদ হওয়ার প্রশিক্ষণ লাভ করেন। কিন্তু অভিসন্দর্ভ রচনাকালে তিনি একটি গীতিনাট্যধর্মী হাস্যরসাত্মক রিভিউয়ে কাজ করার পর অভিনয়ের প্রতি আকৃষ্ট হন।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

অর্থনীতিবিদ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করার সত্ত্বেও মুডি মঞ্চনাটকে কাজ শুরু করেন এবং পেশাদার অভিনেতা হিসেবে কর্মজীবন শুরুর সিদ্ধান্ত নেন।[২] তিনি ১৯৫২ সালে ২৮ বছর বয়সে রিভিউধর্মী ইনটিমেসি অ্যাট এইট দিয়ে তার প্রথম পেশাদার মঞ্চনাটকে আবির্ভূত হন।[৪] মুডি লন্ডনে নিয়মিত রিভিউধর্মী কাজ করতে থাকেন এবং ১৯৫৯ সালের পূর্বে পূর্ণাঙ্গ মঞ্চনাটকে কাজ করেন নি। ১৯৫৯ সালে তিনি ওয়েস্ট এন্ডের লিওনার্ড বার্নস্টেইনের ক্যান্ডিড নাটকে বুয়েনোস আয়রেসের গভর্নরের ভূমিকায় অভিনয় করেন। নাটকটি লন্ডনে হিট তকমা পায় নি। পরের বছর তিনি চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট-এর গীতিনাট্যধর্মী মঞ্চনাটক অলিভার!-এ কিশোর দুর্বৃত্ত ও পকেটমারদের দলের সর্দার ফ্যাগিন চরিত্রে অভিনয় করে তিনি প্রথম সফলতা অর্জন করেন।[২] ওয়েস্ট এন্ডের প্রযোজনায় ও লিওনেল বার্টের নির্দেশনায় এই নাটকে তিনিই এই চরিত্রে প্রথম কাজ করেন এবং ১৯৮৪ সালে এর ব্রডওয়ে পুনরুজ্জীবিতকরণে এই চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৬৮ সালে তিনি এই নাটকের চলচ্চিত্ররূপে অভিনয় করে শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও ৬ষ্ঠ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন[৫] এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৬]

ব্যক্তিগত জীবন ও মৃত্যু[সম্পাদনা]

মুডি ১৯৮৫ সালে শরীরচর্চা শিক্ষক টেরিজা ব্ল্যাকবোর্নকে বিয়ে করেন। তাদের ছয় সন্তান ছিল।[৭]

তিনি ২০১৫ সালের ১১ই জুন ৯১ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৮][৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ron Moody Biography (1924-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯ 
  2. "Oliver! actor Ron Moody dies aged 91"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯ 
  3. বার্কার, ডেনিস (১১ জুন ২০১৫)। "Ron Moody obituary"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯ 
  4. ওয়েবার, ব্রুস (১১ জুন ২০১৫)। "Ron Moody, Actor Best Known as Fagin in 'Oliver!,' Dies at 91"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯ 
  5. "6th Moscow International Film Festival (1969)"এমআইএফএফ। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯ 
  6. "Ron Moody on playing Fagin"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯ 
  7. বার্কার, ডেনিস (১১ জুন ২০১৫)। "Ron Moody obituary"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২১ 
  8. "Actor Ron Moody dies at 91; earned Oscar nomination for role as Fagin in 'Oliver!'"লস অ্যাঞ্জেলেস টাইমস। ১১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২১ 
  9. সিং, আনিতা (১১ জুন ২০১৫)। "Ron Moody, Fagin actor, dies at 91"দ্য ডেইলি টেলিগ্রাফ। টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ লিমিটেড। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]