ম্যাগি চাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যাগি চাং
২০১৭ সালে ম্যাগি চাং
প্রাথমিক তথ্য
চীনা নাম張曼玉 (প্রথাগত)
ফিনিনঝাং মান্যু (ম্যান্ডারিন)
জিউটপিঙ্গজেওং১ মান৬ জুক২ (ক্যান্টনীয়)
জন্ম (1964-09-20) ২০ সেপ্টেম্বর ১৯৬৪ (বয়স ৫৯)
ব্রিটিশ হংকং
পেশাঅভিনেত্রী
কার্যকাল১৯৮৪–২০০৪, ২০১০–বর্তমান
দাম্পত্য সঙ্গীঅলিভিয়ার আসায়াস (১৯৯৮–২০০১; তালাকপ্রাপ্ত)
সঙ্গীওলে শিরান (২০০৭–২০১১)

ম্যাগি চাং মান-ইয়ুক (চীনা: 張曼玉; জন্ম: ২০ সেপ্টেম্বর ১৯৬৪) হলেন হংকংয়ের একজন চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। ১৯৮৩ সালে ব্রিটেন ও হংকংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করার পর থেকে তিনি আজ পর্যন্ত প্রায় ৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত অধিকাংশ চলচ্চিত্র বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি তিনি উক্ত চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। চাং এক সাক্ষাৎকারে জানান যে, তিনি চলচ্চিত্রে যে সকল কাজ করেছেন, তার মধ্যে সং অফ এক্সিল, সেন্টার স্টেজ, কমরেডস: অলমস্ট এ লাভ স্টোরি এবং ইন দ্য মুড ফোর লাভ তার মনে দাগ কেটেছে। তিনি ক্লিন চলচ্চিত্রে এমিলি ওয়াং চরিত্রে অভিনয় করেছেন, যেটি চলচ্চিত্রে অভিনীত তার শেষ চরিত্র ছিল; তিনি কান চলচ্চিত্র উৎসবে প্রথম এশীয় অভিনেত্রী হিসেবে পুরস্কার জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

ম্যাগি চাং ১৯৬৪ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি সেন্ট পল কনভেন্ট স্কুলে ভর্তি হন, যেখানে তিনি প্রাথমিক স্তরে পড়ালেখা শুরু করেন। যখন তিনি ৮ম শ্রেণিতে পড়ছিলেন, তখন তার পরিবার হংকং থেকে যুক্তরাজ্যে স্থানান্তরিত হয়। তিনি ইংল্যান্ডের কেন্ট এবং ব্রোমলিতে তার শৈশব ও কৈশোরের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন। ১৯৮২ সালে তার বিদ্যালয়ে ছুটি চলাকালীন মাত্র ১৮ বছর বয়সে হংকংয়ে ফিরে আসেন, কিন্তু মডেলিংয়ের কার্যাদি এবং অন্যান্য বেশ কিছু কাজের জন্য সেখানেই স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। অতঃপর, তিনি লেন ক্রাউফোর্ড ডিপার্টমেন্ট স্টোরে একটি চাকরি পান।[১]

১৯৮৩ সালে, ম্যাগি চাং মিস হংকং প্রতিযোগিতায় একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন, যেখানে তিনি প্রথম রানার-আপ হন। উক্ত প্রতিযোগিতায় তিনি মিস ফটোজনিক পুরস্কার লাভ করেন।[২] একই বছরে তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছিলেন।[৩] একজন টিভি উপস্থাপক হিসেবে দুই বছর কাজ করার পর, তিনি টিভিবির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন।[১]

ম্যাগি চাং একজন বহুভাষিক ব্যক্তি, কেননা তিনি হংকং এবং ইংল্যান্ডের অধিবাসী ছিলেন। তিনি প্যারিসে দশ বছর থাকার কারণে ফরাসি ভাষায় কথা বলতে পারেন। এছাড়াও ম্যাগি চাং ক্যান্টনিজ, ম্যান্ডারিন এবং সাংহাইয়েস ভাষায় স্পষ্টভাবে কথা বলতে পারেন। তিনি খুব সহজে এক ভাষা হতে অন্য ভাষা পরিবর্তন করে কথা বলতে পারেন। ক্লিন চলচ্চিত্রে স্পষ্টভাবে ইংরেজি, ফরাসি এবং ক্যান্টোনিজ ভাষায় সংলাপ প্রদান করার মাধ্যমে তিনি তার ভাষাগত দক্ষতা প্রদর্শন করেছেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ম্যাগি চাং ১৯৯৮ সালে ফরাসি পরিচালক অলিভিয়ার আসায়াসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিবাহের মাত্র ৩ বছর পর, ২০০১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[৪] অতঃপর বেশ কিছু গণমাধ্যমে প্রচার হয়েছিল যে, চাং ইন দ্য মুড ফর লাভ-এর সহ-অভিনেতা টনি লাংয়ের (যিনি পরবর্তীতে সহ-অভিনেত্রী কারিনা লাউয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন) সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ২০১৩ সালে একটি বিমানবন্দরে চাংয়ের সাথে লাউয়ের একটি ছবি আপলোড করে লাউ তাদের মধ্যকার দ্বন্দ্বের সকল গুজব উড়িয়ে দেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Maggie Cheung: The Lady Is A Vamp"The Independent। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৭ 
  2. "Miss Hong Kong 1983"misshkbeauties.com। ২৩ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১০ 
  3. "Miss World Previous Title Holders - 1983"missworld.tv [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Maggie Cheung talks about her divorce"China Daily। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৭ 
  5. "高招 劉嘉玲 拉張曼玉逆襲 世紀合照 破13年僵局"蘋果日報। ২৫ নভেম্বর ২০১৩। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]