মোবাশ্বের মোনেম
মোবাশ্বের মোনেম | |
---|---|
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৫ অক্টোবর ২০২৪ | |
নিয়োগদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি |
রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
পূর্বসূরী | সোহরাব হোসাইন |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
শিক্ষা | ঢাকা বিশ্ববিদ্যালয় এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, লোক প্রশাসন বিশেষজ্ঞ |
মোবাশ্বের মোনেম একজন বাংলাদেশী লোক প্রশাসন বিশেষজ্ঞ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]মোবাশ্বের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বেলজিয়ামের এন্টওয়ার্প বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে ডেভেলপমেন্ট পলিসিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং ১৯৯২ সালে লোক প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৯ সালে তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় ও জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন।[২][৩]
কর্মজীবন
[সম্পাদনা]মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক। তিনি দক্ষিণ কোরিয়ার কোরিয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পাবলিক ম্যানেজমেন্ট ও পলিসি বিষয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও অধ্যাপনা করেছেন। তিনি সুশাসন, পাবলিক সেক্টরে উদ্ভাবন এবং তুলনামূলক পাবলিক পলিসি নিয়ে গবেষণা করেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে তিনি কাজ করেছেন এবং বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি দুইটি বইও রচনা করেছেন।[৩] তিনি ২০২৪ সালের ৯ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেন[৪] এবং ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম"। ঢাকা টাইমস। ৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪।
- ↑ "পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম"। ডেইলি স্টার। ৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪।
- ↑ ক খ "ড. মোবাশ্বের মোনেমের জীবনবৃত্তান্ত"। ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪।
- ↑ "পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম"। ইত্তেফাক। ৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২৪।
- ↑ "শপথ নিয়েই কাজ শুরু করলেন পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্যরা"। যুগান্তর। ১৫ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪।