মৃণালিনী দেবী
মৃণালিনী দেবী | |
---|---|
জন্ম | ভবতারিণী ১লা মার্চ, ১৮৭৪ দক্ষিণডিহি, খুলনা জেলা, বাংলাদেশ |
মৃত্যু | ২৩
শে নভেম্বর, ১৯০২ জোঁড়াসাকো ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
পেশা | গৃহিণী |
পরিচিতির কারণ | রবীন্দ্রনাথের স্ত্রী |
মৃণালিনী দেবী (১৮৭৪–১৯০২ ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তার জন্ম বাংলাদেশের খুলনার দক্ষিণডিহিতে।[১]
জন্ম ও বিবাহ
[সম্পাদনা]১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয় মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে । বিয়ের সময় তাঁর বয়স ছিল নয় (৯) বছর আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাইশ (২২) বছর । তিনি ঠাকুর-বাড়ির এক অধস্তন কর্মচারী যশোহরের বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে ।[২][৩] বিয়ের পূর্বে মৃণালিনীর নাম ছিলো ‘ভবতারিণী’ । যেহেতু এ ধরনের নাম ঠাকুর-বাড়িতে একপ্রকার অচল ছিলো (যেমন করে জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী ‘কাদম্বিনী’ হয়েছিলেন ‘কাদম্বরী’), তাই রবীন্দ্রনাথের স্ত্রী ভবতারিণী হলেন ‘মৃণালিনী’—রবীন্দ্রনাথের প্রিয় নাম ‘নলিনী’রই প্রতিশব্দ ।[৩]
পারিবারিক জীবন
[সম্পাদনা]রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর দুই পুত্র এবং তিন কন্যাসহ সন্তান ছিলেন পাঁচ জন: মাধুরীলতা (১৮৮৬–১৯১৮), রথীন্দ্রনাথ (১৮৮৮–১৯৬১), রেণুকা (১৮৯১–১৯০৩), মীরা (১৮৯৪–১৯৬৯) এবং শমীন্দ্রনাথ (১৮৯৬–১৯০৭)। এঁদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও শমীন্দ্রনাথের মৃত্যু ঘটে।[৪]
মৃত্যু
[সম্পাদনা]১৯০২ সালের ২৩ নভেম্বর মাত্র আটাশ বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্বার্ধশত পেরিয়ে বাঙালির দিবাকর"। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রবীন্দ্রনাথ ঠাকুর"। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ ক খ "জীবনপঞ্জি: মৃণালিনী দেবী", চিঠিপত্র, প্রথম খণ্ড, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা, ১৪০০ সং, পৃ. ১৭৯-৮১
- ↑ Dutta ও Robinson 1995, পৃ. 373
- ↑ রবীন্দ্রজীবনকথা, পৃ. ৫৯-৬০