মালেকা বেগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালেকা বেগম
জন্ম১৯৪৪ (বয়স ৭৯–৮০)
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীমতিউর রহমান
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
মাতৃ-শিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়

মালেকা বেগম (জন্ম ১৯৪৪) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি নারী আন্দোলনের একজন প্রখ্যাত নেত্রী।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

বেগম ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবন[সম্পাদনা]

মালেকা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় ১৯৬৫ সালে বিএ এবং ১৯৬৬ সালে এমএ পাশ করেন।

শিক্ষকতা[সম্পাদনা]

বেগম সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন [২] এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এ্যান্ড জেন্ডার স্ট্যাডিজে খন্ডকালীন শিক্ষকতা করেন।

পুরস্কার[সম্পাদনা]

তিনি বাংলা সন ১৪১৮-এ তে অনন্যা সাহিত্য পুরস্কারে পুরস্কৃত হন।[৩]

রচনাসমূহ[সম্পাদনা]

মালেকা বেগম ৩০টির বেশি বই লিখেছেন। কিছু বইয়ের নাম নিচে দেয়া হলোঃ

  • ইলা মিত্র
  • নারী আন্দোলনের পাঁচ দশক
  • মুক্তিযুদ্ধে নারী
  • রমণীয় নয়
  • বাংলার নারী আন্দোলন
  • শুভ্র সমুজ্জ্বল
  • সংরক্ষিত মহিলা আসন সরাসরি নির্বাচন
  • সূর্যসেনের স্ত্রী পুষ্পকুন্তলা ও চট্টগ্রামের বিপ্লবী নারীদের কথা
  • বিপন্ন নারী
  • যৌতুকের সংস্কৃতি

কর্মকাণ্ড[সম্পাদনা]

মালেকা বেগম বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Maleka Begum Talks about Gender Issues in Bangladesh Politics"। ২০০৯-০২-০১। ২০১৭-০৮-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২৭ 
  2. https://www.cwu.edu.bd/node/11
  3. "অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন মালেকা বেগম"দৈনিক কালের কণ্ঠ। ১১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭ 
  4. "সাড়ে চার দশকের পথচলা"দৈনিক প্রথম আলো। ৪ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭