মার্গারেট অ্যাটউড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্গারেট অ্যাটউড

২০১৭ সালে অ্যাটউড
২০১৭ সালে অ্যাটউড
স্থানীয় নাম
Margaret Atwood
জন্মমার্গারেট এলিনর অ্যাটউড
(1939-11-18) ১৮ নভেম্বর ১৯৩৯ (বয়স ৮৪)
অটোয়া, অন্টারিও, কানাডা
শিক্ষাটরন্টো বিশ্ববিদ্যালয় (বিএ)
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (এমএ)
সময়কাল১৯৬১–বর্তমান
ধরনঐতিহাসিক কাহিনী
কল্পসাহিত্য
বিজ্ঞান কল্পকাহিনী
Dystopian fiction
দাম্পত্যসঙ্গীজিম পোক (বি. ১৯৬৮; বিচ্ছেদ. ১৯৭৩)
সঙ্গীগ্রায়াম গিবসন

স্বাক্ষর
ওয়েবসাইট
margaretatwood.ca

মার্গারেট এলিনর অ্যাটউড সিসি ওওএনটি সিএইচ এফআরএসসি এফআরএসএল (ইংরেজি: Margaret Eleanor Atwood; জন্ম: ১৮ নভেম্বর ১৯৩৯) হলেন একজন কানাডীয় কবি, ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক, উদ্ভাবক, শিক্ষাবিদ ও পরিবেশবাদী। তিনি সতেরোটি কবিতার বই, ষোলটি উপন্যাস, আটটি ছোটগল্প সংকলন, এবং একটি গ্রাফিক উপন্যাসসহ একাধিক ছোট কবিতা ও কথাসাহিত্যের সংস্করণ প্রকাশ করেছেন। অ্যাটউড ও তার লেখনী একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে, তন্মধ্যে রয়েছে ম্যান বুকার পুরস্কার (২০০০ ও ২০১৯ সাল), আর্থার সি. ক্লার্ক পুরস্কার, গভর্নর জেনারেল্‌স পুরস্কার, ফ্রানৎস কাফকা পুরস্কার, ন্যাশনাল বুক ক্রিটিকস ও পিইএন সেন্টার ইউএসএ আজীবন সম্মাননা পুরস্কার। অ্যাটউড লংপেন ও এর সহায়ক প্রযুক্তির উদ্ভাবক ও ডেভলাপার।

অ্যাটউড তার উপন্যাস ও কবিতা বিভিন্ন ধরনের বিষয়বস্তু তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে ভাষার ক্ষমতা, লিঙ্গ ও পরিচয়, ধর্ম ও পুরাণ, জলবায়ু পরিবর্তন এবং ক্ষমতার রাজনীতি।[২] তিনি ছোটবেলা থেকে পৌরাণিক ও কল্পকাহিনি প্রতি আসক্ত ছিলেন এবং তার অনেক কবিতা এগুলো থেকে অনুপ্রাণিত।[৩] কানাডীয় সাহিত্যে তার অবদানের মধ্যে অন্যতম হল তিনি গ্রিফিন পোয়েট্রি প্রাইজ ও রাইটার্স ট্রাস্ট অব কানাডার প্রতিষ্ঠাতা।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

অ্যাটউড ১৯৩৯ সালের ১৮ নভেম্বর কানাডার অন্টারিওর অটোয়া শহরে জন্মগ্রহণ করেন।[৪] তার পিতা কার্ল এডমান্ড অ্যাটউড একজন কীটতত্ত্ববিদ[৫] এবং মাতা মার্গারেট ডরোথি (প্রদত্ত নাম: কিলাম) ছিলেন নোভা স্কটিয়ার উডভিলের একজন পুষ্টিবিদ।[৬] তিনি তার পিতামাতার তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। বন কীটতত্ত্ব বিষয়ে তার পিতার গবেষণার কারণে অ্যাটউড তার শৈশবের বেশিরভাগ সময় উত্তর কেবেকের পিছনে কাটিয়েছেন এবং অটোয়া, সল্ট স্টে. মারি ও টরন্টোতে ভ্রমণ করেছেন। বারো বছরে পৌঁছানোর আগে তিনি পূর্ণসময় বিদ্যালয়ে পড়াশোনা করেননি। এই সময়ে তিনি সাহিত্যের বই পড়তেন এবং তার পঠিত বইসমূহের ছিল ডেল পাবলিশিঙের পকেটবুক মিস্টিস, গ্রিম ভ্রাতৃদ্বয়ের রূপকথার গল্প, কানাডীয় প্রানীদের গল্প এবং কমিক বই। তিনি টরন্টোর লিসাইডের লিসাইড হাই স্কুল থেকে ১৯৫৭ সালে পড়াশোনা সমাপ্ত করেন।[৭] অ্যাটউড ছয় বছর বয়স থেকে নাটক ও কবিতা লেখা শুরু করেন।[৮]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৬০-এর দশক[সম্পাদনা]

অ্যাটউডের প্রথম কবিতার বই হল ডাবল পারসেফোন। ১৯৬১ সালে হসখেড প্রেস থেকে প্রকাশিত বইটি ই.জে. প্র্যাট পদক লাভ করে।[৯] লেখনীর পাশাপাশি অ্যাটউড ১৯৬৪ থেকে ১৯৬৫ সালে ভ্যাঙ্কুভারের ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক, ১৯৬৭ থেকে ১৯৬৮ সালে মন্ট্রিঅলের স্যার জর্জ উইলয়ামস বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশিক্ষক, এবং ১৯৬৯ থেকে ১৯৭০ সালে অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।[১০] ১৯৬৬ সালে তার রচিত দ্য সার্কেল গেম প্রকাশিত হয়, যা গভর্নর জেনারেল্‌স পুরস্কার অর্জন করে।[১১] এই সংকলন প্রকাশিত হওয়ার পর তার কবিতার আরও তিনটি ছোট প্রেস সংকলন প্রকাশ করেন, সেগুলো হল ক্র্যানব্রুক অ্যাকাডেমি অব আর্ট থেকে প্রকাশিত ক্যালাইডোস্কোপ্স বারোক: আ পোয়েম (১৯৬৫), তালিসমান্স ফর চিলড্রেন (১৯৬৫) ও স্পিচস ফর ডক্টর ফ্রাঙ্কেস্টাইন (১৯৬৬)। এছাড়া তার কবিতার সংকলন দি অ্যানিমেলস ইন দ্যাট কান্ট্রি (১৯৬৮) প্রকাশিত হয়। অ্যাটউডের প্রথম উপন্যাস, দি এডিবল ওম্যান, ১৯৬৯ সালে প্রকাশিত হয়। উত্তর আমেরিকান ভোগবাদের উপর লেখা সামাজিক ব্যঙ্গধর্মী এই বইটিকে অনেক সমালোচক অ্যাটউডের কাজে প্রাপ্ত নারীবাদী বিষয়াবলির প্রারম্ভিক উদাহরণ হিসেবে উল্লেখ করে থাকেন।[১২]

১৯৭০-এর দশক[সম্পাদনা]

অ্যাটউড ১৯৭১ থেকে ১৯৭২ সালে টরন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করতেন এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ে ১৯৭২/৭৩ শিক্ষাবর্ষে লেখিকা হিসেবে কর্মরত ছিলেন।[১০] এই দশকে তার কবিতার সর্বোত্তম সময়ে তিনি ছয়টি কবিতার সংকলন প্রকাশ করেন, সেগুলো হল দ্য জার্নালস অব সুজানা মুডি (১৯৭০), প্রসিডিউরস ফর আন্ডারগ্রাউন্ড (১৯৭০), পাওয়ার পলিটিকস (১৯৭১), ইউ আর হ্যাপি (১৯৭৪), সিলেক্টেড পোয়েমস ১৯৬৫-১৯৭৫ (১৯৭৬), এবং টু-হেডেড পোয়েমস (১৯৭৮)। অ্যাটউড এই সময়ে তিনটি উপন্যাসও প্রকাশ করেন, সেগুলো হল সার্ফিন (১৯৭২), লেডি ওরাকল (১৯৭৬) ও লাইফ বিফোর ম্যান (১৯৭৯)। এই তিনটি উপন্যাসই দি এডিবল ওম্যান-এর মত লিঙ্গ পরিচয় ও সামাজিক বন্ধন নিয়ে রচিত এবং এগুলো জাতীয়তাবাদ ও লৈঙ্গিক রাজনীতির সাথে সম্পর্কিত।[১৩] বিশেষ করে, তার প্রথম নন-ফিকশন মনোগ্রাফ সারভাইভাল: আ থিমেটিক গাইড টু কানাডিয়ান লিটারেচার (১৯৭২)-এর সাথে সার্ফিং তাকে কানাডীয় সাহিত্যের গুরুত্বপূর্ণ ও বিকশিত কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করে।[১৪] লাইফ বিফোর ম্যান উপন্যাসটি গভর্নর জেনারেল্‌স পুরস্কারের ফাইনালিস্ট নির্বাচিত হয়।[১১] ১৯৭৭ সালে অ্যাটউডের প্রথম ছোটগল্প সংকলন ড্যান্সিং গার্ল প্রকাশিত হয়, যা কথাসাহিত্যে সেন্ট লরেন্স পুরস্কার এবং দ্য পিরিয়ডিক্যাল ডিস্ট্রিবিউটর্স অব কানাডা পুরস্কার অর্জন করে।[১০]

১৯৮০-এর দশক[সম্পাদনা]

১৯৮০-এর দশকে বডিলি হার্ম (১৯৮১), দ্য হ্যান্ডমেইড্‌স টেল (১৯৮৫), ও ক্যাট্‌স আই (১৯৮৮) প্রকাশিত হলে অ্যাটউডের সাহিত্যিক সুনাম আরও বৃদ্ধি পায়। দ্য হ্যান্ডমেইড্‌স টেল বইটি আর্থার সি. ক্লার্ক পুরস্কার ও ১৯৮৫ সালের গভর্নর জেনারেল্‌স পুরস্কার অর্জন করে[১১] এবং ১৯৮৬ সালের বুকার পুরস্কারের ফাইনালিস্ট নির্বাচিত হয়;[১৫] এবং ক্যাট্‌স আই বইটি ১৯৮৮ সালের গভর্নর জেনারেল্‌স পুরস্কার[১১] ও ১৯৮৯ সালের বুকার পুরস্কারের চূড়ান্ত পর্বে মনোনীত হয়। অ্যাটউড তার কাজে কোন সাহিত্যিক লেবেল যুক্ত করতে অপছন্দ করেন এবং দ্য হ্যান্ডমেইড্‌স টেল বইটিকে তিনি বিজ্ঞান কল্পকাহিনী, বা আরও স্পষ্টভাবে কল্পসাহিত্য বলে উল্লেখ করতে নারাজ।[১৬][১৭] তিনি প্রায়ই উল্লেখ করেন, "বইটিতে সবকিছুর বাস্তব জীবনের নজির রয়েছে। আমি অন্য কেউ অন্য কোথাও ইতোমধ্যেই ব্যবহার করেছে এমন কিছু অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিলাম।"[১৮]

১৯৯০-এর দশক[সম্পাদনা]

দ্য রবার ব্রাইড (১৯৯৩) ও অ্যালিয়াস গ্রেস (১৯৯৬) উপন্যাস প্রকাশের পর লেখিকা হিসেবে অ্যাটউডের সুনাম বাড়তে থাকে। দ্য রবার ব্রাইড উপন্যাসটি ১৯৯৪ সালের গভর্নর জেনারেল্‌স পুরস্কারের চূড়ান্ত পর্বে মনোনীত হয়[১১] এবং জেমস ট্রিপট্রি জুনিয়র পুরস্কারের ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্ত হয়;[১৯] এবং অ্যালিয়াস গ্রেস ১৯৯৬ সালের জিলার পুরস্কার অর্জন করে, ১৯৯৬ সালের বুকার পুরস্কার,[২০] ১৯৯৬ সালের গভর্নর জেনারেল্‌স পুরস্কারের চূড়ান্ত পর্বে মনোনীত হয়[১১] ও ১৯৯৭ সালে কথাসাহিত্যে অরেঞ্জ পুরস্কারের ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্ত হয়।[২১] অনেকাংশে ভিন্ন বিষয় ও ধারার হওয়া সত্ত্বেও উভয় উপন্যাসে নারী খলচরিত্রের চিত্রায়নের মধ্য দিয়ে তিনি ভালো ও মন্দ ও নৈতিকতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। দ্য রবার ব্রাইড সম্পর্কে অ্যাটউড বলেন, "আমি মন্দ আচরণের উদাহরণ দিচ্ছি না, কিন্তু আপনি যদি কয়েকটি নারী চরিত্রকে খল চরিত্রে না দেখান, তবে আপনি পুরো বিষয়টি ধরতে পারেননি।"[২২] দ্য রবার ব্রাইড উপন্যাসের পটভূমি সমসাময়িক টরন্টো, অন্যদিকে অ্যালিয়াস গ্রেস একটি ঐতিহাসিক কল্পকাহিনী, যেখানে টমার কিনার ও তার গৃহপরিচারিকা ন্যান্সি মন্টগামারির ১৮৪৩টি খুনের বর্ণনা রয়েছে। অ্যাটউড ১৯৭৪ সালে সিবিসি টেলিভিশনে প্রচারিত টিভি চলচ্চিত্র দ্য সারভেন্ট গার্ল রচনা করেন। এটি তরুণী গৃহকর্মী গ্রেস মার্কসের জীবনী সম্পর্কিত, যে জেমস ম্যাকডারমটের সাথে যৌথভাবে একটি অপরাধের সাথে জড়িত ছিল।[২৩]

২০০০-এর দশক[সম্পাদনা]

২০০০ সালে অ্যাটউডের দশক উপন্যাস দ্য ব্লাইন্ড অ্যাসাসিন প্রকাশিত হয়। বইটি সমাদৃত হয় এবং ২০০০ সালে বুকার পুরস্কার[২৪] ও হ্যামেট পুরস্কার অর্জন করে।[২৫] এছাড়া বইটি ২০০০ সালে গভর্নর জেনারেল্‌স পুরস্কার,[১১] কথাসাহিত্যে অরেঞ্জ পুরস্কার ও ২০০২ সালে ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারেরি পুরস্কারের চূড়ান্ত পর্বে মনোনীত হয়।[২৬] ২০০১ সালে কানাডার ওয়াক অব ফেমে অ্যাটউডের নাম অন্তর্ভুক্ত হয়।[২৭]

২০০৫ সালে অ্যাটউড দ্য ক্যাননগেট মিথ ধারাবাহিকের অংশ হিসেবে দ্য পেনেলোপিয়াড উপন্যাসিকা প্রকাশ করেন। এতে পেনেলোপি ও ১২জন গৃহপরিচারিকার দলের দৃষ্টিকোণ থেকে ওডিসি পুনবিবৃত করেন। ২০০৭ সালে দ্য পেনেলোপিয়াড মঞ্চস্থ হয়। ২০০৮ সালে অ্যাটউড ২০০৮ সালের ১২ই অক্টোবর থেকে ১লা নভেম্বরে ম্যাসি বক্তৃতার অংশ হিসেবে প্রদানকৃত পাঁচটি বক্তৃতার সংকলন পেব্যাক: ডেট অ্যান্ড শ্যাডো সাইড অব ওয়েলথ প্রকাশ করেন। বইটির বক্তৃতাগুলো সিবিসি রেডিও ওয়ানের আইডিয়াস অনুষ্ঠানে রেকর্ড ও সম্প্রচারও করা হয়।[২৮]

২০১০-এর দশক[সম্পাদনা]

২০১৬ সালে অ্যাটউড পেঙ্গুইন র‍্যান্ডম হাউজের হোগার্থ শেকসপিয়ার ধারাবাহিকের অংশ হিসেবে হ্যাগ-সিড উপন্যাস প্রকাশ করেন, এটি শেকসপিয়ারীয় দ্য টেমপেস্ট নাটকের আধুনিক বর্ণনা।[২৯] এই বছর তিনি অতিমানবীয় কমিক বই ধারাবাহিক অ্যাঞ্জেল ক্যাটবার্ড রচনা শুরু করেন, যার সহ-রচনা ও চিত্রাঙ্কন করেন জনি ক্রিসমাস। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র বিজ্ঞানী স্ট্রিগ ফেলিডুস দুর্ঘটনাবশত শারীরিক পরিবর্তন হয় এবং তার শরীরে বিড়াল ও পাখির ক্ষমতা চলে আসে।[৩০] ২০১৮ সালের ২৮শে নভেম্বর অ্যাটউড ঘোষণা দেন যে তিনি ২০১৯ সালের সেপ্টেম্বরে দ্য হ্যান্ডমেইড্‌স টেল-এর অনুবর্তী পর্ব দ্য টেস্টামেন্টস প্রকাশ করবেন। উপন্যাসটিকে তিনজন নারী বর্ণনাকারী থাকবে এবং ঘটনাবলি দ্য হ্যান্ডমেইড্‌স টেল-এর অফরেডের শেষ দৃশ্য থেকে পনের বছর পরে শুরু হবে।[৩১] এছাড়াও তিনি ২০১৯ সালে প্রথমবারের মতো যৌথভাবে ব্রিটিশ লেখক বার্নারডাইন এভারিস্টোর এর সাথে সম্মানজনক সাহিত্য পুরস্কার বুকার জয়ী হন। টেস্টামেন্টস সিরিজের ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ উপন্যাসের জন্য অটউডকে এবং ‘গার্ল, ওম্যান, আদার’ বইটির জন্য বার্নারডাইনকে পুরস্কৃত করা হয়। সম্মানী হিসেবে তারা প্রায় ৬৩ হাজার মার্কিন ডলার ভাগাভাগি করবেন। সবচেয়ে বয়স্ক বুকারজয়ী হিসেবে ৭৯ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বুকার পুরস্কার পেলেন মার্গারেট। উল্লেখ্য, অটউড এর আগে ২০০০ সালে তার ‘ব্লাইন্ড অ্যাসাসিয়ান’ বইয়ের জন্যও বুকার জিতেন। ৩৩ বছর আগে তিনি ‘দ্য হ্যান্ডমেইড’স টেলের’ জন্য তিনি মনোনীত হয়েছিলেন। দুটি বুকারজয়ীর তালিকায় তিনি চতুর্থ।[৩২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

গ্রন্থতালিকা[সম্পাদনা]

উপন্যাস
  • দি এডিবল ওম্যান (১৯৬৯)
  • সার্ফিং (১৯৭২)
  • লেডি ওরাকল (১৯৭৬)
  • লাইফ বিফোর ম্যান (১৯৭৯; গভর্নর জেনারেল্‌স পুরস্কারের ফাইনালিস্ট)
  • বডিলি হার্ম (১৯৮১)
  • দ্য হ্যান্ডমেইড্‌স টেল (১৯৮৫; গভর্নর জেলারেল্‌স পুরস্কার ১৯৮৫ ও আর্থার সি. ক্লার্ক পুরস্কার ১৯৮৭ বিজয়ী, এবং বুকার পুরস্কার ১৯৮৬-এর ফাইনালিস্ট)
  • ক্যাট্‌স আই (১৯৮৮; গভর্নর জেনারেল্‌স পুরস্কার ১৯৮৮ ও বুকার পুরস্কার ১৯৮৯-এর ফাইনালিস্ট)
  • দ্য রবার ব্রাইড (১৯৯৩; গভর্নর জেনারেল্‌স পুরস্কার ১৯৯৪-এর ফাইনালিস্ট এবং জেমস ট্রিপট্রি জুনিয়র পুরস্কারের ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্তি)
  • অ্যালিয়াস গ্রেস (১৯৯৬; গিলার পুরস্কার ১৯৯৬ বিজয়ী, বুকার পুরস্কার ১৯৯৬ ও গভর্নর জেনারেল্‌স পুরস্কার ১৯৯৬-এর ফাইনালিস্ট, এবং কথাসাহিত্যে অরেঞ্জ প্রাইজ ১৯৯৭-এর ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্তি)
  • দ্য ব্লাইন্ড অ্যাসাসিন (২০০০; বুকার পুরস্কার ২০০০ বিজয়ী, গভর্নর জেনারেল্‌স পুরস্কার ২০০০-এর ফাইনালিস্ট এবং কথাসাহিত্যে অরেঞ্জ প্রাইজ ২০০১-এর ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্তি)
  • দ্য পেনেলোপিয়াড (২০০৫; মাইথোপোয়েটিক ফ্যান্টাসি পুরস্কার ২০০৬-এর মনোনীত এবং ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারেরি পুরস্কার ২০০৭-এর দীর্ঘতালিকায় অন্তর্ভুক্তি)
  • স্ক্রিবলার মুন (২০১৪; ফিউচার লাইব্রেরি প্রজেক্টের অংশ হিসেবে ২০১৪ সালে লিখিত)
  • দ্য হার্ট গোজ লাস্ট (২০১৫)
  • হ্যাগ-সিড (২০১৬)
  • দ্য টেস্টামেন্টস (২০১৯)
কবিতা সংকলন
  • ডাবল পারসেফোন (১৯৬১)
  • দ্য সার্কেল গেম (১৯৬৪; গভর্নর জেনারেল্‌স পুরস্কার ১৯৬৬ বিজয়ী)
  • এক্সপেডিশন্স (১৯৬৫)
  • স্পিচস ফর ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন (১৯৬৬)
  • দি অ্যানিমেলস ইন দ্যাট কান্ট্রি (১৯৬৮)
  • দ্য জার্নালস অব সুজানা মুডি (১৯৭০)
  • প্রসিডিউরস ফর আন্ডারগ্রাউন্ড (১৯৭০)
  • পাওয়ার পলিটিকস (১৯৭১)
  • ইউ আর হ্যাপি (১৯৭৪, সং অব দ্য ওয়ার্মস কবিতাও অন্তর্ভুক্ত)
  • সিলেক্টেড পোয়েমস (১৯৭৬)
  • টু-হেডেড পোয়েমস (১৯৭৮)
  • ট্রু স্টোরিজ (১৯৮১)
  • লাভ সংস অব আ টারমিনেটর
  • স্নেক পোয়েমস (১৯৮৩)
  • ইন্টারলুনার (১৯৮৪)
  • সিলেক্টেড পোয়েমস ১৯৬৬-১৯৮৪ (কানাডা)
  • সিলেক্টেড পোয়েমস ১৯৬৬-১৯৮৪ (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মর্নিং ইন দ্য বার্নড হাউজ (১৯৯৫, ম্যাক্লিল্যান্ড অ্যান্ড স্টুয়ার্ট)
  • ইটিং ফায়ার: সিলেক্টেড পোয়েমস, ১৯৬৫-১৯৯৫ (১৯৯৮, মার্কিন যুক্তরাষ্ট্র)
  • ইউ বিগিন (১৯৭৮)
  • দ্য ডোর (২০০৭)
ছোটগল্প সংকলন
  • ড্যান্সিং গার্লস (১৯৭৭; কথাসাহিত্যে সেন্ট লরেন্স পুরস্কার ও পিরিয়ডিক্যাল ডিস্ট্রিবিউটর্স অব কানাডা পুরস্কার বিজয়ী
  • মার্ডার ইন দ্য ডার্ক (১৯৮৩)
  • ব্লুবেয়ার্ড্‌স এগ (১৯৮৩)
  • ওয়াইল্ডারনেস টিপস (১৯৯১; গভর্নর জেনারেল্‌স পুরস্কারের ফাইনালিস্ট)
  • গুড বোনস (১৯৯২)
  • গুড বোনস অ্যান্ড সিম্পল মার্ডারস (১৯৯৪)
  • দ্য ল্যাব্রেডর ফিয়াস্কো (১৯৯৬)
  • দ্য টেন্ট (২০০৬)
  • মোরাল ডিজঅর্ডার (২০০৬)
  • স্টোন ম্যাট্রেস (২০১৪)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Margaret Atwood"ফ্রন্ট রো। ২৪ জুলাই ২০০৭। বিবিসি বেতার ৪। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৯ 
  2. ওয়াইন-ডেভিস, ম্যারিয়ন (২০১০)। Margaret Atwood (ইংরেজি ভাষায়)। নর্থকোট, ব্রিটিশ কাউন্সিল। আইএসবিএন 9780746310366ওসিএলসি 854569504। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৯ 
  3. ওটস, জয়েস ক্যারল (২১ মে ১৯৭৮)। Margaret Atwood: Poetদ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। 
  4. হবি, হারমিওন (১৮ আগস্ট ২০১৩)। "Margaret Atwood: interview"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। লন্ডন। আইএসএসএন 0307-1235। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৯ 
  5. "Carl E. Atwood Graduate Scholarship in Ecology and Evolutionary Biology"University of Toronto। ২০১৭-০৩-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১২ 
  6. ফুট, হ্যাজেল (১৯৯৭)। The Homes of Woodville। M.A. Jorgenson, Woodville, NS। পৃষ্ঠা ১০৯। 
  7. ন্যাটালি, কুক (১৯৯৮)। Margaret Atwood : a biography (ইংরেজি ভাষায়)। টরন্টো: ইসিডব্লিউ প্রেস। আইএসবিএন 1550223089ওসিএলসি 40460322 
  8. ডেলি, জেমস (২০০৭)। Great Writers on the Art of Fiction: From Mark Twain to Joyce Carol Oates (ইংরেজি ভাষায়)। কুরিয়ার কর্পোরেশন। পৃষ্ঠা ১৫৯। আইএসবিএন 978-0-486-45128-2 
  9. "The Plutzik Reading Series Features Margaret Atwood"রোচেস্টার। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  10. ভ্যান স্পানকেরেন, ক্যাথরিন; ক্যাস্ট্রো, জ্যান গার্ডেন (১৯৮৮)। Margaret Atwood: vision and forms (ইংরেজি ভাষায়)। সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন 9780585106298। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  11. "Past GGBooks winners and finalists"গভর্নর জেনারেল্‌স সাহিত্য পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  12. কুক, ন্যাটালি (২০০৪)। Margaret Atwood: a critical companion (ইংরেজি ভাষায়)। গ্রিনউড প্রেস। আইএসবিএন 9781429472876। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  13. হাওয়েলস, কোর‍্যাল অ্যান (২০০৫)। Margaret Atwood (ইংরেজি ভাষায়)। প্যালগ্রেভ ম্যাকমিলান। আইএসবিএন 9781403922007। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  14. গল্ট, সিন্ডা (২০১২)। National and Female Identity in Canadian Literature, 1965-1980: the Fiction of Margaret Laurence, Margaret Atwood, and Marian Engel. (ইংরেজি ভাষায়)। এডউইন মেলেন প্রেস। আইএসবিএন 9780773411210। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  15. "The Man Booker Prize for Fiction Backlist"ম্যান বুকার পুরস্কার। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  16. অ্যাটউড, মার্গারেট (১৭ জুন ২০০৫)। "'Aliens have taken the place of angels'"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  17. অ্যাটউড, মার্গারেট (২০১২)। In other worlds: SF and the human imagination (English ভাষায়)। অ্যাঙ্কর বুকস। আইএসবিএন 9780307741769। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  18. জিলেট, স্যাম; হুবার্ড, কিম (৫ মে ২০১৭)। "Margaret Atwood on Why The Handmaid's Tale Resonates in the Trump Era: It's 'No Longer a Fantasy Fiction'"পিপল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  19. নটকিন, ডেবি। "1993 Honor List « James Tiptree, Jr. Literary Award"জেমস ট্রিপট্রি জুনিয়র সাহিত্য পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  20. "The Man Booker Prize for Fiction Backlist"ম্যান বুকার পুরস্কার। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  21. "Previous Winners"উইমেন্‌স প্রাইজ ইন ফিকশন। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  22. ক্যারল, মার্গারেট (৫ ডিসেম্বর ১৯৯৩)। "MARGARET ATWOOD'S NEW BOOK EXPLORES POWER'S DUALITY"শিকাগো ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  23. "Full Bibliography"মার্গারেট অ্যাটউড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  24. "The Man Booker Prize for Fiction Backlist"ম্যান বুকার পুরস্কার। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  25. "IACW/NA: Hammett Prize: Past Years"ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ক্রাইম রাইটার্স। ২৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  26. "Publisher's page on The Blind Assassin" (ইংরেজি ভাষায়)। ম্যাক্লিল্যান্ড অ্যান্ড স্টুয়ার্ট। ২৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  27. "Canada's Walk of Fame"কানাডাস ওয়াক অব ফেম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  28. "The 2008 CBC Massey Lectures, "Payback: Debt and the Shadow Side of Wealth""সিবিসি রেডিও। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  29. গোপনিক, অ্যাডাম (১০ অক্টোবর ২০১৬)। "Why Rewrite Shakespeare?"দ্য নিউ ইয়র্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  30. লেহোচকি, এটেলকা। "Margaret Atwood Plays With The Superhero Genre In 'Angel Catbird'"এনপিআর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  31. অল্টার, আলেকজান্ড্রা (২৮ নভেম্বর ২০১৮)। "Margaret Atwood Will Write a Sequel to 'The Handmaid's Tale'"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 
  32. "মার্গারেট অটউড ও বার্নারডাইন এভারিস্টোর বুকার জয়"। bdnews24। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  33. "CBC books page" (ইংরেজি ভাষায়)। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  34. টেমপ্লেট:Canadian honour
  35. "How Atwood became a writer"হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গেজেট (ইংরেজি ভাষায়)। নভেম্বর ৮, ২০০১। জুন ২৯, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  36. "LA Times Book Prize winners"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ২০১২। এপ্রিল ৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  37. "Humanists of the Year list" (ইংরেজি ভাষায়)। আমেরিকান হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন। ২৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  38. "Margaret Atwood" (ইংরেজি ভাষায়)। নেবিউলা পুরস্কার। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  39. "Prometheus Award for Best Novel – Nominees" (ইংরেজি ভাষায়)। লিবার্টারিয়ান ফিউচার সোসাইটি। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  40. রাইনহার্ট, ডায়ান (জানুয়ারি ২৪, ২০১৪)। "Arthur C. Clarke move raises questions of sci-fi author equality"টরন্টো স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  41. "Book of Members, 1780–2010: Chapter A" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  42. "Toronto Public Library Archives" (ইংরেজি ভাষায়)। টরন্টো পাবলিক লাইব্রেরি। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  43. "Trillium Book Award Winners" (ইংরেজি ভাষায়)। অন্টারিও মিডিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন। ২০১৩। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  44. "Awards and Recognitions" (ইংরেজি ভাষায়)। মার্গারেট অ্যাটউড। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  45. "Helmerich Award page" (ইংরেজি ভাষায়)। টুলসা লাইব্রেরি ট্রাস্ট। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  46. "Booker Prize page" (ইংরেজি ভাষায়)। Booker Prize Foundation। ডিসেম্বর ২৫, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  47. ফ্লাড, অ্যালিসন (১৪ অক্টোবর ২০১৯)। "Margaret Atwood and Bernardine Evaristo share Booker prize 2019" (ইংরেজি ভাষায়)। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯ 
  48. "Kenyon Review for Literary Achievement"কেনিয়ন রিভিউ (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  49. "FPA Award page" (ইংরেজি ভাষায়)। অস্টুরিয়াস ফাউন্ডেশন। ২০০৮। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  50. "Nelly Sachs Prize page" (ইংরেজি ভাষায়)। ডর্টমুন্ড শহর। ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  51. "Margaret Atwood Talks About Nobel Prizewinner Alice Munro" (ইংরেজি ভাষায়)। দান দাভিদ ফাউন্ডেশন। ডিসেম্বর ১১, ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  52. "Diamond Jubilee Gala toasts exceptional Canadians" (ইংরেজি ভাষায়)। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। জুন ১৮, ২০১২। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  53. "Announcing the 2012 Los Angeles Times Book Prize winners"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। এপ্রিল ১৯, ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  54. "Gold Medal 2015 Recipients – Dr. Jacob Verhoef, Graeme Gibson and Margaret Atwood" (ইংরেজি ভাষায়)। রয়্যাল কানাডিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটি। ২৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  55. "Margaret Atwood is laureate of the 'Golden Wreath' Award for 2016"স্ট্রুগা পোয়েট্রি ইভনিংস (ইংরেজি ভাষায়)। মার্চ ২১, ২০১৬। এপ্রিল ৫, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  56. "The Franz Kafka International Literary Prize 2017" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। মে ২৯, ২০১৭। জুলাই ২, ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  57. "Ehrung des Buchhandels: Margaret Atwood erhält Friedenspreis" (ইংরেজি ভাষায়)। স্পাইজেল অনলাইন হার্মবুর্গ। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  58. "Official – Sensitive Year 2019 Diplomatic and Overseas List Order of the Companions of Honour" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  59. "Trent University, Past Honorary Degree Recipients" (ইংরেজি ভাষায়)। জুন ১৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  60. "The Queen's Encyclopedia, Honorary Degrees" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  61. "Concordia University, Honorary degree citation – Margaret Atwood" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  62. "Smith College, Honorary Degrees"স্মিথ কলেজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  63. "University of Toronto, Alumni Portraits"টরন্টো বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  64. "University of Waterloo, Honorary Degree Granted"ওয়াটারলু বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  65. "University of Guelph, Honorary Degree Recipients"গেল্‌ফ বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  66. "Mount Holyoke College, Honorary Degree Recipients"মাউন্ট হলিওকে কলেজ (ইংরেজি ভাষায়)। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  67. "Alumni Portraits – Margaret Atwood"ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  68. "Université de Montréal, Liste des Doctorats Honorifiques" (পিডিএফ)মন্ট্রিয়ন বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  69. "McMaster University, Honorary Degree Recipients" (পিডিএফ)ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  70. "Lakehead University, Past Honorary Degree Recipients"লেকহেড বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  71. "University honours nine at Encaenia"অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গেজেট (ইংরেজি ভাষায়)। ২ জুলাই ১৯৯৮। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  72. "Algoma University, Honourary Degrees"আলগোমা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  73. "The Cambridge Companion to Margaret Atwood"ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  74. "Dartmouth College, Honorary Degrees 2004"ডার্টমাউথ কলেজ (ইংরেজি ভাষায়)। সেপ্টেম্বর ১৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  75. "Harvard University, Honorary Degrees"হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ১৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  76. "Université de la Sorbonne Nouvelle, Les docteurs Honoris Causa"সর্বন নুভেল বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  77. ওয়ালশ, ক্যারোলিন। "Margaret Atwood to be honoured by NUI Galway"দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  78. "Ryerson University, Honorary Doctorates and Fellowships"রায়ারসন বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  79. বেনেট, পিট (জুলাই ১৯, ২০১৬)। "Royal Military College of Canada Honorary Degree Recipients"রয়্যাল মিলিটারি কলেজ (ইংরেজি ভাষায়)। আগস্ট ৪, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  80. "Athens University Honors Margaret Atwood"নিউ গ্রিক টিভি (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  81. "University of Edinburgh, Honorary Graduates"এডিনবরা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]