মানাগুয়া

স্থানাঙ্ক: ১২°৮′১১″ উত্তর ৮৬°১৫′৫″ পশ্চিম / ১২.১৩৬৩৯° উত্তর ৮৬.২৫১৩৯° পশ্চিম / 12.13639; -86.25139
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানাগুয়া
লেয়াল বিইয়া দে সান্তিয়াগো দে মানাগুয়া
Leal Villa De Santiago De Managua
Clockwise from top: view of Managua; Old Cathedral and New Cathedral; National Palace; Paseo Xolotlán; and view of মানাগুয়া হ্রদ
মানাগুয়ার পতাকা
পতাকা
মানাগুয়ার অফিসিয়াল সীলমোহর
সীলমোহর
ডাকনাম: নোবিয়া দে খোলোতলান (Novia del Xolotlán)
"খোলোতলানের বধূ"[১]
মানাগুয়া নিকারাগুয়া-এ অবস্থিত
মানাগুয়া
মানাগুয়া
স্থানাঙ্ক: ১২°৮′১১″ উত্তর ৮৬°১৫′৫″ পশ্চিম / ১২.১৩৬৩৯° উত্তর ৮৬.২৫১৩৯° পশ্চিম / 12.13639; -86.25139
দেশ/রাষ্ট্র Nicaragua
জেলামানাগুয়া
পৌরসভামানাগুয়া
প্রতিষ্ঠা১৮১৯
সরকারের আসন১৮৫২
জাতীয় রাজধানী১৮৫২[২][৩]
সরকার
 • নগরপালডেইজি তোররেস
 • উপ-নগরপালরেইনা রুয়েদাস
আয়তন[৪]
 • শহর২৬৭.১৭ বর্গকিমি (১০৩.১৫ বর্গমাইল)
উচ্চতা[৪]৮২.৯৭ মিটার (২৭২.২১ ফুট)
জনসংখ্যা (২০১৬-র প্রাক্কলন)[৪]
 • শহর১০,৪২,৬৪১
 • জনঘনত্ব৩,৯০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল)
 • পৌর এলাকা১০,৩৩,৬২২
 • মহানগর১৪,০১,৬৮৭
আইএসও ৩১৬৬ কোডNI-MN
ওয়েবসাইটhttp://www.managua.gob.ni/
আন্ত -মহাদেশীয় হোটেল এবং মেট্রোসেন্ট্রো মল

মানাগুয়া মধ্য আমেরিকার রাষ্ট্র নিকারাগুয়ার রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি মানাগুয়া হ্রদের দক্ষিণ-পশ্চিম তীরে, বেশ কিছু ছোট ছোট অভিঘাত খাদের হ্রদের মধ্যবর্তী স্থানে অবস্থিত। মানাগুয়া সমুদ্র সমতল থেকে ৮২ মিটার উচ্চতায় অবস্থিত। মূল শহরের আয়তন প্রায় ২৬৭ বর্গকিলোমিটার এবং এখানে প্রায় ১০ লক্ষ ৪২ হাজার লোক বাস করে।[৪] এছাড়া শহরটি পার্শ্ববর্তী নিন্দিরি, সিউদাদ সান্দিনো, এল ক্রুসেরো, তিকুয়ানতেপে এবং তিপিতাপা শহরগুলির সাথে একত্রে মানাগুয়া মহানগর এলাকা গঠন করেছে, যার জনসংখ্যা ১৪ লক্ষের কিছু বেশি।[৫] শহরের জলবায়ু ক্রান্তীয় আর্দ্র ও শুষ্ক ধরনের। শহরের সর্বোচ্চ গড় তাপমাত্রা এপ্রিল মাসে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ডিসেম্বর মাসে ২০ ডিগ্রি সেলসিয়াস। জুন থেকে অক্টোবর পর্যন্ত অধিক বৃষ্টিপাত হয়।[৬]

মানাগুয়াতে বহু শতাব্দী আগেই স্থানীয় আদিবাসী আমেরিকান জাতির লোকেরা একটি শহরের পত্তন করেছিল। ১৬শ শতক থেকে ১৯শ শতকের শুরু পর্যন্ত স্পেনীয়রা এলাকাটি শাসন করে। সেসময় শহরটির তেমন গুরুত্ব ছিল না। এটিকে আদিবাসী অধ্যুষিত শহর হিসেবেই গণ্য করা হত। তুলনামূলকভাবে লেওনগ্রানাদা নামের স্পেনীয়-অধ্যুষিত শহরগুলির গুরুত্ব বেশি ছিল। ১৮২১ সালে নিকারাগুয়া একটি স্বাধীন দেশে পরিণত হয়। তখন লেওন ও গ্রানাদার মধ্যে কোন্‌ শহরটি নিকারাগুয়ার রাজধানী হবে, তা নিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হলে ১৮৫৭ সালে স্থায়ী সমাধান হিসেবে মানাগুয়াকে দেশটির রাজধানী বানানো হয়।

১৯৩১ সালের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ও ১৯৭২ সালে আরেকটি ভূমিকম্পের কারণে মানাগুয়া প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। প্রত্যেকবার নতুন করে শহরটিকে নির্মাণ করা হয়। ১৯৭২ সালের ভূমিকম্পের পরে শহরের বাণিজ্যিক এলাকাটিকে আদি শহরকেন্দ্র থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সরিয়ে নেওয়া হয়। ১৯৭০-এর দশকের শেষ দিকে, ১৯৭৮-৭৯ সালে আনাস্তাসিও সোমোসা দেবাইলে-র সরকারের সমর্থক সেনাবাহিনী ও বিদ্রোহী সান্দিনিস্তা বাহিনীর মধ্যে যে গৃহযুদ্ধ হয়, তার অন্যতম রণমঞ্চ ছিল এই মানাগুয়া, বিশেষ করে এর বস্তি এলাকাগুলি। ১৯৯৮ সালে হারিকেন মিচ নামের ঘূর্ণিঝড়ে মানাগুয়ার বহু বাড়ি, খামার ও সড়কের ক্ষয়ক্ষতি হয়।

মানাগুয়া নিকারাগুয়ার শিক্ষাব্যবস্থার কেন্দ্রবিন্দু। এখানে বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে, যাদের মধ্যে মানাগুয়া বিশ্ববিদ্যালয়টি বিশেষ খ্যাত। এটি ১৯৫২ সালে নিকারাগুয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশে পরিণত হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় আমেরিকা বিশ্ববিদ্যালয়, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ও ১৯৭৬ সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপ্রাপ্ত নিকারাগুয়া বহু-কারিগরি বিশ্ববিদ্যালয়, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত জাতীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত আমেরিকান বিশ্ববিদ্যালয় এবং ১৯৯২ সালে প্রতিষ্ঠিত রেদেম্পতোরিস মাতের নিকারাগুয়া ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অন্যতম।

দারিও উদ্যান শহরের একটি দর্শনীয় স্থান; এখানে কবি রুবেন দারিও-র একটি স্মৃতিস্তম্ভ আছে। এছাড়া জাতীয় প্রাসাদ, ২০শ শতকে নির্মিত মহাগির্জা (ক্যাথেড্রাল), কার্লোস ফোনসেকা স্মরণিকা, গণতন্ত্র বুরূজ, ইত্যাদি আরও কিছু দর্শনীয় স্থান।

মানাগুয়া নিকারাগুয়ার ব্যবসা ও শিল্পোৎপাদন খাতের কেন্দ্র। শহরের বহু লোক সরকারী প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিদ্যালয় ও হাসপাতালে কাজ করে থাকে। মানাগুয়াতে অনেক ক্ষুদ্র শিল্পকারখানা আছে, যেখানে প্রক্রিয়াজাত খাদ্য (মাংস), আসবাবপত্র, পোশাক, ধাতব দ্রব্য ও রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয়। এখানে খনিজ তেল পরিশোধনাগারও আছে। মানাগুয়ার সাথে সংশ্লিষ্ট কৃষি অঞ্চলটিতে মূলত কফি, ভুট্টাতুলার চাষ হয়। অতীতে ধান, আখ, জোয়ার, গবাদি পশু ও ঘোড়া পালন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল, তবে বর্তমানে এগুলির গুরুত্ব অনেক হ্রাস পেয়েছে।

শহরটি রেলপথ ও মহাসড়কের মাধ্যমে লেওন ও গ্রানাদা শহর ছাড়াও প্রশান্ত মহাসাগরের বন্দর শহর কোরিন্তো-র সাথে সংযুক্ত। এছাড়া সর্ব-আমেরিকান মহাসড়ক ব্যবস্থা ও আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে এটি উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার অন্যান্য শহরের সাথেও সংযুক্ত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Managua en el Tiempo: La "Novia del Xolotlán""La Prensa (Spanish ভাষায়)। ২০১৮-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-২১ 
  2. "Managua"La Prensa (Spanish ভাষায়)। মার্চ ৯, ২০০৬। নভেম্বর ১১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১৭ 
  3. "Resurge el centro de Managua en busca de su antiguo esplendor" [The center of Managua resurges in search of its old splendor]। El Nuevo Diario (Spanish ভাষায়)। ফেব্রুয়ারি ১, ২০১৪। অক্টোবর ৯, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৭, ২০১৭ 
  4. Anuario Estadístico 2015 (পিডিএফ) (প্রতিবেদন)। INIDE। ফেব্রুয়ারি ২০১৬। পৃষ্ঠা 2, 51। ডিসেম্বর ১৫, ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১৭ 
  5. Proyecto NIC10-59044: Promoción de un Transporte Ambientalmente Sostenible para Managua Metropolitana (পিডিএফ) (প্রতিবেদন)। UNDP, Government of Nicaragua। জুলাই ২০০৮। পৃষ্ঠা 9। ২০১৬-০৫-০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২৪ 
  6. "Klimatafel von Managua (Int. Flugh.) / Nicaragua" (পিডিএফ)Baseline climate means (1961–1990) from stations all over the world (German ভাষায়)। Deutscher Wetterdienst। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭