১০ ডিসেম্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

১০ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪৪তম (অধিবর্ষে ৩৪৫তম) দিন। বছর শেষ হতে আরো ২১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ১৮১৭- মিসিসিপি ২০তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।
  • ১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।
  • ১৮৮৪- মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৮৯৮- স্পেন থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।
  • ১৯০১- আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
  • ১৯০২- তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।
  • ১৯০৩ - ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশি সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।
  • ১৯০৬- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরস্কার পান।
  • ১৯২১ - নাট্যাচার্য্য শিশিরকুমার ভাদুড়ী প্রথম ম্যাডান কোম্পানির রঙ্গালয়ে ‘আলমগীর’নাটকে নামভূমিকায় আবির্ভূত হন ও জনপ্রিয়তা অর্জন করেন।
  • ১৯৪৮- জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।
  • ১৯৬৩ -  জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭১ - সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।
  • ১৯৮৩ - রাউল আনফোন্সিনের ক্ষমতাগ্রহণের মাধ্যমে আর্জেন্টিনায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।
  • ১৯৮৮ - আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।
  • ১৯৮৯ - চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।
  • ২০০১ - সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
  • ২০০৭ - ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হন।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

  • ১১৯৮ - ইবনে রুশদ, আরব-আন্দালুসীয় দার্শনিক ছিলেন।
  • ১৮৯৬- সুইডিশ বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল।(জ.২১/১০/১৮৩৩)
  • ১৯২৬ - নিকোলা পাসিক, সার্বীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী।
  • ১৯৩৬ - লুইগি পিরান্ডেলো, নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার।
  • ১৯৫৩ - আবদুল্লাহ ইউসুফ আলী, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক। আল কুরআনের ইংরেজী অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী একজন মুসলিম ব্যাক্তিত্ব ছিলেন।
  • ১৯৬৮ - চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান।
  • ১৯৭১ - বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।
  • ১৯৮২ - ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক আলি আসগর সুরূশ।
  • ১৯৮৮ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩৩)
  • ১৯৯৫ -  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।
  • ১৯৯৮ -
    • কিরণময় সেন বাঙালি ভারতীয় স্বাধীনতা কর্মী। (জ.১৯১৪)
    • চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং।
  • ২০০১ -অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (জ.১৩/১০/১৯১১)
  • ২০০৪ - গ্যারি ওয়েব্ব, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
  • ২০১০ - জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
  • ২০১২ - ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি।

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]