হেনরি মাসগ্রোভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হ্যারি মাসগ্রোভ
১৮৯৬ সালে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালনকালে হেনরি মাসগ্রোভ (পিছনেরসারির মধ্যস্থানে)
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহেনরি হ্যারি আলফ্রেড মাসগ্রোভ
জন্ম(১৮৫৮-১১-২৭)২৭ নভেম্বর ১৮৫৮
সারবিটন, সারে, ইংল্যান্ড
মৃত্যু২ নভেম্বর ১৯৩১(1931-11-02) (বয়স ৭২)
ডার্লিংহার্স্ট, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরন
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৩৬)
১ জানুয়ারি ১৮৮৫ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১৩ ৯৯
ব্যাটিং গড় ৬.৫০ ৮.২৫
১০০/৫০ ০/০ ০/১
সর্বোচ্চ রান ৬২
বল করেছে ২৪
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ০/০ ৩/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৩ আগস্ট ২০১৯

হেনরি হ্যারি আলফ্রেড মাসগ্রোভ (ইংরেজি: Henry Musgrove; জন্ম: ২৭ নভেম্বর, ১৮৫৮ - মৃত্যু: ২ নভেম্বর, ১৯৩১) সারের সারবিটন এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ বংশোদ্ভূত প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[১] অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন হ্যারি মাসগ্রোভ নামে পরিচিত হেনরি মাসগ্রোভ

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৮৮১-৮২ মৌসুম থেকে ১৮৮৭-৮৮ মৌসুম পর্যন্ত হেনরি মাসগ্রোভের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন হেনরি মাসগ্রোভ। ১ জানুয়ারি, ১৮৮৫ তারিখে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে উইলিয়াম ব্রুস, জন ট্রাম্বল, এফি জার্ভিস, রোল্যান্ড পোপ, আলফ্রেড মার, হ্যারি মাসগ্রোভ, জ্যাক ওর‍েল, স্যাম মরিসডিগার রবার্টসনের একযোগে টেস্ট অভিষেক ঘটেছিল।[২] খেলায় তিনি ৪ ও ৯ রান তুলেন। ঐ খেলায় তার দল ১০ উইকেটের ব্যবধানে পরাজিত হয়। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ব্যবস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৮৯৬ সালে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে নিয়ে ইংল্যান্ড গমন করেছিলেন।

২ নভেম্বর, ১৯৩১ তারিখে নিউ সাউথ ওয়েলসের ডার্লিংহার্স্ট এলাকায় ৭২ বছর বয়সে হেনরি মাসগ্রোভের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Australia – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯ 
  2. "England in Australia (1884 – 1885): Scorecard of second Test"। Cricinfo। সংগ্রহের তারিখ আগস্ট ২৯, ২০১৯ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]