সোনাগাজী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°২৫′৫″ পূর্ব / ২২.৮৪৯৭২° উত্তর ৯১.৪১৮০৬° পূর্ব / 22.84972; 91.41806
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোনাগাজী
ইউনিয়ন
৭নং সোনাগাজী ইউনিয়ন পরিষদ
সোনাগাজী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সোনাগাজী
সোনাগাজী
সোনাগাজী বাংলাদেশ-এ অবস্থিত
সোনাগাজী
সোনাগাজী
বাংলাদেশে সোনাগাজী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°২৫′৫″ পূর্ব / ২২.৮৪৯৭২° উত্তর ৯১.৪১৮০৬° পূর্ব / 22.84972; 91.41806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাসোনাগাজী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

সোনাগাজী বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার একটি ইউনিয়ন

জনসংখ্যা[সম্পাদনা]

সোনাগাজী সদর ইউনিয়নে প্রায় ৩৭ হাজারেরও বেশি জনসংখ্যা বসবাস করে।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

সোনাগাজী উপজেলার দক্ষিণ-পূর্বাংশে সোনাগাজী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আমিরাবাদ ইউনিয়নমতিগঞ্জ ইউনিয়ন; পশ্চিমে সোনাগাজী পৌরসভাচর চান্দিয়া ইউনিয়ন; দক্ষিণে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নসন্দ্বীপ চ্যানেল এবং পূর্বে ফেনী নদী, চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নওসমানপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

সোনাগাজী ইউনিয়ন সোনাগাজী উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সোনাগাজী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৭নং নির্বাচনী এলাকা ফেনী-৩ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

সোনাগাজী সদর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে সরকারি / বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলে কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। এখানকার শিক্ষার্থীরা সোনাগাজী পৌর শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়, সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয় ও আজিজুল হক মায়মুন আরা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার জন্য যেতে হয়। এছাড়াও রয়েছে একটি অর্ধ-সরকারী দাখিল মাদ্রাসা।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

সোনাগাজী মুহুরী প্রজেক্ট আঞ্চলিক মহাসড়ক সহ যাতায়াতের জন্য বেশকিছু গ্রামীণ পাকা / কাঁচা-পাকা সড়ক রয়েছে, তবে কিছু কিছু এলাকার যাতায়াত ব্যবস্থা দুর্গম।

চর শাহাপুর, চর খোন্দকার, চর এলেন সহ বেশকিছু এলাকায় সড়ক অবকাঠামো নির্মাণ না হওয়ায় যাতায়াত করা খুবই কষ্টকর।

খাল ও নদী[সম্পাদনা]

বড় ফেনী নদী এবং মুহুরী নদী।

হাট-বাজার[সম্পাদনা]

মনগাজী বাজার, ভৈরব চৌধুরী বাজার সোনাগাজী সদর ইউনিয়নের বড় বাজার। ছোট বাজার গুলোর মধ্যে রয়েছে নজরুল প্রাইমারী, শাহাপুর, সুজাপুর, চরখোয়াজ।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

মুহুরী সেতু, মুহুরী প্রজেক্ট পিকনিক স্পট,বায়ূশক্তি বিদ্যুৎ কেন্দ্র, নদী ভাঙ্গন স্পট।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

ইউপি চেয়ারম্যান : উম্মে রুমা (বাংলাদেশ আওয়ামীলীগ)।

সাবেক চেয়ারম্যান : শামছুল আরেফিন ( বাংলাদেশ আওয়ামীলীগ ২০১১-২০২১)।

সাবেক চেয়াম্যান : মিজানুর রহমান মানিক (বিএনপি)।

গ্রাম সমূহ[সম্পাদনা]

  • তুলাতলী
  • ছাড়াইত কান্দি
  • শাহাপুর
  • সুজাপুর
  • চর খোয়াজ
  • চর খোন্দকার
  • চর গনেশ

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]