সৈয়দ মোহাম্মদ আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস. এম. আলী
জন্ম
সৈয়দ মোহাম্মদ আলী

৯ ডিসেম্বর ১৯২৮
মৃত্যু১৭ অক্টোবর ১৯৯৩(1993-10-17) (বয়স ৬৪)
পেশাসাংবাদিক
পরিচিতির কারণসাংবাদিক, সম্পাদক
পুরস্কারস্বাধীনতা পুরস্কার (১৯৯৫)

সৈয়দ মোহাম্মদ আলী (৯ ডিসেম্বর ১৯২৮ - ১৭ অক্টোবর ১৯৯৩)[১] হলেন একজন বাংলাদেশী সাংবাদিক ও সম্পাদক। তিনি ছিলেন এদেশের ইংরেজি সংবাদিকতার পথিকৃৎ ও ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক।[২]

জন্ম ও পারিবারিক পরিচিতি[সম্পাদনা]

মোহাম্মদ আলী ১৯২৮ সালের ৯ ডিসেম্বর,[১] মতান্তরে, ৫ ডিসেম্বর[২] তদানীন্তন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানঃ বাংলাদেশের সিলেট বিভাগের) মৌলভীবাজার মহকুমায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মোস্তফা আলী; তিনি ছিলেন তৎকালীন আইসিএস কর্মকর্তা। সৈয়দ মুর্তাজা আলী এবং সৈয়দ মুজতবা আলী ছিলেন তার চাচা।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

সৈয়দ মোহাম্মদ আলী ১৯৫০-৫১ সালে ছাত্রাবস্থায় ঢাকার ওয়ারী থেকে DACCA News নামে একটি ইংরেজি পত্রিকা বের করেন। সম্ভবত এটা ছিল এ দেশে ভারত বিভাগোত্তর প্রথম ইংরেজি পত্রিকা। জীবনের লক্ষ্য একটিই ছিল, সাংবাদিক হওয়া। একসময় লাহোরে দ্য ডেইলি পাকিস্তান টাইমস ও করাচির দ্য ডেইলি ডন পত্রিকায় কাজ করার সুযোগ পেয়ে যান। এস এম আলী পরে ১৯৬২ সালে হংকংয়ে এশিয়া ম্যাগাজিনে আসেন। তারপর দ্য ব্যাংকক পোস্টে সিনিয়র এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দ্য নিউ ন্যাশন, সিঙ্গাপুর (১৯৭১-৭২), দ্য হংকং স্ট্যান্ডার্ড (১৯৭৩-৭৫) ছিল তার কর্মক্ষেত্র। পত্রিকার এডিটোরিয়াল কলামের ওপরে ছাপা হতো Founder Editor SM Ali: ওই পত্রিকার সাপ্তাহিক ম্যাগাজিন পাতায় বের হতো তার আত্মজীবনী MY WORLD. পঞ্চাশের দশকে এ দেশে সেই সময়ের একমাত্র ভাস্কর শিল্পী নভেরা আহমদের প্রতিভা ও কর্মের ওপর এস এম আলী অবজারভারে বিস্তৃত কভারেজ দিতেন। ১৯৯১ সালের ১৪ জানুয়ারি তিনি বাংলাদেশের প্রসিদ্ধ ইংরেজি পত্রিকা দি ডেইলি স্টার প্রতিষ্ঠা করেন এবং এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্মাননা[সম্পাদনা]

এস. এম. আলীকে সাংবাদিকতায় অনন্য অবদান অবদান রাখার জন্য ১৯৯৫ সালে সাংবাদিকতায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।[৪]

মৃত্যু[সম্পাদনা]

১৯৯৩ সালের ১৭ অক্টোবর থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এস এম আলী : আজ আপনাকে বড়ই প্রয়োজন"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ৯ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭ 
  2. "The Daily Star's founding editor SM Ali's 86th birthday today"The Daily Star। ডিসেম্বর ৫, ২০১৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২, ২০১৫ 
  3. "স্ম র ণ : এস এম আলী : প্রখ্যাত সাংবাদিক"দৈনিক নয়াদিগন্ত। ১৭ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ০৯ অক্টোবর ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ[সম্পাদনা]