চলো বদলে যাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সেই তুমি থেকে পুনর্নির্দেশিত)
"চলো বদলে যাই"
সুখ অ্যালবাম থেকে
এলআরবি কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত২৪ জুন ১৯৯৩
রেকর্ডকৃত১৯৯৩
স্টুডিওঅডিও আর্ট স্টুডিও, নবাবপুর সড়ক, পুরাতন ঢাকা
ধারা
দৈর্ঘ্য০৭:১৩
লেবেলসাউন্ডট্র্যাক
গান লেখকআইয়ুব বাচ্চু
প্রযোজকআইয়ুব বাচ্চু

চলো বদলে যাই (সেই তুমি) এলআরবি ব্যান্ডের একটি জনপ্রিয় গান যেটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন আইয়ুব বাচ্চু[১] গানটি সুখ অ্যালবামের অন্তর্ভুক্ত যেটি ১৯৯৪ সালে মুক্তি পায়। গানটি বাংলাদেশ ও ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।[২] গানটিকে বাংলা ব্যান্ড সংগীতের জগতে অন্যতম সেরা গান হিসেবে ধরা হয়।[১]

গানটি অ্যাকুস্টিক গিটার এবং ড্রামের শব্দ দিয়ে শুরু হয়। প্রথম পংক্তিটি, শুরুর দশ সেকেন্ডের মধ্যে গাওয়া শুরু হয়। ইলেক্ট্রনিক যন্ত্র বাজানোর অংশটি কোরাস লাইন থেকে শুরু হয় এবং দ্বিতীয় পংক্তির আগে শেষ হয়।

লিখন[সম্পাদনা]

গানটির রেকর্ডিং পুরাতন ঢাকার নবাবপুর সড়কে অবস্থিত অডিও আর্ট স্টুডিওতে হয়। ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে আইয়ুব বাচ্চু বলেন:[১]

দিনক্ষণ ঠিক মনে নেই। তবে ১৯৯৩ সালের কোনো একদিন হবে। আমি তখন পশ্চিম মালিবাগে থাকতাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বসাতেই গানটির সৃষ্টি। আমারই লেখা। আমারই সুর করা। আমারই গাওয়া। এক লাইন লিখি আর গিটারে সুর করি। এভাবে গানটা তৈরি হয়। অবশ্য গানটি রেকর্ড করতে অনেক সময় লেগেছে। সংগীত আয়োজনে সময় লেগেছে দুই দিন। কণ্ঠ দিতে বেশি সময় লাগেনি।

গানের কথা[সম্পাদনা]

গানটির প্রথম কিছু লাইন হল:

সেই তুমি, কেন এত অচেনা হলে?
সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কীভাবে এত বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চলো বদলে যাই

অন্যদের দ্বারা ব্যবহার[সম্পাদনা]

২০১৮ সালে 'ক্রসস্টিচ' নামের একটি পাকিস্তানি পোশাক প্রতিষ্ঠান গানটির বাঁশির সংস্করণকে হুবহু নকল করে তাদের পোশাকের বিজ্ঞাপনে আবহ সংগীত হিসেবে ব্যবহার করে। অনুমতি ছাড়া গানটি ব্যবহার করার জন্য প্রতিষ্ঠানটি সমালোচিত হয়।[৩][৪][৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আইয়ুব বাচ্চুর 'সেই তুমি...'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯ 
  2. "দরজার ওপাশে..."। কালের কণ্ঠ। ১৯ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯ 
  3. "পাকিস্তানের বিজ্ঞাপনে অনুমতি ছাড়া বাচ্চুর 'সেই তুমি'"। প্রিয়.কম। ১৬ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯ 
  4. "আইয়ুব বাচ্চুর 'সেই তুমি' অনুমতি ছাড়াই পাকিস্তানি বিজ্ঞাপনে"। চ্যানেল আই অনলাইন। ১৬ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "আইয়ুব বাচ্চুর 'সেই তুমি'র নকল হল পাকিস্তানে"। সময়নিউজ। ১৬ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "অনুমতি ছাড়াই পাকিস্তানে বিজ্ঞাপনচিত্রে আইয়ুব বাচ্চুর গানের সুর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৯