সুধীর চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুধীর চক্রবর্তী
জন্ম(১৯৩৪-০৯-১৯)১৯ সেপ্টেম্বর ১৯৩৪
মৃত্যু১৫ ডিসেম্বর ২০২০(2020-12-15) (বয়স ৮৬)
নাগরিকত্বব্রিটিশ ভারতীয় (১৯৩8-১৯৪৭)
ভারতীয় (১৯৪৭-২০২০)
শিক্ষাবাংলা ভাষাসাহিত্যে স্নাতকোত্তর
মাতৃশিক্ষায়তনবি.এ কৃষ্ণনগর কলেজ, এম.এ কলকাতা বিশ্ববিদ্যালয়, পিএইচডি যাদবপুর বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, লেখক, গবেষক।
পুরস্কারআনন্দ পুরস্কার
সাহিত্য অকাদেমি
শিরোমণি পুরস্কার
আচার্য দীনেশচন্দ্র সেন পুরস্কার
নরসিংদাস পুরস্কার
সরোজিনী বসু স্বর্ণপদক
স্বাক্ষর

সুধীর চক্রবর্তী (১৯ সেপ্টেম্বর ১৯৩৪ — ১৫ ডিসেম্বর ২০২০) একজন বাঙালি অধ্যাপক, লেখক, গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ। বাংলার লোকগান, লোকভাষকে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বদুয়ারে।ঔপনিবেশিক গদ্যের ধাঁচাকে সুধীরবাবু সম্পূর্ণ রকম তার নতুন আখ্যান রচনার ধারা দিযে পাল্টে দিয়েছিলেন। প্রবন্ধ মানেই যে একটা গুরু গম্ভীর ভাব দেওয়া বিষয় এই ভাবনাটি সুধীরবাবু নিজের লাবণ্যময় আর রসাল গদ্য ভাষা দিয়ে পাল্টে দিয়েছিলেন।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

সুধীর চক্রবর্তীর জন্ম বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে ১৯৩৪ খ্রিস্টাব্দের ১৯শে সেপ্টেম্বর। তিনি তার বাবা-মায়ের নবম ও কনিষ্ঠ সন্তান ছিলেন। সেসময় জাপানি বোমার ভয়ে পরিবার নিয়ে নদিয়ার দিগনগরে তাদের গ্রামের বাড়িতে চলে যান বাবা-মা। পরে যান কৃষ্ণনগরে। ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন। ১৯৬৬ খ্রিস্টাব্দে তার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ সমাপ্ত হয়। গবেষণা করেছেন লোকধর্ম, লোকমাতা, লালন, বাংলা কাব্যগীতি, সংস্কৃতি-নৃতত্ত্ব নিয়ে।

[১] অনুসন্ধান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে বিশেষত রবীন্দ্রসঙ্গীত, লালনপন্থা, কর্তাভজা, বাউল-ফকির, সাহেবধনী, বলরামী বিষয়ে স্বীকৃত বিশেষজ্ঞ। সুধীর চক্রবর্তী নিজেকে কৃষ্ণনাগরিক হিসেবে পরিচয় দেন। বারো বছর বাংলা সংস্কৃতি ও মননের পত্রিকা ধ্রুবপদ প্রকাশ করেছেন কৃষ্ণনগর থেকে।

কর্মজীবন[সম্পাদনা]

সুধীর চক্রবর্তী বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অধ্যাপনার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, 1958 সাল থেকে 1994 সাল অব্দি মূলত সাহিত্যের অধ্যাপনা। সে কাজ থেকে অবসর গ্রহণের পরেও তিনি নানা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন ২০১১ খ্রিস্টাব্দ পর্যন্ত। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কলেজে অতিথি অধ্যাপকের কাজও করেছেন। কলকাতার ‘রবীন্দ্রনাথ টেগোর সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডিজ’-এর ভিজিটিং প্রফেসরও ছিলেন বেশ কয়েক বছর। অধ্যাপনার সাথেই চালিয়ে গেছেন লেখা ও গবেষণার কাজ এবং লিখেছেন ষাটেরও অধিক বই। তার বই "বাউল ফকির কথা"-র জন্য ২০০২ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার এবং ২০০৪ সালে পেয়েছেন সাহিত্য আকাদেমি

সাহিত্যচর্চা[সম্পাদনা]

রবীন্দ্রনাথ থেকে লালন, বাউল সংস্কৃতি থেকে গ্রাম বাংলার মৃৎশিল্প, চিত্রকলা সবকিছুই বারবার হয়ে উঠেছে তার গবেষণার বিষয়। গবেষণা ও রচনার পাশাপাশি করেছেন দীর্ঘদিন সম্পাদনার কাজও।দীর্ঘ ১২ বছর ধরে প্রকাশ করেছেন সংস্কৃতি ও মননের পত্রিকা ধ্রুবপদ।

বাংলার লোকসংস্কৃতি বিষয়ক গবেষণায় তার অবদান বিপুল। কর্তাভজা, বলাহাড়ি, সাহেবধনি প্রভৃতি উপধর্ম সম্প্রদায়ের বিশ্বাস ও তাদের গান নিয়ে লিখেছেন বেশ কিছু আকর গ্রন্থ। তার ‘ব্রাত্য লোকায়ত লালন’ গ্রন্থটিকে লালন ফকির সংক্রান্ত চর্চার একটি মাইলফলক বলে গণ্য করা হয়। বাংলার প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করেছেন বিভিন্ন লোকসম্প্রদায়ের গান। সম্পাদনা করে গ্রন্থের আকৃতি দিয়েছেন তাদের। লোকধর্ম বিষয়ে তার গবেষণার অভিজ্ঞতাকে লিপিবিদ্ধ করেছেন ‘গভীর নির্জন পথে’ গ্রন্থে।তার গ্রন্থ ‘বাউল ফকির কথা’-র জন্য ২০০২-এ পেয়েছেন আনন্দ পুরস্কার। সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন ২০০৪-এ।

রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা আধুনিক গান নিয়েও তিনি লিখেছেন ‘নির্জন এককের গান: রবীন্দ্রসঙ্গীত’ ,'রবিকররেখা' , 'এলেম নতুন দেশে ', 'গানের লীলার সেই কিনারে',প্রেমে প্রাণে গানে‘-র মতো বই।

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

  • মৌলিক গ্রন্থ  :

১. সাহেবধনী সম্প্রদায় তাদের গান, পুস্তক বিপণি, জানুয়ারি ১৯৮৫

২. গানের লীলার সেই কিনারে, অরুণা প্রকাশনী, এপ্রিল ১৯৮৫, দ্বিতীয় প্রকাশ: প্রতিভাস, জানুয়ারি ২০১৩

৩. কৃষ্ণনগরের মৃৎশিল্প ও মৃৎশিল্পী সমাজ, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতার পক্ষে কে পি বাগচী এন্ড কোম্পানী, ১৯৮৫

৪. বলাহাড়ি সম্প্রদায় আর তাদের গান, পুস্তক বিপণি, ডিসেম্বর ১৯৮৬

৫. গভীর নির্জন পথে, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, জুলাই, ১৯৮৯, দ্বিতীয় মুদ্রণ: জুলাই ২০০২, তৃতীয় মুদ্রণ: এপ্রিল ২০০৮, পঞ্চম মুদ্রণ: জুন ২০১১

৬. দ্বিজেন্দ্রলাল রায় স্মরণ বিস্মরণ, পুস্তক বিপণি, জানুয়ারি ১৯৮৯, দ্বিতীয় মুদ্রণ: এম. সি. সরকার এন্ড সনস্‌, মার্চ ২০০৮,

৭. বাংলা গানের সন্ধানে, অরুণা প্রকাশনী, ১৯৯০, দ্বিতীয় প্রকাশ: প্রতিভাস, জানুয়ারি ২০১৩

৮. সদর-মফস্বল, প্রজ্ঞা প্রকাশন, নভেম্বর ১৯৯০, দ্বিতীয় প্রকাশ: প্যাপিরাস, জানুয়ারি ২০০১,তৃতীয় প্রকাশ : প্রতিভাস ,২০১৮

৯. অগ্রদ্বীপের গোপীনাথ, আজকের সাহিত্য, ২৮ মার্চ ১৯৯২, দ্বিতীয় প্রকাশ ও মুদ্রণ: পরম্পরা, জানুয়ারি ২০১২।

১০. নির্জন এককের গান রবীন্দ্র সংগীত, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৯৯২, তৃতীয় মুদ্রণ: ২০১১

১১. বাংলা গানের চার দিগন্ত, অনুষ্টুপ, ১৯৯২, দ্বিতীয় মুদ্রণ: আগস্ট ১৯৯৮, তৃতীয় মুদ্রণ: ফেব্রুয়ারি ২০০৭, প্রতিভাস সংস্করণ: জানুয়ারি ২০১৩, বইমেলা

১২. ব্রাত্য লোকায়ত লালন, পুস্তক বিপণি, ১৯৯২, দ্বিতীয় মুদ্রণ: আগস্ট ১৯৯৮, তৃতীয় মুদ্রণ: ফেব্রুয়ারি ২০০৭

১৩. চালচিত্রের চিত্রলেখা, দে’জ পাবলিশিং, জানুয়ারি ১৯৯৩।

১৪. বাংলা ফিল্মের গান ও সত্যজিৎ রায়, প্রতিক্ষণ পাবলিকেশন প্রাইভেট লিমিটেড, জানুয়ারি ১৯৯৪, নতুন সংস্করণ: গাঙচিল, জানুয়ারি ২০০৮

১৫. লালন এবং তার সমকালীন লোকধর্ম, সূচনা কালচারাল সেন্টার, ১৯৯৪।

১৬. নির্বাস, থীমা, ১৯৯৫, নতুন সংস্করণ: গাঙচিল, মে ২০১৭

১৭. পঞ্চগ্রামের কড়চা, প্রতিক্ষণ প্রাইভেট লিমিটেড, ১৯৯৫, নতুন সংস্করণ: ঋতাক্ষর, জানুয়ারি ২০১৭।

১৮. পশ্চিমবঙ্গের মেলা ও মহোৎসব, পুস্তক বিপণি, ১৯৯৬

১৯. দেবব্রত বিশ্বাসের গান, রক্তকরবী, ১৯৯৭।

২০. লালন, প্যাপিরাস, আগস্ট ১৯৯৮,

২১. মাটি-পৃথিবীর টানে, প্রতিক্ষণ পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড, জানুয়ারি ১৯৯৯, দ্বিতীয় প্রকাশ ও মুদ্রণ: পত্রলেখা, জানুয়ারি ২০০৯।

২২. বাউল ফকির কথা, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, মার্চ ২০০১, দ্বিতীয় মুদ্রণ: সেপ্টেম্বর ২০০২, তৃতীয় মুদ্রণ ও নব প্রকাশ: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, আগস্ট ২০০৯, চতুর্থ মুদ্রণ: জুলাই ২০১২।

২৩. বাংলা গানের আলোকপর্ব, ইন্দিরা সংগীত-শিক্ষায়তন, কলকাতা, ২০০১।

২৪. গানে গানে গাওয়া, অবভাস, জানুয়ারি, ২০০৩ ।

২৫. বাংলার গৌণধর্ম সাহেবধনী ও বলাহাড়ি, পুস্তক বিপণি, পরিবর্ধিত, পরিমার্জিত ও সম্মিলিত সংস্করণ: মে ২০১৩।

২৬. রূপে বর্ণে ছন্দে, সপ্তর্ষি প্রকাশন, জানুয়ারি ২০০৩, দ্বিতীয় প্রকাশ: কারিগর, সেপ্টেম্বর ২০১১।

২৭. লেখা পড়া করে যে, দে’জ পাবলিশিং, জানুয়ারি ২০০৩ ।

২৮. গৌণধর্মে বাঙালি ও লালনপন্থা, কলকাতা, যোগী-অধিকারী সমাজ বিজ্ঞানচর্চা কেন্দ্র, ২০০৩। (অধ্যাপক নীহার কুমার সরকার স্মারক বক্তৃতা)

২৯. উৎসবে মেলায় ইতিহাসে, পুস্তক বিপণি, অক্টোবর ২০০৪ ।

৩০. ঘরানা বাহিরানা, পত্রলেখা, জানুয়ারি ২০০৬ ।

৩১. কবিতার বিচিত্রপথে, সপ্তর্ষি প্রকাশন, জুলাই ২০০৬, নতুন সংস্করণ: প্রতিভাস, জানুয়ারি ২০১৫ ।

৩২. গান হতে গানে, পত্রলেখা, জানুয়ারি ২০০৮। ৩৩. লোকায়তের অন্তরমহল, গাঙচিল, জানুয়ারি ২০০৮।

৩৪. শামুক ঝিনুক, দীপ প্রকাশন, জানুয়ারি ২০০৯ ।

৩৫. আখ্যানের খোঁজে, মিত্র ও ঘোষ পাবলিশার্স, এপ্রিল ২০০৯।

৩৬. লোকসমাজ ও লোকচিত্র, শান্তিপুর, কলাকুশলী, আগস্ট ২০০৯, নতুন সংস্করণ: পত্রলেখা, ২০১২।(লোহিতমোহন সেন স্মারক বক্তৃতা, ২০০৯) ।

৩৭. রবীন্দ্রনাথ অনেকান্ত, পত্রলেখা, জানুয়ারি ২০১০, দ্বিতীয় মুদ্রণ: জানুয়ারি ২০১১, তৃতীয় মুদ্রণ: ডিসেম্বর ২০১২, নতুন সংস্করণ: ঋতবাক জানুয়ারি ২০১২ ।

৩৮. নির্বাচিত প্রবন্ধ, পুনশ্চ, জানুয়ারি ২০১০।

৩৯. নির্জনসজনে, পত্রলেখা, জানুয়ারি ২০১১।

৪০. আলালদোস্ত সেবাকমলিনী লালন, কারিগর, জানুয়ারি ২০১১ ।

৪১. মানিনী রূপমতী কুবির গোঁসাই, কারিগর, জানুয়ারি ২০১২ ।

৪২. কবিতার খোঁজে, পত্রলেখা, জানুয়ারি ২০১২।

৪৩. দেখা না দেখায় মেশা, লালমাটি, জানুয়ারি ২০১২ ।

৪৪. সুধীর চক্রবর্তী রচনাবলি, প্রথম খণ্ড, লালমাটি, জানুয়ারি ২০১২ ।

৪৫. নির্বাচিত আখ্যান, পরম্পরা, মে ২০১২ ।

৪৬. সুধীর চক্রবর্তী রচনাবলি, দ্বিতীয় খণ্ড, লালমাটি, জানুয়ারি ২০১৩ ।

৪৭. ছড়ানো এই জীবন, লালমাটি, জানুয়ারি ২০১৩ ।

৪৮. ভদ্রজনের দৃষ্টিতে লালন ফকির, সম্পাদনা : অমলকুমার মুখোপাধ্যায়, কাউন্সিল ফর পলিটিক্যাল স্ট্যাডিজ, ৩০ এপ্রিল ২০১৩। (সপ্তদশ চন্দনকুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা।)

৪৯. সাহিত্যের লোকায়ত পাঠ, পত্রলেখা, আগস্ট ২০১৩ ।

৫০. অনেক দিনের অনেক কথা, কারিগর, আগস্ট ২০১৩, ধ্রুবপদ, ডিসেম্বর ২০১৭।

৫১. অবতলের রূপাবলি, অবতলের পদাবলি, ধ্রুবপদ, জুন ২০১৩। (লেখকের রচিত কবিতা, তরুণকান্তি সেন কর্তৃক অনূদিত, কৃষ্ণজিৎ সেনগুপ্ত-র ছবি ও সুব্রত চৌধুরীর স্কেচের যৌথ সংকলন) ।

৫২. লোকায়তের অন্য বাঁকে, সংবাদ, জানুয়ারি ২০১৪ ।

৫৩. সুধীর চক্রবর্তী রচনাবলি, তৃতীয় খণ্ড, লালমাটি, জানুয়ারি ২০১৪ ।

৫৪. প্রেমে প্রাণে গানে, প্রতিভাস, জানুয়ারি ২০১৪ ।

৫৫. রবিকররেখা, সিগনেট প্রেস, জুন ২০১৪।

৫৬. আকুল প্রাণের উৎসবে, মন্দাক্রান্তা, জুলাই ২০১৪ ।

৫৭. নিভৃত মনের ছায়া, অলকানন্দা পাবলিশার্স, জানুয়ারি ২০১৫ ।

৫৮. দ্বিরালাপ, পত্রলেখা, জানুয়ারি ২০১৫ ।

৫৯. গানের ভিতর দিয়ে, মডার্ন কলাম, জানুয়ারি ২০১৫ ।

৬০. আমার রবীন্দ্রনাথ, পরম্পরা, জানুয়ারি ২০১৫ ।

৬১. সুধীর চক্রবর্তী রচনাবলি, চতুর্থ খণ্ড, লালমাটি, বইমেলা ২০১৫ ।

৬২. লালন সাঁই কুবির গোঁসাই আর তাঁদের গান, ইন্ডিক হাউস, জানুয়ারি ২০১৫ ।

৬৩. শিল্পের খোঁজে, উদ্ভাস, রচনাকাল ২০১৪, প্রকাশ: আগস্ট ২০১৬ ।

৬৪. বিচিত্র লোকায়ত, পুস্তক বিপণি, নভেম্বর ২০১৬ ।

৬৫. শত গানের গানমেলা, প্রতিভাস, জানুয়ারি ২০১৭।

৬৬. সুধীর চক্রবর্তী রচনাবলি, পঞ্চম খণ্ড, লালমাটি, বইমেলা ২০১৭ ।

৬৭. কৃষ্ণনাগরিকের কত কথা, মিত্র ও ঘোষ, বৈশাখ ১৪২৪ ।

৬৮. শত শত গীতমুখরিত, বেঙ্গল পাবলিকেশনস্‌, মে ২০১৮ ।

৬৯. ভুবনজোড়া আসনখানি, লালমাটি, বইমেলা ২০১৮ ।

৭০.রজনীকান্ত : দ্বিধাহীন অনুভূতির চারণ, সম্পাদনা ও সংযোজন: শ্রীমান শিবশঙ্কর পাল, ধ্রুবপদ, অক্টোবর ২০১৮।

৭১. আলালদোস্ত আর তিন সহজিয়া আখ্যান, পরম্পরা, জানুয়ারি ২০১৯ ।

৭২. সংস্কৃতির লোকায়ন, পুস্তক বিপণি, বইমেলা ২০১৯ ।

৭৩. একশো গানের মর্মকথা, পুনশ্চ, জানুয়ারি ২০১৯ ।

৭৪. সুধীর চক্রবর্তী রচনাবলি, ষষ্ট খণ্ড, লালমাটি, বইমেলা ২০১৯ ।

৭৫. নূতন দেখার দেখা, পারুল, ২০১৯ ।

৭৬. এলেম নতুন দেশে, সিগনেট প্রেস, ডিসেম্বর ২০১৯।

৭৭. মেঘে মেঘে তারায় তারায়, মুদ্রা, বড়োদিন ২০১৯ ।

৭৮. চালচিত্র , হরপ্পা ,১৯ সেপ্টেম্বর ২০২১ ।

  • সম্পাদিত গ্রন্থ

১. অমৃত যন্ত্রণা : প্রেমের কবিতার সংকলন, প্রথম প্রকাশ : পূর্বমেঘ প্রকাশ ভবন, ডিসেম্বর ১৯৫৬, নতুন সংস্করণ : ফটিক জল প্রকাশনী, জানুয়ারি ২০০৩।

২. রবীন্দ্রনাথ : মনন ও শিল্প, প্রথম প্রকাশ: অচলায়তন প্রকাশনী, এপ্রিল ১৯৬১, দ্বিতীয় প্রকাশ: ধ্রুবপদ, পরিবেশক: কারিগর, ২০১১।

৩. আধুনিক বাংলা গান, পরিবেশক: প্যাপিরাস, এপ্রিল ১৯৮৮, নতুন সংস্করণ: প্রতিভাস, আগস্ট ২০১৫ ।

৪. বাংলা দেহ তত্ত্বের গান, প্রজ্ঞা প্রকাশন, ১৯৯০ জানুয়ারি, দ্বিতীয় পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ : পুস্তক বিপণি, জানুয়ারি ২০০০।

৫. দিলীপকুমার রায় : স্মৃতি বিস্মৃতির শতবর্ষ, পরিবেশক: পুস্তক বিপণি, জুলাই ১৯৯৭।

৬ বাংলার বাউল-ফকির, পুস্তক বিপণি, ডিসেম্বর ১৯৯৯, দ্বিতীয় মুদ্রণ: জানুয়ারি ২০০৯।

৭. জনপদাবলি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ২০ মে ২০০১, নতুন সংস্করণ: জানুয়ারি ২০১৮ ।

৮. যৌনতা ও সংস্কৃতি, পুস্তক বিপণি, ডিসেম্বর ২০০২ ।

৯. বরণমালিকা : দিলীপকুমার রায়ের জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি, কলকাতা, সুরকাব্য ট্রাস্ট, ২০০৩।

১০. বুদ্ধিজীবীর নোটবই, পুস্তক বিপণি, জুন ২০০৫, দ্বিতীয় মুদ্রণ : নভেম্বর ২০১১ ।

১১. নির্বাচিত ধ্রুবপদ, প্রথম খণ্ড, গাঙচিল, ফেব্রুয়ারি ২০০৭ ।

১২. দ্বিজেন্দ্রগীতি সমগ্র, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, জানুয়ারি ২০০৮।

১৩. নির্বাচিত ধ্রুবপদ, দ্বিতীয় খণ্ড, গাঙচিল, জানুয়ারি ২০০৯ ।

১৪. গবেষণার অন্দর বাহির, পুস্তক বিপণি, ২০১০ ।

১৫. মেয়েদের কথাকল্প, অক্ষর প্রকাশনী, মার্চ ২০১০ ।

১৬. নির্বাচিত ধ্রুবপদ, তৃতীয় খণ্ড, গাঙচিল, মে ২০১০ ।

১৭. নানা রবীন্দ্রনাথের মালা, পত্রলেখা, মে ২০১০ ।

১৮. নির্বাচিত ধ্রুবপদ, চতুর্থ খণ্ড, গাঙচিল, ডিসেম্বর ২০১১।

১৯ বাংলা গান অদীন ভুবন, কারিগর, আগস্ট ২০১১ ।

২০. রবীন্দ্রনাথ : বাকপতি বিশ্বমনা, রবীন্দ্রনাথ ঠাকুর মানবপ্রকর্ষ চর্চা কেন্দ্র, কলকাতা, (পরিবেশক : কারিগর) প্রথম খণ্ড, মে ২০১১।

২১. রবীন্দ্রনাথ : বাকপতি বিশ্বমনা, রবীন্দ্রনাথ ঠাকুর মানবপ্রকর্ষ চর্চা কেন্দ্র, কলকাতা, (পরিবেশক : কারিগর) দ্বিতীয় খণ্ড, আগস্ট ২০১১।

২২. নির্বাচিত ধ্রুবপদ, পঞ্চম খণ্ড, গাঙচিল, ফেব্রুয়ারি ২০১৩ ।

২৩. নির্বাচিত ধ্রুবপদ, ষষ্ঠ খণ্ড, গাঙচিল, জানুয়ারি ২০১৪ ।

২৪. দিলীপকুমার রায় : এক উপেক্ষিত বাঙালি, আদম, ২৫ বৈশাখ ১৪২৩ ।

  • সম্পাদিত পত্রিকা :

সুধীর চক্রবর্তী-র সম্পাদনায় ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত প্রকাশিত হয়েছিল বার্ষিক পত্রিকা ‘ধ্রুবপদ’-এর বারোটি বিশেষ সংখ্যা। এখানে সংখ্যাগুলির বিষয়-নাম উল্লেখ করা হল:

১. দিলীপকুমার রায় ও অমিয়নাথ সান্যাল জন্মশতবর্ষ, ১৯৯৬।

২. বাংলার বাউল-ফকির, ১৯৯৭।

৩. বাংলা গান, ১৯৯৯।

৪. বুদ্ধিজীবীর নোটবই, ২০০০।

৫. যৌনতা ও সংস্কৃতি, ২০০১।

৬. দৃশ্যরূপ, ২০০২।

৭. অভিজ্ঞতা, ২০০৩ ।

৮. রবীন্দ্রনাথ, ২০০৪।

৯. নারীবিশ্ব, ২০০৫।

১০. পথের পাঁচালী, ২০০৬।

১১. অন্যরকম বাঙালি, ২০০৭।

১২. গবেষণার অন্তরমহল, ২০০৮।

পুরস্কার[সম্পাদনা]

সারাজীবনে বহু পুরস্কারের সম্মানিত হয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হল -

  • শিরোমণি পুরস্কার (১৯৯৩)
  • আচার্য দীনেশচন্দ্র সেন পুরস্কার (১৯৯৫-৯৬)
  • দিল্লি বিশ্ব বিদ্যালয়ের নরসিংদাস পুরস্কার (১৯৯৬) 'পঞ্চগ্রামের করচার ' জন্য ।
  • কলকাতা বিশ্ব বিদ্যালয়ের সরোজিনী বসু স্বর্ণপদক (২০০২)
  • আনন্দ পুরস্কার(২০০২) ’বাউল ফকির কথা’র জন্য
  • সাহিত্য অকাদেমি(২০০৪) ’বাউল ফকির কথা’র জন্য
  • এশিয়াটিক সোসাইটির বিমানবিহারী পুরস্কার
  • বিদ্যাসাগর পুরস্কার (2018)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সুধীর চক্রবর্তী। "কোথায় গেল সে সব আশ্চর্য পড়শিরা"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারী ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]