সিদ্ধিরগঞ্জ থানা

স্থানাঙ্ক: ২৩°৪১′ উত্তর ৯০°৩১′ পূর্ব / ২৩.৬৮৩° উত্তর ৯০.৫১৭° পূর্ব / 23.683; 90.517
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিদ্ধিরগঞ্জ
থানা
সিদ্ধিরগঞ্জ বাংলাদেশ-এ অবস্থিত
সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জ
বাংলাদেশে সিদ্ধিরগঞ্জ থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪১′ উত্তর ৯০°৩১′ পূর্ব / ২৩.৬৮৩° উত্তর ৯০.৫১৭° পূর্ব / 23.683; 90.517 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
সরকার
 • মহানাগরিকসেলিনা হায়াত আইভি
আয়তন
 • মোট২২.৭১ বর্গকিমি (৮.৭৭ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২,৫৬,৭৬০
 • জনঘনত্ব১১,০০০/বর্গকিমি (২৯,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৪৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

সিদ্ধিরগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি থানা। সিদ্ধিরগঞ্জ  বাংলাদেশের অন্যতম এক ঐতিহাসিক শিল্পনগরী মুঘল  আমলেরও পূর্বে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ  সদর , কদমরসুল  বাণিজ্যিক অঞ্চল এবং আন্তর্জাতিক নদীবন্দর ছিল নরসিংদীর টোকবর্গী থেকে মুন্সীগঞ্জের মোহনা পর্যন্ত দীর্ঘ ৬৫ মাইল শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া  কোম্পানি এ অঞ্চলকে আধুনিক শিল্প বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ১৮৭৬ সালের ৮ সেপ্টেম্বর লক্ষ্যা নদীর পূর্ব পাড় কদমরসুল, বন্দর ও মদনগঞ্জ এবং পশ্চিম পাড়ের মোট ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা ঘোষণা দেয়া হয়। প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন মি. এইচটি ইউলসন।[১]

অবস্থান[সম্পাদনা]

রাজধানী ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জ মহানগরীর একটি থানা সিদ্ধিরগঞ্জ।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

নারায়ণগঞ্জ-৪ আসন মোট দশটি ওয়ার্ড নিয়ে গঠিত সিদ্ধিরগঞ্জ থানা, যা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।

ওয়ার্ড নং এলাকা সীমানা আয়তন জনসংখ্যা
০১ পাইনাদী (পূর্ব), মিজমিজি বাতান পাড়া উত্তরে- ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দক্ষিণে-তিতাস গ্যাস লাইন, পূর্বে- নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক, পশ্চিমে- ধনুহাজী রোড ৩.৭০ বর্গ কিলোমিটার ৩৬,৫৯২ জন
০২ পাইনাদী (পশ্চিম), মিজমিজি (দক্ষিণ পাড়া), মিজমিজি (পশ্চিম পাড়া), মিজমিজি (সাহেব পাড়া) উত্তরে- ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দক্ষিণে-পানি উন্নয়ন বোর্ডের ক্যানাল পাড়/উত্তর কদমতলি, পূর্বে- ধনুহাজী রোডের পশ্চিম পাড়, পশ্চিমে- ফতুল্লাহ্‌ থানার ভূইগড় মৌজা ৩.৫০ বর্গ কিলোমিটার ২৫,৫৮৫ জন
০৩ নিমাই কাশারি, নয়া আটি, বাগমারা, সানার পাড় উত্তরে- ঢাকা জেলার ডগাইর ও জোকা মৌজা, দক্ষিণে-ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, পূর্বে- নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক, পশ্চিমে- ঢাকা জেলার ডগাইর মৌজা ২.১০ বর্গ কিলোমিটার ৩৫,৯৪৭ জন
০৪ শিমরাইল, আটি, উত্তর আজিবপুর উত্তরে- ঢাকা জেলারজোকা মৌজা, দক্ষিণে-আজিবপুর রোড (শীতলক্ষ্যা নদী পর্যন্ত), পূর্বে- শীতলক্ষ্যা নদী, পশ্চিমে- নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক ৩.৬৫ বর্গ কিলোমিটার ২৩,৩৮৫ জন
০৫ দক্ষিণ আজিবপুর, সিদ্ধিরগঞ্জ পূর্ব কলাবাগ, সিদ্ধিরগঞ্জ পশ্চিম কলাবাগ, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, সিদ্ধিরগঞ্জ সাইলো উত্তরে-সিদ্ধিরগঞ্জ রেল লাইনের দক্ষিণাংশ শীতলক্ষ্যা নদী পর্যন্ত

দক্ষিণে-আদমজী ইপিজেড

পূর্বে-শীতলক্ষ্যা নদী

পশ্চিমে-নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক

২.০৯ বর্গ কিলোমিটার ১৮,৪২১ জন
০৬ শুমিলপাড়া (আদমজী ই পি জেড সহ), বাগপাড়া, মন্ডলপাড়া উত্তরে-সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র

দক্ষিনে-বাড়ৈ পাড়া

পূর্বে-শীতলক্ষ্যা নদী

পশ্চিমে-নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক

৩.১৭ বর্গ কিলোমিটার ২৫,১০০ জন
০৭ কদমতলি উত্তরপাড়া, কদমতলি দক্ষিণ পাড়া, নয়া পাড়া উত্তরে-তিতাস গ্যাস লাইন

দক্ষিনে-নয়াপাড়া সড়ক পর্যন্ত

পূর্বে-নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক

পশ্চিমে-জালকুড়ি মৌজা

২.৬২ বর্গ কিলোমিটার ২১,৮৮৮ জন
০৮ ভূঁইয়াপাড়া, আরাম্বাগ, টাকখানা, বাড়ইপাড়া, এনায়েতনগর, ধনকুন্ডা উত্তরে-বাঘপাড়া, ধনকুন্ডা সম্পূর্ণ মৌজা এবং নয়াপাড়া সড়ক

পর্যন্ত

দক্ষিনে-পাঠানতলী, নতুন আইলপাড়া, নারায়ণগঞ্জ টেকনিক্যাল

স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার উত্তর পার্শ্ব পর্যন্ত

পূর্বে-২ নং ঢাকেশ্বরী কটন মিলস, আরামবাগ, রসুলবাগ ,

বাঘপাড়া, মীরপাড়া, চিত্তরঞ্জন কটন মিলস, আজিম মার্কেট

কো-অপারেটিভ ও পাঠানতলী

পশ্চিমে-জালকুড়ি মধ্যপাড়া এবং ফতুল্লা ও কুতুবপুর উনিয়নের পূর্ব পার্শ্ব

৩.৪৩ বর্গ কিলোমিটার ১০,৫৬৮ জন
০৯ জালকুড়ি পশ্চিম পাড়া, জালকুড়ি মধ্য পাড়া, জালকুড়ি উত্তর পাড়া

উত্তরে-সিদ্ধিরগঞ্জ মৌজা

দক্ষিনে-ফতুল্লা থানাধীন কুতুবপুর ও হাজীগঞ্জ মৌজা

পূর্বে-কদমতলী দক্ষিণ, নয়াপাড়া, ধনকুন্ডা, তালতলা, এনায়েতনগর

পশ্চিমে-ফতুল্লা থানাধীন কুতুবপুর উনিয়নের পূর্ব পার্শ্ব

৬.১০ বর্গ কিলোমিটার ২৭,১৩৮ জন

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছে ৩টি বেসরকারি ও ১টি সরকারি কলেজ, ১২টি সরকারি উচ্চ বিদ্যালয়, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি সরকারি মাদ্রাসা, ২টি ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট, ১টি সার্ভে ইন্সটিউট।

অর্থনীতি[সম্পাদনা]

পৃথিবীর বৃহত্তর জুট মিল আদমজী জুট মিল(বর্তমানে বন্ধ) ছিল এই থানার অন্তর্ভুক্ত। আদমজী পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে এটা বাংলাদেশর অন্যতম রপ্তানিকারক বাণিজ্য এলাকায় (AEPZ) পরিণত হয়।

বিবিধ[সম্পাদনা]

৩ নং ওয়ার্ড এর ভূমি অফিসের ঠিকানা নাম জারী করার জন্য ৯নং ওয়ার্ডের (জালকুড়ি) দশপাইপ এলাকায় তৈরী হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম এক ঐতিহাসিক শিল্পনগরী"Siddhirganjh.com। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]