সাহেবগঞ্জ জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহেবগঞ্জ জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে সাহেবগঞ্জের অবস্থান
ঝাড়খণ্ডে সাহেবগঞ্জের অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগসাঁওতাল পরগণা
সদরদপ্তরসাহেবগঞ্জ
সরকার
 • লোকসভা কেন্দ্ররাজমহল
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট২,০৬৩ বর্গকিমি (৭৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,৫০,৫৬৭
 • জনঘনত্ব৫৬০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৫৩.৭৩ শতাংশ[১]
 • লিঙ্গানুপাত৯৫২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
রাজমহল পর্বত

সাহেবগঞ্জ জেলা ঝাড়খণ্ডের, রাজ্যের ২৪টি জেলার একটি। জেলাটির সদরদপ্তর ও বড় শহর সাহেবগঞ্জ। জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত।

মহকুমা[সম্পাদনা]

সাহেবগঞ্জ জেলা মোট দুটি মহকুমায় বিভক্ত যথাঃ সাহেবগঞ্জ মহকুমা এবং রাজমহল মহকুমা। মহকুমাগুলি আবার নটি সমষ্টি উন্নয়ন ব্লকে বিভক্ত যেগুলি হলো

সাহেবগঞ্জ মহকুমা[সম্পাদনা]

সাহেবগঞ্জ, মান্দরো, বোরিও ও বারহাইট

রাজমহল মহকুমা[সম্পাদনা]

তালঝাড়ী, রাজমহল, উদুয়া, পাথনা ও বাঢ়ারুয়া[২]

অর্থনীতি[সম্পাদনা]

সাহেবগঞ্জ জেলা অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে। সাহেবগঞ্জ ভারতের ২৫০টি অতি-অনুন্নত জেলাগুলির একটি।

জনসংখ্যাতত্ত্ব[সম্পাদনা]

২০১১ সালে ভারতের আদমশুমারি অনুযায়ী সাহেবগঞ্জ জেলার জনসংখ্যা ১,১৫০,০৩৮ জন[৩] যা তিমোর লেস্ট রাষ্ট্রের সমান।[৪] অথবা যুক্তরাষ্ট্রের রাষ্ট্র রোড আইল্যান্ডের সমান।[৫] জনসংখ্যার ভিত্তিতে সাহেবগঞ্জ জেলা ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৪০৭ম। [৬] জেলার জনঘনত্ব ৭১৯ জন প্রতি বর্গকিলোমিটার (১,৮৬০ জন/বর্গমাইল)।[৬] জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ পর্যন্ত ২৩.৯৬।[৬] সাহেবগঞ্জের লিঙ্গানুপাত প্রতি ১০০০ পুরুষে ৯৪৮ জন নারী[৬] এবং গড় শিক্ষার হার ৫৩.৭৩% যা ভারতের গড় শিক্ষা হার ৫৯.৫%-এর চাইতে কম। [৬]

ভাষা[সম্পাদনা]

২০১১ অনুযায়ী বিভিন্ন ভাষাসমূহ[৭]

  বাংলা (২৮.৮৬%)
  হিন্দী (২৬.৩৩%)
  সাঁওতালি (২১.৮৬%)
  খোরঠা (১১.৪২%)
  উর্দু (৬.৩৩%)
  মালতো (৩.৬৯%)
  কুরুখ/ওরাওঁ (০.৬৯%)
  অন্যান্য (০.৮২%)

সাহেবগঞ্জ জেলার সংখ্যাগরিষ্ঠ ভাষা হল বাংলা (২৮.৮৬%)। বাংলা ছাড়াও ২৬.৩৩% মানুষ হিন্দি ও ২১.৮৬% মানুষ সাঁওতালি ভাষায় কথা বলেন। এই জেলার সরকারি ভাষা হল হিন্দি।

==ধর্ম==ইসলাম ৩৮.৪৫ হিন্দু ৫২.৫৬ খ্রিষ্টান ২.৬৭ বৌদ্ধ ০.৫৮ অনন্যা ৫.৭৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "District-specific Literates and Literacy Rates, 2011"। Registrar General, India, Ministry of Home Affairs। সংগ্রহের তারিখ ২০১১-১২-১১ 
  2. "জেলা পরিলেখ"২০১১ আদমশুমারি। সাহেবগঞ্জ জেলা প্রশাসন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬ 
  3. "জেলা আদমশুমারি ২০১১"। Census2011.co.in। ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৩ 
  4. ইউএস ডাইরেক্টর অব ইন্টেলিজেন্স। "কান্ট্রি কম্প্যারিজন:জনসংখ্যা"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৩Timor-Leste 1,177,834 July 2011 est. 
  5. "২০১০ বসবাসকারী জনসংখ্যার তথ্য"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৩Rhode Island 1,052,567 
  6. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১ 
  7. http://www.censusindia.gov.in/2011census/C-16.html