সহস্রাব্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার্চিল সহস্রাব্দ পাথর

এক সহস্রাব্দ হল এক হাজার বছরের সময়কাল৷[১] এটি মূলত এক হাজার বছরের সময়কে বুঝায়, বর্ষপঞ্জিতে যা সাধারণত ১ থেকে শুরু হয় এবং এক হাজার বছর পর এর সমাপ্তি ঘটে। এই শব্দটি যে কোন তারিখের শুরু থেকে এর কালান্তরকেও বুঝিয়ে থাকে।

ব্যুৎপত্তি[সম্পাদনা]

ইংরেজিতে একে মিলেনিয়াম বা (Millennium) বলে। ইংরেজি শব্দ মিলেনিয়াম ল্যাটিন mille, হাজার, এবং annus, বছর থেকে এসেছে। বাংলাতেও শব্দটি সংস্কৃত 'সহস্র' (হাজার) ও 'অব্দ' (বছর) এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Millennium | Definition of Millennium by Oxford Dictionary on Lexico.com also meaning of Millennium"Lexico Dictionaries | English (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০