সবার উপরে তুমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সবার উপরে তুমি
ভিসিডি কভার
পরিচালকএফ আই মানিক
প্রযোজককিশোর শাহ
রচয়িতাছটকু আমহেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারদেবেন্দ্রনাথ
আলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকমোস্তফা কামাল
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
পরিবেশককৃষান চলচ্চিত্র
মুক্তি
  • ১৩ নভেম্বর ২০০৯ (2009-11-13) ( বাংলাদেশ)
  • ১৭ সেপ্টেম্বর ২০১০ (2010-09-17) (ভারত)
স্থিতিকাল১৫০ মিনিট
দেশবাংলাদেশ
ভারত
ভাষাবাংলা

সবার উপরে তুমি[১] হচ্ছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্দো-বাংলা যৌথ প্রযোজনার প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এফ আই মানিক। চলচ্চিত্রটিতে প্রধাণ চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানস্বস্তিকা মুখোপাধ্যায়। পাশাপাশি পার্শ্বচরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জী, উজ্জ্বল, সুচরিতা, মিশা সওদাগর সহ আরও অনেকে। এটি ভারতে আমার ভাই আমার বোন শিরোনামে মুক্তি পায়।[২] চলচ্চিত্রটি পরবর্তীতে হ্যালো জিন্দেগী শিরোনামে হিন্দি ভাষায় ডাবিং সংস্করণ মুক্তি দেয়া হয়। চলচ্চিত্রটি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

ছবিটিতে মি, চৌধুরী (উজ্জল) হল একজন ব্যবসায়ী যিনি তার পরিবার নিয়ে বসবাস করছেন স্ত্রী মমতা (সুচরিতা) এবং সন্তানদের মধ্যে (রাহুল) শাকিব খান, রিয়া। শুরুতে একটি দুর্ঘটনায় তার জীবন পরিবর্তন হয়ে যায়। মমতা দুর্ঘটনা সহ্য করতে পারে না এবং একটি মানসিক এসাইলাম মধ্যে ভর্তি করা হয়। রাহুল ও রিয়া জনাব চৌধুরী এর বোন এর ষড়যন্ত্র করে তাদের বাড়ি থেকে বের করে দেন। জনাব চৌধুরী, যদিও তার পরিবার হারিয়েছিলেন। এমন অবস্থায়, রাহুল ও রিয়া তাদের জীবনে সংগ্রাম শুরু করেন। এভাবে ধীরে ধীরে রাহুল ও রিয়া বড় হয়ে ওঠে এবং রাহুলকে বিপ্লব বাবু ড্রাইভার হিসেবে চাকরি দেন। মিথিলা (স্বস্তিকা মুখোপাধ্যায়) হল বিপ্লব (ভিক্টর ব্যানার্জীর) একমাত্র সন্তান। মিথিলা প্রথমে রাহুলকে তার আচরনের জন্য ভালো লাগে নি, কিন্তু পরবর্তীতে তাকে ভালবেসে ফেলে। মিথিলা রাহুলকে তার নিজের ব্যবসা স্থাপন করতে অনেক সাহায্য করে। পরিশেষে, রাহুল সফল হয়ে ওঠেন এবং তার শুভাকাঙ্খীদের সাহায্যে, তিনি তার বাবাকে খুজে পান। এই ভাবে, সবকিছু একটি সুখী পরিবারে মিলিত হয়ে গল্পটি ইতি টানে।

অভিনয়[সম্পাদনা]

কুশলীব[সম্পাদনা]

  • প্রযোজক: কিশোর শাহ
  • কাহিনীকার: ছটকু আহমেদ
  • চিত্রনাট্যকার: ছটকু আহমেদ
  • পরিচালক: এফ আই মানিক
  • লিপি: মোহাম্মদ রফিকুজ্জামান
  • সংলাপ: ছটকু আমহেদ
  • চিত্রগ্রাহক: মোস্তফা কামাল
  • সম্পাদক: তৌহিদ হোসেন চৌধুরী
  • সঙ্গীত: দেবেন্দ্রনাথ, আলাউদ্দিন আলী
  • পরিবেশক: কিষান চলচ্চিত্র লিমিটেড

সঙ্গীত[সম্পাদনা]

সবার উপরে তুমি
দেবেন্দ্রনাথ
আলাউদ্দীন আলী
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ২০০৯(বাংলাদেশ)
ঘরানাসাউন্ডট্র্যাক/ছবি
প্রযোজকঈগল মিউজিক

সবার উপরে তুমি'র সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথা (ভারত) এবং আলাউদ্দীন আলী (বাংলাদেশ)

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

নম্বর গান শিল্পী অভিনেতারা উল্লেখযোগ্য
মেম সাহেব নন্দীনি[৩] শাকিব খান এবং স্বস্তিকা মুখোপাধ্যায়
তুমি এমনি একজন শাকিব খান এবং স্বস্তিকা মুখোপাধ্যায়
আমার এক হাতে সূর্য্য
পাগড়ী মাথায় পরে সোনু নিগম শাকিব খান
কিসের শাহরুখ কিসে সালমান কাবিলা এবং নাসরিন
কে তুমি সেই

হোম মিডিয়া[সম্পাদনা]

সবার উপরে তুমি'র কপিরাইট স্বত্ব্ জি-সিরিজ পায় এবং তারা বাংলাদেশের ভিসিডি-ডিভিডি প্রকাশ দেন। এছাড়াও ভারতে কপিরাইট স্বত্ত্ব পায় এনজেল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sobar Upore Tumi"। ২ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪ 
  2. "Amar Bhai Amar Bon"। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪ 
  3. "Mem saheb nondini"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯