শ্যাতু দিফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্যাতু দিফ
শ্যাতু দিফ এবং পিছনে মার্সাই

শ্যাতু দিফ (ফরাসি: Château d'If) মূলত একটি দূর্গ যা একসময় দ্বিপান্তর কারাগার হিসেবে ব্যাবহার করা হত। এটি মার্সাই এর উপকূলে ইল দিফ বা ইফ এর দ্বীপে অবস্থিত, যা ফ্রান্সের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। আলেক্সঁদ্র দ্যুমা রচিত দ্যা কাউন্ট অফ মন্টি ক্রিস্টো উপন্যাসের জন্য বহুল পরিচিত।

দ্বীপ[সম্পাদনা]

শ্যাতু দিফ বা ইল দিফ এর আয়তন ৩ হেক্টর (০.০৩ কিমি)। মার্সাই এর পুরানো বন্দরের পশ্চিম দিকে এর অবস্থান। এটি একটি সুসজ্জিত শক্তিশালী দূর্গ। [১]

দূর্গ[সম্পাদনা]

১৬৮২ স্কেল মডেল

শ্যাতুটি বর্গাকৃতির ও প্রতিটি দিক হতে তিন তলা বিশিষ্ট ২৮ মি (৯২ ফু)। তিন পাশে তিনটি কামান সহ মিনার রয়েছে। এই দূর্গটির নির্মান কাল ১৫২৪-৩১ খ্রিস্টাব্দ যা ফ্রান্সিস-I রাজার সময় নির্মিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল সমুদ্র পথে আগত শত্রুর মোকাবেলা করা। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ""লোনলি প্লানেট গাইড টু মার্সাই""। Lonelyplanet.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৫ 
  2. "মার্সাই পর্যটন দপ্তর"। Marseille-tourisme.com। ২০১৪-০৪-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৫