শিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মন্ত্রণালয় রূপরেখা
গঠিত১৯৭১ (1971)
যার এখতিয়ারভুক্তগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সদর দপ্তরশিক্ষা মন্ত্রণালয়
ঢাকা-১০০০, বাংলাদেশ
কর্মী২১৯[১]
বার্ষিক বাজেট৮১ হাজার ৪৪ কোটি টাকা (২০২১-২২)
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
মন্ত্রণালয় নির্বাহী
ওয়েবসাইটmoedu.portal.gov.bd
শিক্ষা ভবন

শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা পরবর্তী মাধ্যমিক খাতের জন্যে অগ্রগামী নীতি পরিকল্পনা এবং উন্নয়নে সংশ্লিষ্ট প্রশাসন। এই মন্ত্রণালয় মূলত মাদ্রাসা, কারিগরি এবং বৃত্তিমূলক (ভকেশনাল) শিক্ষা পদ্ধতিসহ অন্তর্ভুক্ত দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে। এটি দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা ও প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে আইন, বিধি ও প্রবিধান প্রচলন করে।[২]

বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে ৬১ হাজারেরও বেশি মাধ্যমিক বিদ্যালয়/মহাবিদ্যালয়/মাদ্রাসা এবং ৩৭টি সরকারি ও ৯০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আওতাধীন রয়েছে।[২]

আওতাধীন বিভাগসমূহ[সম্পাদনা]

যে সকল বিভাগসমূহ এই মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছে–

  1. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
  2. কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ

বাজেট[সম্পাদনা]

২০১৩-২০১৪ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ে মোট বণ্টনকৃত রাজস্ব বাজেটের পরিমাণ ছিলো ১০০৭৯.২৩ মিলিয়ন যা মোট জাতীয় বণ্টনের ৭.৩৯%।[৩]

রাজস্ব বাজেট
অর্থবছর জাতীয় বণ্টন
(মিলিয়ন)
শিক্ষা মন্ত্রণালয়ে মোট বণ্টন
(জাতীয় বণ্টনের % হারে) (মিলিয়ন)
২০০১-২০০২ ২২৬৯২.০০ ২৩১১.০০ (১০.১৮%)
২০০২-২০০৩ ২৫৩০৭.০০ ২৪৯৪.০০ (৯.৮৫%)
২০০৩-২০০৪ ২৮৯৬৯.০০ ২৬০৭.০০ (৯.০০%)
২০০৪-২০০৫ ৫০৯০৩.১১ ৩২৬৭.৯৩ (৬.৪২%)
২০০৫-২০০৬ ৫৬১৫৪.৬৭ ৪৮৫৯.০০ (৪.৬৫%)
২০০৬-২০০৭ ৪৫৪১০.০০ ৪৭১৮.৯৭ (১০.৩৯%)
২০০৭-২০০৮ ৫৩৮৪৬.০০ ৫১৭৯.০১ (৯.৬২%)
২০০৮-২০০৯ ৬৭৬০৩.০০ ৫৭৫৩.৬৮ (৮.৫১%)
২০০৯-২০১০ ৭৮১৩৬.০০ ৭৫৪০.৮৭ (৯.৬৫%)
২০১০-২০১১ ৮৭২৮৫.০০ ৮৪৫১.৭২ (৯.৩৯%)
২০১১-২০১২ ১০৪২৩৪.০০ ৮৬৭৩.৮৬ (৮.৩২%)
২০১২-২০১৩ ১১২৯০০.০০ ৯৩০১.৩১ (৮.২৩%)
২০১৩-২০১৪ ১৩৬৩৮৩.০০ ১০০৭৯.২৩ (৭.৩৯%)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাংগঠনিক কাঠামো"। শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ জুন ২১, ২০১৪ 
  2. "সংক্ষিপ্ত বিবরণ"। শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৪ 
  3. "শিক্ষা ও উন্নয়ন বাজেট"। শিক্ষা মন্ত্রণালয়। ২০১৪। সংগ্রহের তারিখ জুন ২১, ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]