লেসলি ভ্যালিয়ান্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেইসলী গ্যাব্রিয়েল ভ্যালিয়েন্ট
Leslie Valiant in 2005 (photo from MFO)
জন্ম (1949-03-28) ২৮ মার্চ ১৯৪৯ (বয়স ৭৪)
জাতীয়তাযুক্তরাজ্য
মাতৃশিক্ষায়তনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ইম্পেরিয়াল কলেজ লন্ডন
University of Warwick
পরিচিতির কারণValiant–Vazirani theorem
পুরস্কারটুরিং পুরস্কার (২০১০)
EATCS Award (2008)
Knuth Prize (1997)
Nevanlinna Prize (1986)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত
কম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
কার্নেগী মেলন ইউনিভার্সিটি
ডক্টরাল উপদেষ্টাMike Paterson
ডক্টরেট শিক্ষার্থীMark Jerrum
Michael Kearns
Dan Roth
Rocco Servedio

লেইসলী গ্যাব্রিয়েল ভ্যালিয়েন্ট (জন্ম: ২৮ মার্চ, ১৯৪৯) একজন খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের উপরে কাজ করে থাকেন। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন পুরস্কারের পাশাপাশি ২০১০ সালের এসিএম প্রদত্ত টুরিং পুরস্কার পান।

জীবনী[সম্পাদনা]

তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ, ইম্পেরিয়াল কলেজ লন্ডনে পড়াশোনা করেন। তিনি ১৯৭৪ সালে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা শুরু করেন। হার্ভার্ডে যোগদানের পূর্বে তিনি কার্নেগী মেলন ইউনিভার্সিটি, লীডস বিশ্ববিদ্যালয়এডিনবরা বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন।

কর্মজীবন[সম্পাদনা]

গবেষণা[সম্পাদনা]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহি:সংযোগ[সম্পাদনা]