লুইস ড্রেসার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুইস ড্রেসার
Louise Dresser
লুইস ড্রেসার
জন্ম
লুইস জোসেফিন কার্লিন

(১৮৭৮-১০-০৫)৫ অক্টোবর ১৮৭৮
মৃত্যু২৫ এপ্রিল ১৯৬৫(1965-04-25) (বয়স ৮৬)
উডল্যান্ড হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক সেমেটারি, গ্লেনডেল, ক্যালিফোর্নিয়া
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯২২-১৯৩৭
দাম্পত্য সঙ্গীজ্যাক নরওয়ার্থ
(বি. ১৮৯৯; বিচ্ছেদ. ১৯০৭)

জ্যাক গার্ডনার
(বি. ১৯০৮; মৃ. ১৯৫০)

লুইস ড্রেসার (ইংরেজি: Louise Dresser; জন্ম: লুইস জোসেফিন কার্লিন,[১] ৫ অক্টোবর ১৮৭৮ - ২৪ এপ্রিল ১৯৬৫) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী।[২] তিনি নির্বাক চলচ্চিত্র আ শিপ কামস ইন (১৯২৮)-এ অভিনয় করে একাডেমি পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ড্রেসার ১৮৭৮ সালের ৫ই অক্টোবর ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইভান্সভিল শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম লুইস জোসেফিন কার্লিন। তার পিতা উইলিয়াম কার্লিন ও মাতা ইডা। তার পিতা রেলের প্রকৌশলী ছিলেন, যিনি ড্রেসারের যখন ১৬ বছর বয়স তখন মারা যান। পিতার মৃত্যুর পর তিনি ভডেভিল মঞ্চে অভিনয় শুরু করেন।[৩] ১৮৯৮ সালে তিনি সুরকার ও অভিনেতা জ্যাক নরওয়ার্থকে বিয়ে করেন। তারা একত্রে ভডেভিলে কাজ করতেন। ভডেভিল হতে ড্রেসার প্রতি সপ্তাহে ১,৭৫০ মার্কিন ডলার পারিশ্রমিক পেতেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Green Book Magazine"স্টোরি-প্রেস অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। স্টোরি-প্রেস অ্যাসোসিয়েশন। : ৫২৩। ১৯১৩। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮ 
  2. "The Green Book Magazine" (ইংরেজি ভাষায়)। মিশিগান: স্টোরি-প্রেস অ্যাসোসিয়েশন। ১৯১৬। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮ 
  3. স্টাডেলি, টমাস। "Portrait of the actress Louise Dresser by Thomas Staedeli"সাইরানোস (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮ 
  4. কিবলার, এম. অ্যালিসন। "Louise Dresser"জিউইশ উইমেন আর্কাইভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]