রেডিও স্বাধীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেডিও স্বাধীন
প্রচারের স্থানঢাকা
সম্প্রচার এলাকা বাংলাদেশ (এফএম)
স্লোগানজেগে ওঠো
ফ্রিকোয়েন্সি৯২.৪ এফএম
ঢাকা
ভাষাবাংলা
ওয়েবসাইটRadioshadhin.fm

রেডিও স্বাধীন ব্যক্তিমালিকানাধীন এফএম রেডিও স্টেশন। এর প্রচার তরঙ্গ ৯২.৪ এফএম। ২০ মার্চ ২০১৩ ঢাকার, বনানীর এশিয়াটিক সেন্টারে রেডিও স্বাধীনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।[১]

প্রথম সম্প্রচার[সম্পাদনা]

অনুষ্ঠানমালা[সম্পাদনা]

রেডিও স্বাধীনের সারাদিনের অনুষ্ঠানগুলো ভাগে নয়টি ভাগে করা। ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত ‘ক্যাফেইন’, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ‘হুইলস’, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘শ্রেয়সী’, বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ‘বস ব্রেক’, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘জেন’, ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ‘বোমবাস্টিক’, রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘ক্যারাভান’, রা ১১টা থেকে ‘আনকাট স্বাধীন’ এবং রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘ড্রিম’।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৯২.৪ ফ্রিকোয়েন্সি মডিউলেশনে রেডিও স্বাধীন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। মার্চ ২১, ২০১৩। সংগ্রহের তারিখ মার্চ ২৬, ২০১৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]