রে অব লাইট (গান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"রে অব লাইট"
ম্যাডোনা এর একক
রে অব লাইট অ্যালবাম থেকে
বি-সাইড"হ্যাস টু বি"
মুক্তি৬ মে ১৯৯৮
ফরম্যাট
  • সিডি
  • Maxi
  • ভিডিও
  • গ্রামোফোন রেকর্ড
  • ১২"
ধরনইলেক্ট্রনিক ডান্স
সময়৫:২১
লেবেল
  • Maverick
  • ওয়ার্নার ব্রোস
প্রযোজক
  • ম্যাডোনা
  • উইলিয়াম অরবিট
ম্যাডোনা একক কালানুক্রম
ফ্রোজেন
(১৯৯৮)
রে অব লাইট
(১৯৯৮)
ড্রনড ওয়ার্ল্ড/সাবস্টিটিউট ফর লাভ
(১৯৯৮

রে অব লাইট আমেরিকান সঙ্গীত শিল্পী ম্যাডোনা-এর একটি গান। এই গানটি ম্যাডোনার সপ্তম অ্যালবাম রে অব লাইট-এর শিরোনাম সঙ্গীত। ১৯৯৮ সালে এটি অ্যালবামটির দ্বিতীয় গান হিসেবে মুক্তি পায়। মুক্ত পাওয়ার পরে এটি ব্যাপকভাবে প্রশংসিত হয়। কিছু সঙ্গীত সমালোচকরা গানটিকে ১৯৯০-এর দশকের শ্রেষ্ঠ গানগুলোর একটি বলে মনোনীত করেন।[১]

রচনা ও ইতিহাস[সম্পাদনা]

রে অব লাইট গানটি প্রযোজনা করেছেন ম্যাডোনা ও উইলিয়াম অরবিট এবং লিখেছেন ম্যাডোনা ও উইলিয়াম অরবিটসহ পাঁচজন গীতিকার[২] গানটি ধারণ করা হয় রে অব লাইট অ্যালবামের অন্য গানের মতোই ক্যালিফোর্নিয়ার লারাবী নর্থ স্টুডিওতে। গানটি ১২ মে ১৯৯৮ এমটিভি লাইভ টেলিভিশনে সর্বপ্রথম দেখানো হয়।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ১৯৯০-এর দশকের ১০০ শ্রেষ্ঠ গান: ম্যাডোনা, 'রে অব লাইট'
  2. Black, Johnny (।আগস্ট ২০০২)। "Making of Ray of Light"। কিউ ম্যাগাজিন১৭ (৮)। আইএসএসএন ০৯৫৫-৪৯৫৫ |issn= এর মান পরীক্ষা করুন (সাহায্য)  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. Madonna takes it to the dance floor for Ray Of Light video