রবার্ট ডোয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবার্ট ডোয়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরবার্ট রিড ডোয়ার
জন্ম(১৮৭৬-০৬-০৪)৪ জুন ১৮৭৬
ককস্ট্যাড, কেপ উপনিবেশ
মৃত্যু১৫ সেপ্টেম্বর ১৯৬৪(1964-09-15) (বয়স ৮৮)
কেপ টাউন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৪০)
১৪ ফেব্রুয়ারি ১৮৯৯ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৮২
ব্যাটিং গড় ৪.৫০ ৬.৮৩
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৭
বল করেছে - -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ৫/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১১ অক্টোবর ২০১৯

রবার্ট রিড ডোয়ার (ইংরেজি: Robert Dower; জন্ম: ৪ জুন, ১৮৭৬ - মৃত্যু: ১৫ সেপ্টেম্বর, ১৯৬৪) কেপ উপনিবেশের ককস্ট্যাড এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স দলের প্রতিনিধিত্ব করেছেন রবার্ট ডোয়ার। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৮৯৬-৯৭ মৌসুম থেকে ১৯০৬-০৭ মৌসুম পর্যন্ত রবার্ট ডোয়ারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন রবার্ট ডোয়ার। ১৪ ফেব্রুয়ারি, ১৮৯৯ তারিখে জোহেন্সবার্গে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।

১৮৯৮-৯৯ মৌসুমে লর্ড হকের নেতৃত্বাধীন ইংরেজ দলে দক্ষিণ আফ্রিকা গমনের উদ্দেশ্যে তাকে রাখা হয়। দুই টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রথম টেস্টে অংশ নেন তিনি। ১৪ ফেব্রুয়ারি, ১৮৯৯ তারিখে জোহেন্সবার্গের ওল্ড ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের পক্ষে পেলহাম ওয়ার্নার, জনি টিল্ডসলে, ক্লেম উইলসন, উইলিস কাটেল, ফ্রাঙ্ক মিলিগান, জ্যাক বোর্ডশোফিল্ড হেই এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে ফ্রাঙ্ক মিচেল, ভিনসেন্ট ট্যানক্রেড, হাওয়ার্ড ফ্রান্সিস, রবার্ট ডোয়ার, মারে বিসেট, উইলিয়াম সলোমনরবার্ট গ্রাহামের একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ খেলায় তার দল ৩২ রানে পরাজিত হয়েছিল।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

পেশাগত জীবনে আইনজীবী ছিলেন।[১] ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন তিনি। জারট্রুড নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন।[২] এ দম্পতির চার পুত্র ও এক কন্যা রয়েছে। ১৫ সেপ্টেম্বর, ১৯৬৪ তারিখে ৮৮ বছর বয়সে কেপ প্রদেশের কেপ টাউন এলাকায় রবার্ট ডোয়ারের দেহাবসান ঘটে। মৃত্যুকালীন তিনি বয়োজ্যেষ্ঠ জীবিত দক্ষিণ আফ্রিকান টেস্ট ক্রিকেটারের সম্মাননা লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Wisden 1965, p. 966.
  2. "Robert Reid Dower"Geni। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৬ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]