ম্যান্ডোলিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তার যন্ত্র মেন্ডলিন

মেন্ডোলিন এক প্রকারের বাদ্যযন্ত্র। এটি পাশ্চাত্য ততযন্ত্র বা তার যন্ত্র। গড়নের দিক থেকে এটি অনেকটা গিটারের মতো। এতে চার বা পাঁচ জোড়া তার থাকে। প্রতি জোড়া তার এক স্বরে বাধাঁ হয়। ডিম্বাকৃতির খোলের উপর দেড় ফুট দন্ড। দন্ডে সারিকা থাকে। ডান হাতে জওয়া দিয়ে আঘাত করে বাম হাতে সারিকার সাথে তার চেপে ধরে মেন্ডোলিন বাজানো হয়।