মাইক পর্টনয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইক পর্টনয়
মাইক পর্টনয়, ২০১৬ সালে টুইস্টেড সিস্টারের সাথে
মাইক পর্টনয়, ২০১৬ সালে টুইস্টেড সিস্টারের সাথে
প্রাথমিক তথ্য
জন্মনামমাইকেল স্টিফেন পর্টনয়
জন্ম (1967-04-20) এপ্রিল ২০, ১৯৬৭ (বয়স ৫৬)
লং বিচ, নিউয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরনপ্রোগ্রেসিভ মেটাল, হেভি মেটাল, প্রোগ্রেসিভ রক, হার্ড রক, ব্লুস রক
বাদ্যযন্ত্রড্রামস, পার্কাসন, কণ্ঠ
কার্যকাল১৯৮৪–বর্তমান
লেবেলরোড রানার রেকর্ডস
ওয়েবসাইটmikeportnoy.com

মাইকেল স্টিফেন পর্টনয় (জন্ম ২০ এপ্রিল, ১৯৬৭) একজন প্রখ্যাত মার্কিন ড্রামার এবং সঙ্গীত প্রযোজক। আন্তর্জাতিক অঙ্গনে প্রগ্রেসিভ মেটালের পথিকৃৎ, ড্রিম থিয়েটার-এর অন্যতম সহ প্রতিষ্ঠাতা এই সঙ্গীতজ্ঞ বিশ্বের শ্রেষ্ঠ ড্রামারদের মধ্যে অন্যতম এবং অনন্য। এই পর্যন্ত তিনি ৩০ বার মর্ডান ড্রামার ম্যাগাজিন পুরস্কারে পুরষ্কৃত হয়েছেন। ২০১০ সালে তিনি ড্রিম থিয়েটার থেকে সরে আসেন।