মহিচাইল ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°২৭′৫২″ উত্তর ৯০°৫৫′৪৫″ পূর্ব / ২৩.৪৬৪৪৪° উত্তর ৯০.৯২৯১৭° পূর্ব / 23.46444; 90.92917
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহিচাইল
ইউনিয়ন
৪ নং মহিচাইল ইউনিয়ন পরিষদ
মহিচাইল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মহিচাইল
মহিচাইল
মহিচাইল বাংলাদেশ-এ অবস্থিত
মহিচাইল
মহিচাইল
বাংলাদেশে মহিচাইল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৭′৫২″ উত্তর ৯০°৫৫′৪৫″ পূর্ব / ২৩.৪৬৪৪৪° উত্তর ৯০.৯২৯১৭° পূর্ব / 23.46444; 90.92917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাচান্দিনা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআবু মুসা মজুমদার
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
মানচিত্র
মানচিত্র

মহিচাইল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

মহিচাইল ইউনিয়নের আয়তন প্রায় ১৪.৮৭ বর্গকিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ২৪,৭৭৮ জন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

চান্দিনা উপজেলার উত্তর-মধ্যাংশে মহিচাইল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে বাতাঘাসী ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে গল্লাই ইউনিয়ন, দক্ষিণে দোল্লাই নবাবপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে মাইজখার ইউনিয়ন, পূর্বে বাড়েরা ইউনিয়ন এবং উত্তরে মাধাইয়া ইউনিয়ন অবস্থিত।

মহিচাইল ইউনিয়নে কোনো নদী নেই; তবে সম্পূর্ণ ইউনিয়নজুড়ে বেশ কিছু খাল ও বিল রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

২০০৪ সালের ১৫ এপ্রিল মহিচাইলের ইউনিয়ন পরিষদ ভবন স্থাপিত হয়।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

মহিচাইল ইউনিয়ন চান্দিনা উপজেলার আওতাধীন ৪ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭-এর অংশ।

মহিচাইল ইউনিয়নে মোট ২০টি গ্রাম ও ৭টি মৌজা রয়েছে। ইউনিয়নে মোট হাট ও বাজারের সংখ্যা ৬টি। আবু মুসা মজুমদার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইউনিয়নের গ্রামগুলো হলো: মহিচাইল, বাতাবাড়িয়া, জোরপুকুরিয়া, ঘাটিগড়া, অম্বরপুর, সাওরাতলী, ঝিনাইয়া, মনিপুর, গাবগাছিয়া, হারলদা, পরচঙ্গা, তুয়ারপাড়, বামুটিয়া, বাগমারা, পেরিয়া, নোয়াপাড়া, হাবাতিয়াপাড়, তেতুইয়া, লারারপাড় ও তুলাপুকুরিয়া। ইউনিয়নের হাট-বাজারসমূহ হলো: মহিচাইল বাজার, পরচঙ্গা বাজার, অম্বরপুর বাজার, জামিরাপাড়া বাজার, তেতুইয়া বাজার ও ঘাটিগড়া বাজার।

শিক্ষা[সম্পাদনা]

২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার প্রায় ৪৯%। ইউনিয়নে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ৩টি উচ্চ বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১টি কলেজ (মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ) রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ[সম্পাদনা]

সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মহিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোরপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • অম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উচ্চ বিদ্যালয়
  • মহিচাইল উচ্চ বিদ্যালয়
  • মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়
  • অম্বরপুর উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা
  • জামিরাপাড়া মিম হে ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • মহিচাইল মুগ্গা মাদ্রাসা
  • মহিচাইল দেওয়ালুম মাদ্রাসা
  • অম্বরপুর মাদ্রাসা
  • নিশ্চন্তপুর জামে মাদ্রাসা।

ধর্মীয় প্রতিষ্ঠান[সম্পাদনা]

মসজিদ
  • অম্বরপুর পশ্চিম পাড়া ভূইয়া বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর ছামিরউদ্দিন বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর কিতাব মিয়ার বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর সর্দারবাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর গাজী বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর বাজার জামে মসজিদ
  • পেরিয়া হাজী বাড়ি জামে মসজিদ
  • পেরিয়া খলিফা বাড়ি জামে মসজিদ
  • ঘাটিগড়া পশ্চিম পাড়া জামে মসজিদ
  • ঘাটিগড়া দক্ষিণ পাড়া জামে মসজিদ
  • অম্বরপুর পরেশ ফকির বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর বারেক হাজী বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর জুম্মাবাড়ি জামে মসজিদ
  • মনিপুর জামে মসজিদ
  • পরচঙ্গা সামাদর গাহ জামে মসজিদ
  • পরচঙ্গা বাজার জামে মসজিদ
  • পরচঙ্গা সরকার বাড়ি জামে মসজিদ
  • পরচঙ্গা মুন্সী বাড়ি জামে মসজিদ
  • পরচঙ্গা মোলস্না বাড়ি জামে মসজিদ
  • পরচঙ্গা মিয়া বাড়ি জামে মসজিদ
  • পরচঙ্গা বড় বাড়ি জামে মসজিদ
  • বামুটিয়া খান বাড়ি জামে মসজিদ
  • বামুটিয়া ভূইয়া বাড়ি জামে মসজিদ
  • বামুটিয়া মুন্সী বাড়ি জামে মসজিদ
  • বামুটিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ
  • নিশ্চিমত্মপুর জামে মসজিদ
  • বাতাবাড়িয়া ফকির বাড়ি জামে মসজিদ
  • গাবগাছিয়া জামে মসজিদ
  • মহিচাইল মজুমদার বাড়ি জামে মসজিদ
  • জামিরাপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ
  • জামিরাপাড়া ভূইয়া বাড়ি জামে মসজিদ
  • জামিরাপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ
  • জোড়পুকুরিয়া উত্তরপাড়া জামে মসজিদ
  • জোড়পুকুরিয়া স্কুল সংলগ্ন জামে মসজিদ
  • মহিচাইল এড. কাশেম বাড়ি জামে মসজিদ
  • মহিচাইল হাজী বাড়ি জামে মসজিদ
  • মহিচাইল হতার বাড়ি জামে মসজিদ
  • নোয়াপাড়া জামে মসজিদ
  • মহিচাইল বাজার জামে মসজিদ
  • মহিচাইল মিয়া বাড়ি জামে মসজিদ
  • মহিচাইল ভূইয়া পাড়া জামে মসজিদ
  • মহিচাইল উলুম মাদ্রাসা জামে মসজিদ
  • মহিচাইল দক্ষিণপাড়া হাজী বাড়ি জামে মসজিদ
  • হারালদার জামে মসজিদ
  • ছয়ঘড়িয়ার পাড় জামে মসজিদ
  • বাগমারা জামে মসজিদ
  • তেতুইয়া পশ্চিম পাড়া জামে মসজিদ
  • তেতুইয়া স্কুল সংলগ্ন জামে মসজিদ
  • কৈয়ারপাড় পশ্চিমপাড়া জামে মসজিদ
  • কৈয়ারপাড় পূর্বপাড়া জামে মসজিদ
  • তেতুইয়া কাজী বাড়ি জামে মসজিদ
  • ঝিনাইয়া জামে মসজিদ
  • মহিচাইল আকবর ডিলারের বাড়ির পাশে জামে মসজিদ
মন্দির
  • অম্বরপুর অনিল দাস বাড়ি কালী মন্দির
  • বাতাবাড়িয়া ঠাকুরবাড়ি কালী মন্দির
  • সাওরাতলী কালী মন্দির
  • বাতাবাড়িয়া হরিপদ বাড়ি মন্দির
  • মহিচাইল ডা. প্রাণগোপাল দত্ত বাড়ি কালী মন্দির
  • মহিচাইল বন্ধ বাড়ি কালী মন্দির
  • মহিচাইল পাল বাড়ি মন্দির
  • মহিচাইল আশ্রম বাড়ি দয়াময় মন্দির
  • মহিচাইল করের বাড়ি মন্দির
  • মহিচাইল হালদার বাড়ি মন্দির
  • মহিচাইল সিংহ বাড়ি মন্দির
  • মহিচাইল মালি বাড়ি মন্দির
  • মহিচাইল চিমত্মাহরন ডা. বাড়ি মন্দির
  • নোয়াপাড়া বলরাম মন্দির
  • মহিচাইল দক্ষিণপাড়া পোদ্দার বাড়ি মন্দির
  • নোয়াপাড়া সুশিল ডা. বাড়ি কালী মন্দির
  • মহিচাইল বাজার কালী মন্দির
ঈদগাহ
  • মহিচাইল মাদ্রাসা মাঠ ঈদগাহ
  • ভূইয়া পাড়া ঈদগাহ
  • জামিরা পাড়া ঈদগাহ
  • কাজি পাড়া কেন্দ্রীয় ঈদগাহ
  • বামুটি পাড়া ঈদগাহ
  • পরচংগা শাহী ঈদগাহ
  • ঘাটিগড়া শাহী ইদগাহ
মাজার
  • মহিচাইল কালু শাহার মাজার
কবরস্থান
  • মহিচাইল উ.পাড়া হাজী বাড়ী কবরস্থান
  • জামিরা পাড়া কবরস্থান
  • বামুটি পাড়া কবরস্থান
  • কাজী পাড়া কবরস্থান
  • পরচংগা মুন্সি বাড়ী কবরস্থান
  • গাটিগড়া কোরবান আলী বাড়ী কবরস্থান
  • তেতুইয়া কবরস্থান
  • মনিপুর কবরস্থান।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

চান্দিনা উপজেলা সদর থেকে মহিচাইল ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। ইউনিয়নের যোগাযোগের প্রধান মাধ্যম সিএনজি/রিকশা।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • মহিচাইল সিংহ জমিদার বাড়ি

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  1. রেদোয়ান আহমেদ, সংসদ সদস্য
  2. আলী আশরাফ, সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার
  3. প্রাণ গোপাল দত্ত, সংসদ সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]