ভলফসবার্গার অ্যাথলেটিক ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভলফসবার্গার
পূর্ণ নামরিগলার অ্যান্ড সেখমাইস্টার পেলেটস ভলফসবার্গার আটলেটিক ক্লুব
ডাকনামজিএএম এফসি
প্রতিষ্ঠিত১৯৩১; ৯৩ বছর আগে (1931)
মাঠলাভান্টাল-এরিনা[১]
ধারণক্ষমতা৭,৩০০
সভাপতিঅস্ট্রিয়া ডিটমার রিগলার
ম্যানেজারঅস্ট্রিয়া ফের্ডিনান্ড ফেল্ডহোফার[২]
লিগঅস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা
২০১৯–২০৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

রিগলার অ্যান্ড সেখমাইস্টার পেলেটস ভলফসবার্গার আটলেটিক ক্লুব (ইংরেজি: Wolfsberger AC; এছাড়াও ভলফসবার্গার অ্যাথলেটিক ক্লাব অথবা শুধুমাত্র ভলফসবার্গার এসি নামে পরিচিত) হচ্ছে ভলফসবার্গ ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভলফসবার্গার এসি তাদের সকল হোম ম্যাচ ভলফসবার্গের লাভান্টাল-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭,৩০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফের্ডিনান্ড ফেল্ডহোফার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডিটমার রিগলার। অস্ট্রীয় মধ্যমাঠের খেলোয়াড় মাইকেল লিন্ডল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

ঘরোয়া ফুটবলে, ভলফসবার্গার এসি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে অস্ট্রীয় ফুটবল দ্বিতীয় লীগ

অর্জন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  2. "ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  4. "বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ভলফসবার্গার অ্যাথলেটিক ক্লাব টেমপ্লেট:অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা