ভলকান (প্রকল্পিত গ্রহ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৮৪৬ সালের একটি লিথোগ্রাফি যেখানে ভলকান গ্রহের অবস্থান দেখা যাচ্ছে।[১]

ভলকান (ইংরেজিঃ Vulcan '/ˈvʌlkən/[২]) হলো একটি ক্ষুদ্র প্রকল্পিত গ্রহ যা সূর্যবুধ গ্রহের মাঝের একটি কক্ষপথে পরিভ্রমণ করে বলে প্রস্তাবিত হয়। নিউটনের মহাকর্ষ সূত্র ব্যবহার করে সব গ্রহের গতিপথ সুন্দরভাবে ব্যাখ্যা করা গেলেও বুধ গ্রহের ক্ষেত্রে ব্যাতিক্রম লক্ষ করা যায়। নিউটনের সূত্রানুযায়ী এই গ্রহ সমূহের অনুসূর বিন্দু সব সময় একই হওয়ার কথা কিন্তু বুধের ক্ষেত্রে অনুসূর বিন্দুর অগ্রগমন ঘটে। ১৯ শতকের ফরাসী গণিতবিদ আরবাইন জোসেফ লা ভেরিয়ার প্রকল্পিত করেন যে বুধ গ্রহের কক্ষপথের এই বিশেষ বৈশিষ্ট্য অন্য একটি গ্রহের প্রভাবের ফল। তিনি এই গ্রহটির নাম দেন "ভলকান"।

ভলকানের জন্য অনেক অনুসন্ধান চালানো হয়েছে কিন্তু কিছু পর্যবেক্ষণের দাবি ব্যতীত এ ধরনের কোনো গ্রহের অস্তিত্ব পাওয়া যায়নি। বর্তমানে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব দ্বারা বুধ গ্রহের কক্ষপথের এই বিশেষ বৈশিষ্ট্যটিকে ব্যাখ্যা করা হয়।[৩] নাসার দুইটি স্টেরিও মহাকাশযানের প্রদত্ত উপাত্ত থেকেও কোনো ভলকানয়েডের অস্তিত্বও পাওয়া যায়নি যাকে দাবিকৃত ভলকানের পর্যবেক্ষণ হিসেবে বিবেচনা করা যায়।[৪] এটি সন্দেহপূর্ণ যে ৫.৭ কিলোমিটারের বেশি ব্যাস সম্পন্ন কোনো ভলকানয়েডের অস্তিত্ব রয়েছে।[৪] বেশ কিছু বুধ-উত্তর গ্রহাণু রয়েছে কিন্তু তাদের সবাই বুধের চেয়ে বড় অর্ধ-মুখ্য অক্ষ সম্পন্ন।[৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "LOC file of the solar system, as seen in 1846"Library of Congress, Washington, D.C. 20540 USA। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  2. "Vulcan"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনঅক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।  (Sসাবস্ক্রিপশন বা পার্টিশিপেটিং ইনস্টিটিউট মেম্বারশিপ প্রয়োজনীয়.)
  3. Clemence, G. M. (১৯৪৭)। "The Relativity Effect in Planetary Motions"। Reviews of Modern Physics19 (4): 361–364। ডিওআই:10.1103/RevModPhys.19.361বিবকোড:1947RvMP...19..361C  (math)
  4. Steffl, A. J.; Cunningham, N. J.; Shinn, A. B.; Stern, S. A. (২০১৩)। "A Search for Vulcanoids with the STEREO Heliospheric Imager"। Icarus233 (1): 48–56। arXiv:1301.3804অবাধে প্রবেশযোগ্যডিওআই:10.1016/j.icarus.2012.11.031বিবকোড:2013Icar..223...48S 
  5. "JPL Small-Body Database Search Engine: a < 0.7 (AU) and a > 0 (AU)"। JPL Solar System Dynamics। সংগ্রহের তারিখ ২০১৩-০১-২০ 

আরো পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]