ব্লো-ব্জাং-স্ন্যান-গ্রাগ্স-র্গ্যা-ম্ত্শো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-স্ন্যান-গ্রাগ্স-র্গ্যা-ম্ত্শো (তিব্বতি: བློ་བཟང་སྙན་གྲགས་རྒྱ་མཚོওয়াইলি: blo bzang snyan grags rgya mtsho) (১৮৫০-১৯২০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের উননব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ব্লো-ব্জাং-স্ন্যান-গ্রাগ্স-র্গ্যা-ম্ত্শো ১৮৫০ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের ব্রাগ-গ্যাব (ওয়াইলি: brag g.yab) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ে এবং গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি এই দুই মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৯১৯ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের উননব্বইতম প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এবং এই পদে তিনি দুই বছর থাকেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (ফেব্রুয়ারি ২০১১)। "The Eighty-Ninth Ganden Tripa, Lobzang Nyendrak Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৯ 

আরো পড়ুন[সম্পাদনা]

  • Khetsun Sangpo. 1973. Biographical Dictionary of Tibet and Tibetan Buddhism. Dharamsala: LTWA, Vol. 6, p. 216.
পূর্বসূরী
ম্খ্যেন-রাব-য়োন-তান-র্গ্যা-ম্ত্শো
ব্লো-ব্জাং-স্ন্যান-গ্রাগ্স-র্গ্যা-ম্ত্শো
উননব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্যাম্স-পা-ছোস-গ্রাগ্স