ব্ক্রা-শিস-স্তোব্স-র্গ্যাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্ক্রা-শিস-স্তোব্স-র্গ্যাল (ওয়াইলি: bkra shis stobs rgyal) (১৫৫০-১৬০৩) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের লুক্কায়িত প্রাচীন গ্রন্থের আবিষ্কারক বা গ্তের-স্তোন ছিলেন।

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

ব্ক্রা-শিস-স্তোব্স-র্গ্যাল ১৫৫০ খ্রিষ্টাব্দে তিব্বতের ব্যাং নামক স্থানে র্ত্সে-ল্ঙ্গা (ওয়াইলি: rtse lnga) প্রাসাদে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্যাং-ব্দাগ-নাম-ম্খা'-রিন-ছেন (ওয়াইলি: byang bdag nam mkha' rin chen) এবং মাতার নাম ছিল ছোস-স্ক্যোং-'দ্জোম-ছেন (ওয়াইলি: chos skyong 'dzom chen)। লেগ্স-ল্দান-র্দো-র্জে নামক দ্বিতীয় র্দো-র্জে-ব্রাগ-রিগ-'দ্জিন-ছেন-পো তাকে ম্ঙ্গা'-রিস-পান-ছেন-পে-মা-দ্বাং-র্গ্যাল নামক বিখ্যাত গ্তের-স্তোনের পুনর্জন্ম রূপে চিহ্নিত করেছিলেন এবং ব্যাং-গ্তের (ওয়াইলি: byang gter) বা উত্তর দিকের সম্পদ সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন।[১] ব্ক্রা-শিস-স্তোব্স-র্গ্যালের অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন রত্নভদ্র, থুগ্স-স্রাস-ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: thugs sras blo gros rgyal mtshan), দ্রেন-ম্ছোগ-দ্পাল-ল্দান-ব্লো-গ্রোস (ওয়াইলি: dren mchog dpal ldan blo gros), ঝে-দ্গোন-পা-ব্সোদ-নাম্স-র্ত্সে-মো (ওয়াইলি: zhe dgon pa bsod nams rtse mo), রিন-ছেন-ফুন-ত্শোগ্স (ওয়াইলি: rin chen phun tshogs), য়ান-পা-ব্লো-ব্দে (ওয়াইলি: yan pa blo bde), ব্যাম্স-পা-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: byams pa chos kyi rgyal mtshan), য়ি-জ্লা-'ওদ-জের (ওয়াইলি: yi zla 'od zer) প্রভৃতি। তিনি প্রথম জীবনে গ্সাং-স্ঙ্গাগ্স-থেগ-ম্ছোগ-গ্লিং (ওয়াইলি: gsang sngags theg mchog gling) নামক একটি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন।[২]

বিবাহ[সম্পাদনা]

তিরিশ বছর বয়সে ব্ক্রা-শিস-স্তোব্স-র্গ্যালের পরিবার মধ্য তিব্বত শাসনকারী গ্ত্সাং-পা রাজবংশের তৎকালীন রাজা কুন-স্পাংস-ল্হা-দ্বাং-র্দো-র্জের বিরাগভাজন হন এবং তাদেরকে দ্বুস অঞ্চলে নির্বাসিত করা হয়। এই সময় তারা ফ্যোং-র্গ্যাস-স্তাগ-র্ত্সে (ওয়াইলি: phyong rgyas stag rtse) নামক স্থানের প্রাসাদে আশ্রয় লাভ করেন। ব্ক্রা-শিস-স্তোব্স-র্গ্যাল এই প্রাসাদের কর্ত্রী য়িদ-'দ্জিন-দ্বাং-মোকে (ওয়াইলি: yid 'dzin dbang mo) বিবাহ করেন এবং তাদের ঙ্গাগ-গি-দ্বাং-পো নামের এক পুত্র সন্তানের জন্ম হয়, যাকে লেগ্স-ল্দান-র্দো-র্জের পরবর্তী পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়।[২]

গ্রন্থ আবিষ্কার[সম্পাদনা]

তিনি রোং-ছুং-ল্হাং-ল্হাং-ব্রাগ (ওয়াইলি: rong chung lhang lhang brag) নামক স্থান থেকে ত্শে-স্গ্রুব-স্কু-গ্সুম-রিগ্স-'দুস-স্কোর (ওয়াইলি: tshe sgrub sku gsum rigs 'dus skor) নামক গ্রন্থ, ল্হো-ব্রাগ-ম্দ্জোদ-ল্ঙ্গা (ওয়াইলি: lho brag mdzod lnga) নামক স্থান থেকে মা-র্গ্যুদ-স্ন্যিং-পো-দোন-গ্সুম (ওয়াইলি: ma rgyud snying po don gsum) নামক গ্রন্থ এবং ব্সাম-য়াস বৌদ্ধবিহার থেকে ম্যোং-গ্রোল-পে-মা-রা-গা (ওয়াইলি: myong grol pe ma rA ga) নামক গ্রন্থ আবিষ্কার করেন।[২]

রচনা ও নির্মাণ[সম্পাদনা]

ব্ক্রা-শিস-স্তোব্স-র্গ্যাল প্রথম জীবনে গ্সাং-স্ঙ্গাগ্স-থেগ-ম্ছোগ-গ্লিং (ওয়াইলি: gsang sngags theg mchog gling) নামক একটি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি রিগ-'দ্জিন-গ্রুব-পা'ই-দ্বাং-ফ্যুগ-ছেন-পো-পে-মা-'ব্যুং-গ্নাস-ক্যি-র্নাম-পার-থার-পা-ঙ্গো-ম্ত্শার-ফুন-সুম-ত্শোগ্স-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: rig 'dzin grub pa'i dbang phyug chen po pe ma 'byung gnas kyi rnam par thar pa ngo mtshar phun sum tshogs pa'i rgya mtsho) নামক পদ্মসম্ভবের জীবনী রচনা করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (2013-05)। "The Second Dorje Drak Rigdzin, Lekden Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-13  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Chhosphel, Samten (2013-05)। "Tashi Tobgyel"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-13  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)