বেলকুচি পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেলকুচি পৌরসভা কার্যালয়
পৌরসভা
বেলকুচি পৌরসভা কার্যালয়
ডাকনাম: বেলকুচি পৌরসভা
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাসিরাজগঞ্জ জেলা
উপজেলাবেলকুচি উপজেলা
প্রতিষ্ঠা৩০-০৬-২০০৪
সরকার
 • মেয়রমোঃ সাজ্জাদুল হক রেজা
আয়তন
 • মোট১৯.৩০ বর্গকিমি (৭.৪৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০২১)
 • মোট৮৭,৬৩৬
 • জনঘনত্ব৪,৫০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৭৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বেলকুচি পৌরসভা বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[১][২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

  • সীমানাঃ[২]
  1. চৌহদ্দীঃ উত্তরে বামনবাড়িয়া মৌজা,দক্ষিণে চালা মৌজা,পূর্বে দেলুয়া মৌজা পশ্চিমে তামাই ও চালা মৌজা
  2. চৌহদ্দীঃ উত্তরে দেলুয়া মৌজার ১নং সীট দক্ষিণে কির্তিকোলা মোকড়কোল,তারাবাড়িয়া ও মেঘুল্লা মৌজা,পূর্বে নওধা আলোকদিয়া ও মনতলা মৌজা, পশ্চিমে সোবনসাড়া, চালা ও মুকুন্দগাঁতী মৌজা।
  3. চৌহদ্দীঃ উত্তরে সোবনসাড়া মৌজা, দক্ষিণে মুকুনন্দগাঁতী মৌজা,পূর্বে দেলুয়া ও ক্ষিদ্রমাটিয়া মৌজা, পশ্চিমে ওয়াপদাবাঁধ।
  4. চৌহদ্দীঃ উত্তরে তামাই মৌজা, দক্ষিণে মুকুন্দগাঁতী মৌজা,পূর্বে ওয়াবদাবাঁধ, পশ্চিমে গাড়ামাসী।
  5. চৌহদ্দীঃ উত্তরে তামাই মৌজা, দক্ষিণে বসুন্ধরা পাকা রাস্তা, পূর্বে চালা ও মুকুন্দগাঁতী মৌজা, পশ্চিমে কোনাবাড়ি মৌজা।
  6. চৌহদ্দীঃ উত্তরে বসুন্ধরা পাকা রাস্তা, দক্ষিণে শ্যামগাঁতী মৌজা, পূর্বে মুকুন্দগাঁতী ও কামারপাড়া শেরনগর, পশ্চিমে গাকাছি মৌজা।
  7. চৌহদ্দীঃ উত্তরে চালা মৌজা, দক্ষিণে কামারপাড়া শেরনগর মৌজা, পূর্বে ক্ষিদ্রমাটিয়া মৌজা, পশ্চিমে গাড়ামাসী মৌজা।
  8. চৌহদ্দীঃ উত্তরে মুকুন্দগাঁতী মৌজা ও চন্দনগাঁতী গ্রাম, দক্ষিণে আমতলা কাঁচা রাস্তা, পূর্বে মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া মৌজা, পশ্চিমে শ্যামগাঁতী মৌজা।
  9. চৌহদ্দীঃ উত্তরে আমতলা কাঁচা রাস্তা, দক্ষিণে মামুদপুর মৌজা, পূর্বে সোহাগপুর ও মেঘুয়া মৌজা, পশ্চিমে শ্যামগাঁতী।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

ওয়ার্ডঃ ০৯টি[১]

মৌজাঃ ০৮টি

মহল্লাঃ ১৭টি[২]

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

মোট আয়তনঃ ১৯.৩০ বর্গ কি.মি.[১]

মোট জনসংখ্যাঃ ৮৭,৬৩৬ জন[২]

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

শিক্ষার হারঃ ৬০% শিক্ষা প্রতিষ্ঠানঃ[২]

  • কলেজ - ০৩টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - ০৬টি
  • প্রাথমিক বিদ্যালয় - ১৩টি
  • মাদ্রাসা - ০৯টি
  • কিন্ডারগার্টেন - ০৮টি

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান মেয়রঃমোঃ সাজ্জাদুল হক রেজা[১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বেলকুচি পৌরসভা"webpage। ২০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০ 
  2. "এক নজরে বেলকুচি পৌরসভা"belkuchi.sirajganj.gov.bd। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০