বাদল রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাদল রহমান
জন্ম(১৯৪৯-০৬-০৪)৪ জুন ১৯৪৯
মৃত্যু১১ জুন ২০১০(2010-06-11) (বয়স ৬১)
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র পরিচালক

বাদল রহমান (৪ জুন, ১৯৪৯ - ১১ ই জুন, ২০১০) ছিলেন বাংলাদেশী মুক্তিযুদ্ধা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র সমাজের কর্মী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।[১] ১৯৮০ সালে তিনি প্রথম বাংলাদেশী পরিচালক হিসেবে শিশুরের জন্য প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, এমিলের গোয়েন্দা বাহিনী তৈরি করেন। ছবিটি ছিল ১৯২৯ সালে প্রকাশিত এরিচ কাস্টনারের এমিল আন ডাই ডিটেকটিভ উপন্যাস থেকে গ্রহণ করা।

পড়া-লেখা কর্মজীবন[সম্পাদনা]

রহমান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে চলচ্চিত্র সম্পাদনায় ডিপ্লোমা করেন। ১৯৭৪ সালে তিনি সৈয়দ সালাহউদ্দিন জাকি র সাথে তার প্রথম চলচ্চিত্র প্রত্যাশার সূর্য তৈরি করেন।[১] এমিলেরগোয়েন্দা বাহিনী পরিচালনার পর তিনি বাংলাদেশ শিশু একাডেমী অর্থায়নে কাঠাল বুড়ির বাগান এবং ছানা ও মুক্তিযুদ্ধ চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।[২]

রহমান তার মৃত্যু পূর্ব পর্যন্ত ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অফ বাংলাদেশ (এফএফএসবি) এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।[১]

ছবি[সম্পাদনা]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তার দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। [৩]

পুরস্কার[সম্পাদনা]

বাদল রহমান বাংলাদেশ চলচ্চচিত্র সংসদ আন্দোলন (বিসিএসএ) থেকে স্বর্ণজয়ন্তী স্মৃতি সম্মাননা পেয়েছিলেন। [৪]

উত্তরাধিকার[সম্পাদনা]

২০১১ সালে চলচ্চিত্র নির্মাতা বেলায়েত হোসেন মামুন এবং সাইফুল ইসলাম জার্নাল যৌথভাবে রহমানের জীবনের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি পরিচালনা করেছিলেন।[৫] ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার সেরা শিশু চলচ্চিত্র পুরস্কারের নাম পরিবর্তন করে বাদল রহমান পুরস্কার নামকরণ করে।[৬]

মুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রতিবছর বাদল রহমান স্মৃতি বক্তৃতার আয়োজন করে।[৭] মুভিয়ানা ফিল্ম সোসাইটি ধারাবাহিকভাবে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা বাদল রহমানকে ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করেছে।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাদল রহমান পরিচালক"দ্য ডেইলি স্টার। জুন ১২, ২০১০। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৪, ২০১৫ 
  2. এরশাদ কমল (জানুয়ারি ৮, ২০০৭)। "বাদল রহমান শিশু চলচ্চিত্র নির্মাণ"দ্য ডেইলি স্টার। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৪, ২০১৫ 
  3. "ব্যক্তিগত জীবন"দ্য ডেইলি স্টার। জুন ২০, ২০১০। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৪, ২০১৫ 
  4. "পুরস্কার"দ্য ডেইলি স্টার। মার্চ ৮, ২০১৫। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৪, ২০১৫ 
  5. "ডকোমেন্টারি বাদল রহমান"দ্য ডেইলি স্টার। জুন ১০, ২০১১। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৪, ২০১৫ 
  6. Hasan Mansoor Chatak (জানুয়ারি ১৯, ২০১৪)। "শিশু চলচ্চিত্র পুরস্কার"Dhaka Tribune। ডিসেম্বর ৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৪, ২০১৫ 
  7. "বাদল রহমান স্মৃতি"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০১ 
  8. Independent, the (১১ জুন ২০১৮)। "বাদল রহমান মৃত্যু বার্ষিকী পালন"Remembering Badal Rahman on 8th death anniversary | theindependentbd.com। ২০১৮-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০১