বশীর হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বশীর হোসেন
জন্ম(১৯৩৪-১১-২২)২২ নভেম্বর ১৯৩৪
মৃত্যু২৩ এপ্রিল ১৯৭৮(1978-04-23) (বয়স ৪৩)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
পেশাচলচ্চিত্র সম্পাদক, পরিচালক
কর্মজীবন১৯৫৯–১৯৭৭
উল্লেখযোগ্য কর্ম
মাটির মায়া
সীমানা পেরিয়ে
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২ বার)

বশীর হোসেন (২২ নভেম্বর ১৯৩৪ - ২০ এপ্রিল ১৯৭৮) ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র সম্পাদক এবং পরিচালক। তাঁর কর্মজীবনে তিনি পরপর দুইবার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলি হচ্ছে ১৯৭৬ সালের মাটির মায়া এবং ১৯৭৭ সালে সীমানা পেরিয়ে[১] তিনি দুটি চলচ্চিত্র পরিচালনা করেন, সেগুলো হলো ১৩নং ফেকু ওস্তাগার লেনআপন পর

জীবনী[সম্পাদনা]

বশীর হোসেন ১৯৩৪ সালের ২২শে নভেম্বর কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন।[২]

তিনি ১৯৫৯ সালে এ দেশ তোমার আমার চলচ্চিত্রে চিত্রসম্পাদক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হন।[২] তিনি রাজধানীর বুকে (১৯৬০), হারানো সুর (১৯৬১) ও সূর্যস্নান (১৯৬২) চলচ্চিত্রের চিত্রসম্পাদনা করেন। ১৯৬৩ সালে তিনি সালাহউদ্দিনের ধারাপাত চলচ্চিত্রের চিত্রসম্পাদনা ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এই সময়ে তিনি উর্দু ভাষার চান্দা (১৯৬২), তালাশ (১৯৬৩), ইয়ে ভি এক কাহানি (১৯৬৪), বন্ধন (১৯৬৪), মিলন (১৯৬৪), ক্যায়সে কহো (১৯৬৫), সাত রং (১৯৬৫), ও বেগানা (১৯৬৫) চলচ্চিত্রের সম্পাদনা করেন।

তিনি ১৯৭৮ সালের ২০শে এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।[২]

নির্বাচিত চলচ্চিত্রসমূহ[সম্পাদনা]

  • এ দেশ তোমার আমার - ১৯৫৯
  • রাজধানীর বুকে - ১৯৬০
  • হারানো সুর - ১৯৬১
  • সূর্যস্লান - ১৯৬২
  • চান্দা - ১৯৬২
  • ধারাপাত - ১৯৬৩
  • তালাশ - ১৯৬৩
  • ইয়ে ভি এক কাহানি - ১৯৬৪
  • মেঘ ভাঙ্গা রোদ - ১৯৬৪
  • বন্ধন - ১৯৬৪
  • মিলন - ১৯৬৪
  • অনেক দিনের চেনা - ১৯৬৪
  • দুই দিগন্ত - ১৯৬৪
  • গোধুলির প্রেম - ১৯৬৫
  • ক্যায়সে কাহু - ১৯৬৫
  • রুপবান - ১৯৬৫
  • সাত রং - ১৯৬৫
  • জানাজানি - ১৯৬৫
  • বেগানা - ১৯৬৫
  • ১৩ নং ফেকু ওস্তাগার লেন - ১৯৬৬
  • নওয়াব সিরাজুদ্দৌলা - ১৯৬৭
  • অপারাজেও - ১৯৬৭
  • উলঝান - ১৯৬৭
  • নয়ন তারা - ১৯৬৭
  • সাত ভাই চম্পা - ১৯৬৮
  • তুম মেরে হো - ১৯৬৮
  • সুয়ে নাদিয়া জাগে পানি - 1968
  • এতটুকু আশা - ১৯৬৮
  • ময়না মতি - ১৯৬৯
  • নীল আকাশের নিচে - ১৯৬৯
  • মলুয়া - ১৯৬৯
  • জোয়ার ভাটা - ১৯৬৯

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
১৯৭৬ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক মাটির মায়া বিজয়ী
১৯৭৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক সীমানা পেরিয়ে বিজয়ী[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫ 
  2. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৭৯৯। আইএসবিএন 984-70194-0045-9 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার মাতাবেন যারা..."। ৪ জুলাই ২০১৮। 

বহিঃসংযোগ[সম্পাদনা]