বলাঙ্গির জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বলাঙ্গির জেলা
ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় বলাঙ্গিরের অবস্থান
ওড়িশায় বলাঙ্গিরের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগউত্তর ওড়িশা বিভাগ
সদরদপ্তরবলাঙ্গির
তহশিল১৪
আয়তন
 • মোট৬,৫৭৫ বর্গকিমি (২,৫৩৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৬,৪৮,৯৯৭
 • জনঘনত্ব২৫০/বর্গকিমি (৬৫০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৬৪.৭২ শতাংশ
 • লিঙ্গানুপাত৯৮৭
গড় বার্ষিক বৃষ্টিপাত১৪২৩ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
রাজকীয় প্রাসাদ

বলাঙ্গির জেলা(ওড়িয়া: ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. বলাঙ্গীর জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৫ই কার্তিক ১৩৫৬ বঙ্গাব্দে(১লা নভেম্বর ১৯৪৯ খ্রিষ্টাব্দে) সম্বলপুর জেলা থেকে নতুন জেলাটি গঠিত হয়৷ পরে জেলাটির পশ্চিমাংশ নিয়ে ১৩ই চৈত্র ১৩৯৯ বঙ্গাব্দে(২৭শে মার্চ ১৯৯৩ খ্রিষ্টাব্দে) নতুন বলাঙ্গির জেলাটি গঠন করা হয়৷ জেলাটি ওড়িশার উত্তর ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর বলাঙ্গির শহরে অবস্থিত এবং বলাঙ্গির মহকুমা, পাটনাগড় মহকুমাটিটিলাগড় মহকুমা নিয়ে গঠিত৷

নামকরণ[সম্পাদনা]

ওড়িশার সম্বলপুর রাজ্যের ১৯তম নৃপতি ছিলেন বলরাম দেও, যিনি বলাঙ্গির নগরের পত্তন ঘটান৷ প্রাথমিকভাবে জায়গাটির নাম শাসকের নাম অনুযায়ী বলরামগড় হলেও পরে তা লোকমুখে বলাঙ্গিরে পরিণত হয়েছে৷[১]

ইতিহাস[সম্পাদনা]

ঐতিহাসিক আন্দোলন[সম্পাদনা]

ভূপ্রকৃৃতি[সম্পাদনা]

অর্থনীতি[সম্পাদনা]

অবস্থান[সম্পাদনা]

জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের বারগড় জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের সোনপুর জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের সোনপুর জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের বৌধ জেলাওড়িশা রাজ্যের কন্ধমাল জেলাজেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের কালাহান্ডি জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের নূয়াপড়া জেলাজেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের নূয়াপড়া জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের বারগড় জেলা[২]

জেলাটির আয়তন ৬৫৭৫ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৪.২২%৷

ভাষা[সম্পাদনা]

বলাঙ্গির জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী বলাঙ্গির জেলার ভাষাসমূহ[৩]

  ওড়িয়া (৯৮.২৮%)
  হিন্দী (১.০৮%)
  অন্যান্য (০.৬৪%)

বলাঙ্গির জেলাটিতে বসবাসকারী সিংহভাগ লোক সম্বলপুরি/কোশলি ভাষাতে সাবলীল৷

ধর্ম[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

মোট জনসংখ্যা ১৩৩৭১৯৪(২০০১ জনগণনা) ও ১৬৪৮৯৯৭(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ১০ম৷ ওড়িশা রাজ্যের ৩.৯৩% লোক বলাঙ্গির জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ২০৩ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৫১ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২৩.৩২% , যা ১৯৯১-২০১১ সালের ৮.৬৩% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৮৭(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৫৫৷[৪]

নদনদী[সম্পাদনা]

পরিবহন ও যোগাযোগ[সম্পাদনা]

পর্যটন ও দর্শনীয় স্থান[সম্পাদনা]

ঐতিহ্য ও সংস্কৃতি[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

জেলাটির স্বাক্ষরতা হার ৫৫.৭০%(২০০১) তথা ৬৪.৭২%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭১.৬৭%(২০০১) তথা ৭৫.৮৫%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩৯.৫১%(২০০১) তথা ৫৩.৫০% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৩.১২%৷[৪]

প্রশাসনিক বিভাগ[সম্পাদনা]

সীমান্ত[সম্পাদনা]

বিশিষ্ট ব্যক্তিবর্গ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]